ক্রিকেট ইতিহাসে আজকের দিন: ফেব্রুয়ারী -১৭

Arfin Rupok
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড! দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নক্ষত্রের বিদায়ের দিনে সুপারম্যানের জন্ম। বিশ্ব মঞ্চে জয়ী হয়েছিলো অস্ট্রেলিয়া। পিছিয়ে ছিলো না বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদও! কি ঘটেছিলো আজকের দিনে? চলুন দেখে নেওয়া যাক!

▪️বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া!
২০১৩ সালের আজকের দিনে মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে মুকুট দখলের লড়াইয়ে মাঠে নেমেছিলো অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিংয়ে নেমে জেস ক্যামেরনের ৭৫ রানের উপর ভর করে ২৫৯ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ২৬০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৪৫ রানে অলআউট হলে অস্ট্রেলিয়া নারী দল জয় পায় ১১৪ রানের বিশাল ব্যবধানে। সেই সাথে ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া নারী দল।

▪️অভিষেকেই ইতিহাস রচনা!
ক্রিকেট ইতিহাসে রেকর্ডকে ছড়াছড়ি। তবে কিছু রেকর্ড রয়ে যায় প্রথম পাতায়। ঠিক তেমনি ১৯৯৬ সালের আজকের দিনে ইতিহাস রচিত করেছিলেন নোলান ক্লার্কের। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশী বছর বয়স অভিষেক হয়েছিলো তার। সেই সাথে সেটিই ছিলো তার প্রথম বিশ্বকাপ ম্যাচ।

▪️সুপারম্যানের জন্ম!
ওয়ানডেতে দ্রুততম অর্ধ-শতক, শতক এবং দেড়শো রানের মালিক! দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরিয়ান এবং দ্বিতীয় দ্রুততম টি-২০ ফিফটির মালিক! দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির মালিক আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ২০ হাজারের অধিক রান! ক্রিকেট মাঠে মারমুখী এই ব্যাটসম্যানের নাম এবিডি ভিলিয়ার্স! যিনি ১৯৮৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন।

▪️ডু-প্লেসিসের বিদায়!
সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের আরো একটি নক্ষত্রের বিদায় ঘটলো আজ। আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজারের অধিক রানের মালিক এবং দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান এবং বুদ্ধিদীপ্ত কাপ্তান সাদা পোশাককে জানিয়েছেন বিদায়!

▪️আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

  • ওয়ানডে: ২০১৪ সাল – বাংলাদেশ বানম শ্রীলঙ্কা – শ্রীলঙ্কা ১৩ রানে জয়ী।
  • ওয়ানডে (নারী): ২০১৭ সাল – বাংলাদেশ বনাম ভারত – ভারত ৯ উইকেটে জয়ী।

▪️আজকের দিনে যাদের জন্ম:

  • ১৮৯৮ সাল – টম লরি – নিউজিল্যান্ড।
  • ১৯১৬ সাল – ডন টলন – অস্ট্রেলিয়া।
  • ১৯৩৬ সাল – ব্যারি জার্মান – অস্ট্রেলিয়া।
  • ১৯৩৬ সাল – পিটার ওয়াকার – ইংল্যান্ড।
  • ১৯৩৭ সাল – রে জর্ডান – অস্ট্রেলিয়া।
  • ১৯৪০ সাল – ডেনিস গ্যামসি – দক্ষিণ আফ্রিকা।
  • ১৯৬২ সাল – টনি ব্লেইন – নিউজিল্যান্ড।
  • ১৯৭২ সাল – হেলেন ওয়াটসন – নিউজিল্যান্ড।
  • ১৯৮১ সাল – রায়ান হাইন্ডস – ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৮৮ সাল – আদিল রশিদ – ইংল্যান্ড।

▪️আজকের দিনে যাদের মৃত্যু:

  • ১৯২৯ সাল – মরিস রিড – ইংল্যান্ড।
  • ১৯৯৩ সাল – লেসলি টাউনসেন্ড – নিউজিল্যান্ড।
  • ২০১৬ সাল – অ্যান্ডি গ্যানটিউম – ওয়েস্ট ইন্ডিজ।

▪️আজকের দিনে পাঁচ উইকেট:

  • ১৮৮২ সাল – জোই পালমার – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯১৪ সাল – সিডনি বার্নস – ইংল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ১৯৩১ সাল – বুস্টার নুপেন – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ১৯৩৬ সাল – ক্ল্যারি গ্রিমেট – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ১৯৬০ সাল – ওয়েস হল – ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড।
  • ১৯৬৮ সাল – ডিক মোৎজ – নিউজিল্যান্ড বনাম ভারত।
  • ১৯৬৯ সাল – এনিড বেকওয়েল – ইংল্যান্ড প্রমীলা বনাম নিউজিল্যান্ড প্রমীলা।
  • ১৯৭৫ সাল – সরফরাজ নওয়াজ – পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৭৬ সাল – রিচার্ড হ্যাডলি – নিউজিল্যান্ড বনাম ভারত।
  • ১৯৮১ সাল – কলিন ক্রফট – ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড।
  • ২০০৯ সাল – গ্রেম সোয়ান – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০১০ সাল – এলিসি পেরি – অস্ট্রেলিয়া প্রমীলা বনাম নিউজিল্যান্ড প্রমীলা।
  • ২০১২ সাল – অ্যানিয়া শ্রাবসোল- ইংল্যান্ড প্রমীলা বনাম নিউজিল্যান্ড প্রমীলা।
  • ২০১৭ সাল – ইমরান তাহির – দ. আফ্রিকা বনাম নিউজিল্যান্ড।

▪️আজকের দিনে যাদের সেঞ্চুরি:

  • ১৮৮৩ সাল – এ. জি. স্টিল – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৩০ সাল – দিলীপসিংজী – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।
  • ১৯৩০ সাল – টেড বোলি – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।
  • ১৯৬৯ সাল – এনিড বেকওয়েল – ইংল্যান্ড প্রমীলা বনাম নিউজিল্যান্ড প্রমীলা।
  • ১৯৭২ সাল – লরেন্স রো – ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড।
  • ১৯৭৩ সাল – রডনি রেডমন্ড – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান।
  • ১৯৮০ সাল – ইয়ান বোথাম – ইংল্যান্ড বনাম ভারত।
  • ১৯৯০ সাল – রমিজ রাজা – পাকিস্তান বনাম শ্রীলঙ্কা।
  • ১৯৯০ সাল – সাঈদ আনোয়ার – পাকিস্তান বনাম শ্রীলঙ্কা।
  • ২০০২ সাল – কার্ল হুপার – ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান।
  • ২০০৪ সাল – স্টিফেন ফ্লেমিং – নিউজিল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ২০০৭ সাল – চামারা সিলভা – শ্রীলঙ্কা বনাম ভারত।
  • ২০১০ সাল – মাহমুদউল্লাহ রিয়াদ – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড।
  • ২০১৪ সাল – বিজে ওয়াটলিং – নিউজিল্যান্ড বনাম ভারত।
 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর