ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ ২ মে

Naim
  • প্রকাশিত সময় : রবিবার, ২ মে, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook


সাধারণ ঘটনা
২০০১- ২০০১ সালের আজকের এইদিনে অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট-ইন্ডিজ এর মধ্যকার এক ম্যাচে খেলা দেখতে আসা আরেক দর্শকের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে মৃত্যুবরণ করেছিলেন অ্যান্টিগার স্থানীয় দর্শক ক্রেইগ এডওয়ার্ডস।

১৯৯০- শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রাল এশিয়া কাপে সারজায় অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার সাইমন ওডনেল, ১৯৯০ সালের আজকের এইদিনে খেলেছিলেন ২৯ বলে ৭৪ রানের এক বিস্ফোরক ইনিংস। এই ইনিংসটি ছিলো তৎকালীন দ্রুতগতির হাফ-সেঞ্চুরির (১৮ বলে হাফসেঞ্চুরি করার) রেকর্ড। যা পরবর্তীতে ভেঙ্গে দিয়েছেন সনাৎ জয়াসুরিয়া এবং এবি ভিলিয়ার্স।

আজকের দিনে বাংলাদেশের ম্যাচ-
(ম্যাচ নেই)

আজকের দিনে জন্মদিন;
১৯৬৯- ব্রায়ান লারা (ওয়েস্ট-ইন্ডিজ)
১৯০১- বব হোয়াইট (ইংল্যান্ড)
১৯৮৬- ইয়াসির শাহ (পাকিস্তান)
১৯৮২- যোহান বোথা (দক্ষিণ আফ্রিকা)
১৯৬০- রবি রত্নায়েকে (শ্রীলঙ্কা)

আজকের দিনে সেঞ্চুরি-
১৯৯০- ডিন জোনস (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০০১- হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০০৩- স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০১০- সুরেশ রায়না (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১১- মোহাম্মদ হাফিজ (পাকিস্তান বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০১৭-  আজাহার আলী (পাকিস্তান বনাম ওয়েস্ট-ইন্ডিজ)

আজকের দিনে ৫ উইকেট-
১৯৭৮- ট্রেভর লাফলিন (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
১৯৮৪- ম্যালকম মার্শাল (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
১৯৬৬- ড্যানি মরিসন (নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০০৩- মোহাম্মদ রফিক (বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৪- রহমত শাহ (আফগানিস্তান বনাম আরব আমিরাত)
২০১৫- জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর