ক্রিকেট ইতিহাসে আজকের দিন: ফেব্রুয়ারি – ১৪

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

ওডিআই: ২০০৩- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- ১০ উইকেটে হার

টি-টোয়েন্টি: ২০১৪- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- ৩ উইকেটে হার

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানে অলআউট!
১৮৯৬ সালের আজকের দিনটা কখন ও ভুলতে পারবে না দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথ ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয় যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট। টেস্ট ম্যাচটি মাত্র ২ দিনে শেষ হয়েগেছিলো সেই সময়ে ৫ বলে ১ ওভার ছিলো। এই টেস্টে জর্জ লোহম্যান প্রথম ইনিংসে ৭ উইকেট ও ২য় ইনিংসে ৮ উইকেট নিয়ে একটা টেস্টে ১৫ উইকেট শিকার করেন।

ইনিংসের প্রথম তিন বলে ৩ উইকেট!
২০০৩ বিশ্বকাপের ১০ ম্যাচে আজকের দিনে বাংলাদেশর মুখোমুখি হয়েছিলো শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ৩ বলে হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও ইহসানুল হককে আউট করেন হাট্রিক করেন চামিন্দা ভাস। ক্রিকেট ইতিহাসে আজকের দিনটা কখন ও ভুলতে পারবে না বাংলাদেশ।

আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন:

১৯৪৭- সালাউদ্দিন (পাকিস্তান)
১৯৬৮- ক্রিস লুইস (ইংল্যান্ড)
১৯৭৩- হিল্টন অ্যাকারম্যান (দক্ষিণ আফ্রিকা)
১৯৮৬- জ্যাক ভ্যারে (পাপুয়ানিউগিনি)
১৯৯২- ব্রায়ান চারি (জিম্বাবুয়ে)
১৯৯৭- আবু হায়দার রনি (বাংলাদেশ)

আজকের দিনে যারা মৃত্যু বরন করছেন:

১৯৯০- গ্রেইম হোল (অস্ট্রেলিয়া)
১৯৭৪- স্টুই ডেম্পস্টার (নিউজিল্যান্ড)
১৯৭০- হার্বার্ট স্ট্রাডউইক (ইংল্যান্ড)

আজকের দিনে যারা শতক হাকিয়েছেন:

১৯২১- ওয়ারউইক আর্মস্ট্রং (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৩১- ডোনাল্ড ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৪৯- অ্যালান ওয়াটকিন্স (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৫০- নীল হার্ভে (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৫০- জ্যাক মরনি (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৫৫- পলি উমরিগড় (ভারত বনাম পাকিস্তান)
১৯৬৬- বিল লরি (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৬৬- বব কাউপার (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৬৯- বিল লরি (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৬৯- ডগ ওয়াল্টার্স (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৮৫- জেরেমি কোনি (নিউজিল্যান্ড বনাম পাকিস্তান)
১৯৯৩- ক্রিস লুইস (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৯৬- নাথান অ্যাসলে (নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড)
১৯৯৯- জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড)
২০০৬- অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
২০০৬- সাইমন ক্যাটিচ (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
২০১০- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০১০- হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা বনাম ভারত)
২০১০- অ্যান পেটারসেন (দক্ষিণ আফ্রিকা বনাম ভারত)
২০১৩- ইউনুস খান (পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৩- আসাদ শফিক (পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৪- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৫- অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০১৬- এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০১৬- অ্যালেক্স হেলস (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)

আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেন:

১৮৮৮- ববি পিল (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৮৮৮- জর্জ লোহম্যান (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৮৮৮- চার্লস টার্নার (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯১৪- সিডনি বার্নস (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯২১- পার্সি ফেন্ডার (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৪৯- কুয়ান ম্যাকার্থি (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
১৯৬১- অ্যালান ডেভিডসন (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৭৮- বব উইলিস (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৭৯- জিওফ মিলার (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৮১- জন এম্বুরি (ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৮৫- ওয়াসিম আকরাম (পাকিস্তান বনাম নিউজিল্যান্ড)
১৯৮৮- গ্রাহাম ডিলি (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৮৯- সেলিম জাফর (পাকিস্তান বনাম নিউজিল্যান্ড)
১৯৮৩- অনিল কুম্বলে (ভারত বনাম ইংল্যান্ড)
১৯৯৮- কার্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত)
২০০৩- চামিন্দা ভাস (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ)
২০০৩- শন পলক (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান)
২০০৭- জহির খান (ভারত বনাম শ্রীলঙ্কা)
২০১৪- মিচেল জনসন (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৪- ইশান্ত শর্মা (ভারত বনাম নিউজিল্যান্ড)
২০১৫- স্টিভেন ফিন (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
২০১৫- মিচেল মার্শ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর