ক্রিকেট ইতিহাসের আজকের দিন – এপ্রিল ০২

Mehrab Elahi
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

১৯৯৬- সিঙ্গাপুরের পাডাং গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে সনাথ জয়াসুরিয়ার তাণ্ডব। এইদিনে তিনি পাকিস্তানের বিপক্ষে ৪৮ বলে সেঞ্চুরি করেন এবং তিনি তার ইনিংস শেষ করেন ৬৫ বলে ১৩৪ রান করে। শ্রীলঙ্কা সেই ম্যাচ জিতে নেয় ৩৪ রানে। এর পাঁচদিন পর একই মাঠে সেই পাকিস্তানের বিপক্ষে ২৮ বলে ৭৬ রান করেন জয়াসুরিয়া।

১৯৮১- অজি ক্রিকেটার মাইকেল ক্লার্কের জন্মদিন। ২০০৪ সালে ব্যাঙ্গালোরে ভারতের বিপক্ষে ১৫১ রান করে ইন্টারন্যাশনাল টেস্ট অভিষেক স্মরণীয় করে রাখেন তিনি। ২০১১ সালে রিকি পন্টিং এর জায়গায় ক্যাপ্টেন হিসেবে আসেন তিনি। এরপর ভারতের বিপক্ষে তিনি তুলে নেন তার প্রথম ট্রিপল সেঞ্চুরি এবং ওই সময় সাত টেস্টে তিনি তুলে নেন তিনটি ডাবল সেঞ্চুরি। ২০১২ সাল শেষ করেন ১৫৯৫ রান নিয়ে, এভারেজ ছিলো ১০০ এর উপরে।

১৯৬৩- ডারমট রেভ নামক এক উদ্ভাবকের জন্মদিন। যিনি তার কোচিং ম্যানুয়েল দিয়ে একজন এমসিসি মেম্বারকে চোক করার পরিকল্পনা করেছিলেন। ১৯৯৬ সালে হ্যাম্পশায়ারের বিপক্ষে এক ম্যাচে তিনি বাঁ-হাতি বোলারদের বোলিংয়ের সময় বারবার ব্যাট ফেলে দিচ্ছিলেন যাতে করে গ্লাভসের কারণে আউট না হয়। রেভ এবং বব উলমার একসাথে কোচ-ক্যাপ্টেন হয়ে ১৯৯০ সালে ওয়ারউইকশায়ারকে এনে দেন অভূতপূর্ব সাফল্য। রেভ হংকং এ জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে আইসিসি ট্রফি খেলেন।

১৯৪৬- নিউজিল্যান্ড বোলার রিচার্ড কলিঞ্জের জন্মদিন। যিনি টেস্টে ১১০ উইকেট নিয়েছেন এবং যার ব্যাটিং এভারেজ ছিলো ১৪। ১৯৭২-৭৩ সালে অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে কলিঞ্জ ৬৮ রান করেন এবং সেটা ১১ নম্বরে ব্যাট করতে নামা সর্বোচ্চ সাথে দশম উইকেট জুটিতে ব্রায়ান হেস্টিংকে নিয়ে করেন ১৫১ রানের রেকর্ড জুটি। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম জয়ে তিনি স্বীকার করেন ৬ উইকেট।

আজকের দিনের বাংলাদেশের খেলাঃ
১৯৮৬- বনাম শ্রীলঙ্কা – ফলাফল ৭ উইকেটে পরাজয়
২০০৭- বনাম নিউজিল্যান্ড – ফলাফল ৯ উইকেটে হার

আজকের দিনে জন্মদিনঃ
১৯৯৫- ভাল্টার ডিকভ – বুলগেরিয়া
১৯৯২- টম লাথাম – নিউজিল্যান্ড
১৯৫৯ – কেনেথ ম্যাকলে – ইংল্যান্ড
১৯৫০- ইয়ান থমাস – অস্ট্রেলিয়া
১৯৪৭ – কলিন টিমিন্স – অস্ট্রেলিয়া
১৮৯৬- জর্জ বরউইক – অস্ট্রেলিয়া
১৮৭৫- আরনল্ড ওয়ারেন – ইংল্যান্ড
১৮৬৯ – ফ্রাঙ্কইস টয়েট – সাউথ আফ্রিকা

আজকের দিনে মৃত্যুদিন-
১৯৮০ – রিচার্ড হাওয়ার্থ – ইংল্যান্ড
১৯৭৯ – ইভান ব্যারো – জ্যামাইকা
১৯৬৪ – থমাস বার্টলে – ওয়েলস
১৯৪৭ – জোসেফ হার্ডস্টাফ – ইংল্যান্ড
১৯৩৬ – জর্জ ডাউনস – অস্ট্রেলিয়া
১৮৯৪ – চার্লস পুলিং – ইংল্যান্ড

আজকের দিনে সেঞ্চুরিঃ
২০১৮- ফাফ ডু প্লেসিস বনাম অস্ট্রেলিয়া
২০১১ – মাহেলা জয়বর্ধন বনাম ভারত
২০০৭- স্টিভেন ফ্লেমিং বনাম বাংলাদেশ
২০০৪- গ্রাহাম থর্প বনাম উইন্ডিজ
১৯৯৬ – সনাথ জয়াসুরিয়া বনাম পাকিস্তান
১৯৭৮- এবি উইলিয়ামস বনাম অস্ট্রেলিয়া
১৯৭১- গ্যারি সোবার্স বনাম ভারত

আজকের দিনে পাঁচ উইকেটঃ
২০০২ – ট্যারিল টাফে বনাম ইংল্যান্ড
২০০১ – দ্বীননাথ রামনারায়ন বনাম সাউথ আফ্রিকা
১৯৯৫- গ্ল্যান ম্যাকগ্রা বনাম উইন্ডিজ
১৯৭৪- টনি গ্রেগ বনাম উইন্ডিজ

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর