ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ মে-২৫

Mugdha Saha
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

আজকের দিনে সাধারণ ঘটনা

১৮৬৮– প্রথমবারের মতো ইংল্যান্ড সফররত অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমেছিলো ১৮৬৮ সালের আজকের এই দিনেই। ইংল্যান্ডের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে অজিরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলো সারে জেন্টলম্যান একাদশ কে। ঐ ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছিলো ইনিংস এবং ৭ রানের ব্যবধানে।

১৯৮৫– ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে একাধারে ৪ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন অ্যালান ডোনাল্ড। পর পর ৪ সেঞ্চুরি করার জার্নিটা তিনি শুরু করেছিলেন প্রতিপক্ষ সমারসেট কে দিয়ে এরপর ওরচেস্টারশায়ার, এমসিসি এবং যারা শেষটা করেছিলেন ডার্বিশায়ার এ অজিদের ট্যুর ম্যাচে। অ্যালান নিজের এমন এক্সাইটিং নৈপুণ্য টেনে এনেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজেও।

আজকের দিনে বাংলাদেশের ম্যাচ-
২৫-৫-২০০৭ বাংলাদেশ বনাম ভারত (টেস্ট)
ফলাফল- ইনিং& ২৩৯ রানে হার
২৫-৫-১৯৯৮ বাংলাদেশ বনাম ভারত (ওয়ানডে)
ফলাফল- ৫ উইকেটে হার।
২৫-৫-২০০০ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ওয়ানডে)
ফলাফল- ৯ উইকেটে হার।
২৫-৫-২০২১ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ওয়ানডে)
ফলাফল- ১০৩ রান জয়।

আজকের দিনে জন্মদিন
১৯৯৫- কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
১৯৭০- রবার্ট ক্রফট (ইংল্যান্ড)
১৮৯৭- অ্যালান কিপাক্স (অস্ট্রেলিয়া)
১৯৩৬- রুসি সুর্তি (ভারত)
১৯৬২- জুলকারনাইন (পাকিস্তান)
১৯৫৭- পিটার রসন (জিম্বাবুয়ে)
১৯৪৯- ললিত কালুপেরুমা (শ্রীলঙ্কা)

আজকের দিনে সেঞ্চুরি-
১৯৯০- গ্রাহাম গুচ (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৯০- মার্ক গ্রেটব্যাচ (নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড)
২০০০- মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০০৭- মাইকেল ভন (ইংল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০০৭- ওয়াশিম জাফর (ভারত বনাম বাংলাদেশ)
২০০৭- কেভিন পিটারসেন (ইংল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০১২- মারলন স্যামুয়েলস (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
২০১৩- জু রুট (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)

আজকের দিনে ৫ উইকেট-
১৯৯৭- ড্যারেন গফ (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
২০০৮- ডেনিয়েল ভেট্টুরি (নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড)
২০০৮- মন্টি পানেসর (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
২০১৫- ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড বনাম ইইংল্যান্ড)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর