Cricketkhor

"ডাল ভাতের সাথে ক্রিকেট খাই,
টাইগারদের জন্য গলা ফাটাই"

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ ২৯ জুলাই

Naim

Naim

▪আজকের দিনে সাধারণ ঘটনা-

২০০৬- টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ জুটি
২০০৬ সালে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান টেস্ট সিরিজের ১ম ম্যাচে ২য় ইনিংসে দুই লঙ্কান মানিকজোড় কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে গড়েন এক অবিস্মরণীয় কীর্তি। দুজনে মিলে ৫ম উইকেট জুটিতে গড়ে তুলেন ৬২৪ রানের জুটি। যা এখনো যেকোনো উইকেট কিংবা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ জুটি।

২০০১- হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরি
২০০১ সালে আজকের এইদিনে উইন্ডিজ এর বিপক্ষে তৎকালীন সবচেয়ে তরুন ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন হ্যামিল্টন মাসাকাদজা। এই সেই সেঞ্চুরি ছিলো কোন আফ্রিকান কৃষাঙ্গ ক্রিকেটার হিসেবে প্রথম ব্যক্তিগত সেঞ্চুরি করার রেকর্ড।

২০০৬- প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ সেঞ্চুরি
২০০৬ সালের আজকের এইদিনে ল্যাঙ্কাশায়ার এবং ওয়ারউইকশায়ার এর মধ্যকার এক ম্যাচে ল্যাঙ্কাশায়ার এর ক্রিকেটার ড্যানিস অ্যামিস তুলে নেন নিজ ক্যারিয়ারের ১০০ তম সেঞ্চুরি।

১৯৮০- বব উইলিসের ব্যাট হাতে অস্তিত্বের প্রমাণ-
বব উইলিস কে সাধারণত সবাই বোলার হিসেবেই চিনি। তার ব্যাটিং গড় (১১) হয়তোবা সেই কথাই বলবে। কিন্তু তিনি ব্যাট হাতেও যে বেশ পটু ছিলেন তার প্রমাণ মেলে ১৯৮০ সালের আজকের এইদিনে। উইন্ডিজ এর বিপক্ষে এক টেস্ট ম্যাচের শেষ দিনে ইংল্যান্ড ৯২ রানেই হারিয়ে বসে ৯ উইকেট। সেখান থেকে বব উইলিস কে সঙ্গে নিয়ে পুরো দিন ব্যাট করে কাটিয়ে দেন পিটার উইলি। শেষ অব্দি তিনি অপরাজিতে থাকেন ২৪ রানে।

২০০২- প্রথম শ্রীলঙ্কান হিসেবে অভিষেক টেস্টে ১ম বলে উইকেট-
২০০২ সালের আজকের এইদিনে প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই নিজের ১ম বলে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন চামিলা গামাগে। ২০০২ সালের আজকের এইদিনে বাংলাদেশের সাথে হওয়া এক টেস্টে ম্যাচে; টেস্ট ক্রিকেট ইতিহাসে ১৩তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।

আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট-
২৯-৭-২০০৪- বাংলাদেশ বনাম পাকিস্তান (ওয়ানডে)
ফলাফল- ৬ উইকেটে হার
২৯-৭_২০০৬- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (ওয়ানডে
ফলাফল- ২ উইকেটে হার।

আজকের দিনে জন্ম –
১৯৩৩- ক্যামি স্মিথ (ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৪৪- টেরি জার্ভিস (নিউজিল্যান্ড)
১৯৬৩- আজিম হাফিজ (পাকিস্তান)
১৯৬৬- হ্যালেন ডেভিস (দক্ষিণ আফ্রিকা)
১৯৭০- জন রেন (জিম্বাবুয়ে)
১৯৭৫- লঙ্কা ডি সিলভা (শ্রীলঙ্কা)

আজকের দিনে সেঞ্চুরি-
১৯৩১- হবার্ট সুতক্লিফ বনাম নিউজিল্যান্ড (টেস্ট)
১৯৩১- কুমার শ্রী দুলিপ বনাম নিউজিল্যান্ড (টেস্ট)
১৯৩৫- জর্জ ভিলজয়েন বনাম ইংল্যান্ড (টেস্ট)
১৯৬৭- হানিফ মোহাম্মদ বনাম ইংল্যান্ড (টেস্ট)
১৯৮০- পিটার উইলি বনাম ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট)
১৯৮৪- ক্যারোল হজস বনাম নিউজিল্যান্ড ওমেন (টেস্ট)
১৯৮৬- গ্রাহাম গুচ বনাম নিউজিল্যান্ড (টেস্ট)
২০০১- হ্যামিল্টন মাসাকাদজা বনাম উইন্ডিজ (টেস্ট)
২০০২- অজিত আগারকার বনাম ইংল্যান্ড (টেস্ট)
২০০৪- মার্কাস ট্রেস্কোথিক বনাম উইন্ডিজ (টেস্ট)
২০১০- সুরেশ রায়না বনাম শ্রীলঙ্কা (টেস্ট)
২০১০- ইয়ন মরগান বনাম পাকিস্তান (টেস্ট)
২০১৬- টম লাথাম বনাম জিম্বাবুয়ে (টেস্ট)
২০১৭- ভিরাট কোহলি বনাম শ্রীলঙ্কা (টেস্ট)

▪আজকের দিনে ৫ উইকেট-
১৯০৭- কলিন ব্লাইথ বনাম দ.আফ্রিক (টেস্ট)
১৯০৭- অ্যাব্রি ফকনার বনাম ইংল্যান্ড (টেস্ট)
১৯২৯- টিচ ফ্রীম্যান বনাম দ.আফ্রিকা (টেস্ট)
১৯৩৫- বিল বোওস বনাম দ.আফ্রিক (টেস্ট)
১৯৫৮- টনি লক বনাম নিউজিল্যান্ড (টেস্ট)
১৯৭২- ডেরেক আন্ডারউড বনাম অস্ট্রেলিয়া (টেস্ট)
১৯৮২- ইমরান খান বনাম ইংল্যান্ড (টেস্ট)
১৯৯৩- অনিল কুম্বলে বনাম শ্রীলঙ্কা (টেস্ট)
১৯৯৩- চেরি সিং বনাম উইন্ডিজ ওমেন (ওয়ানডে)
১৯৯৬- মুস্তাক আহমেদ বনাম ইংল্যান্ড (টেস্ট)
২০০৬- স্টিভ হার্মিসন বনাম পাকিস্তান (টেস্ট)
২০০৬- মন্টি পেনসিয়ার বনাম পাকিস্তান (টেস্ট)
২০০৮- জন ব্লাইম বনাম নেদারল্যান্ডস (ওয়ানডে)
২০১২- কেমার রোচ বনাম নিউজিল্যান্ড (টেস্ট)
২০১৫- জেমস অ্যান্ডারসন বনাম অস্ট্রেলিয়া (টেস্ট)
২০১৭- টবি রোল্যান্ড জনস বনাম দ.আফ্রিকা (টেস্ট)