ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ ৭ জুন

Naim
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook
ক্রিকেটের ইতিহাস আজকের নয়। অনেক আগ থেকেই ক্রিকেট খেলা হয়ে আসছে। ক্রিকেটের ২২ গজে নিজের দিনে রেকর্ড বুকে নাম লেখিয়েছেন অনেকেই। দিনশেষে তাদের কয়জনকেই বা আমরা মনে রাখি?
ক্রিকেটে এমন কিছু ঘটে যা স্মরণীয় হয়ে থাকে স্মৃতির পাতায়; লেখা থাকে ইতিহাসে। দিন ঘুরিয়ে আমাদের সামনে চলে আসে সেই স্মৃতি গুলো। আজকের আয়োজনে আমরা দেখবো কিছু পুরোনো স্মৃতি; দেখবো কিছু স্মরণীয় ইতিহাস।

🔘আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

২০১৮ – বাংলাদেশ বনাম আফগানিস্তান – আফগানিস্তান ১ রানে জয়ী(টি-২০)

২০১৮ – বাংলাদেশ প্রমীল বনাম থাইল্যান্ড প্রমীলা – বাংলাদেশ প্রমীলা ৯ উইকেটে জয়ী (টি-২০)

🔘আজকের দিনে যাদের জন্ম:

শেন বন্ড:
১৯৭৫ সালের আজকের দিনে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন। যিনি নিউজিল্যান্ডের জার্সিতে ওয়ানডে, টেস্ট এবং টি-২০ তে মাঠ মাতিয়েছেন। দ্রুত গতির বোলার হিসেবে পরিচিত পাওয়া বন্ড টেস্টে ৮৭ উইকেট, ওয়ানডেতে ১৪৭ উইকেট এবং টি-২০ তে ২৫ উইকেট শিকার করেন।

মার্লোন ব্ল্যাক:
ওয়েষ্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার। যিনি ৬ টি টেস্ট এবং ৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছিলো। ব্যাট হাতে ২৫ এবং বল হাতে ১২ উইকেট শিকার করেছিলেন।

গ্রেইম লেব্রয়:
সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার। যিনি ১৯৬৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। যিনি শ্রীলঙ্কা জার্সিতে ৯ টেস্টে ১৫৮ রানের সাথে ২৭ উইকেট এবং ৪৪ ওয়ানডে ম্যাচে ১৫৮ রান এবং ৪৫ উইকেট শিকার করেন।

কার্ল নুনেস:
ওয়েষ্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার। যিনি ১৯৮৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। ক্যারিবিয়নদের পক্ষে ৪ টেস্টে ৩০.৬ গড়ে ২৪৫ রান সংগ্রহ করেন।

জর্জ সিম্পসন-হেওয়ার্ড:
সাবেক ইংরেজ ক্রিকেটার। যিনি ১৮৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের পক্ষ্যে সাদা পোশাকে ৫ ম্যাচে ১৮.৩ গড়ে ২৩ উইকেট শিকার করেন।

চার্লি অ্যাবসলম:
ইংরেজ এই ক্রিকেটার ১৮৪৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি ক্যারিয়ারে একমাত্র আন্তর্জাতিক ম্যাচে ৫৮ রান সংগ্রহ করেন।

১৯৭৭ – দীপ দাশগুপ্ত – ভারত।
১৯৫৭ – নীল র‌্যাডফোর্ড – ইংল্যান্ড।

🔘আজকের দিনে যাদের মৃত্যু:

পিটার পেথেরিক:
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। যিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬ ম্যাচে ১৬ উইকেট শিকার করেন। ১৯৪২ সালপে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার ২০১৫ সালের আজকের দিনে মৃত্যুবরন করেন।

চার্লি লিউইলিন:
দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার। যিনি আফ্রিকার হয়ে ১৫ টেস্টে ৫৪৪ রান এবং ৪৮ উইকেট শিকার করেন। ১৮৭৬ সালে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার ১৯৬৪ সালের আজকের দিনে দুনিয়ায় মায়া ত্যাগ করেন

১৯৯৬ – টম পুনে – নিউজিল্যান্ড।
১৯৫৮ – রজার হার্টিগ্যান – অস্ট্রেলিয়া।

🔘আজকের দিনের সাধারণ ঘটনা:

সুনীল গাভাস্কারের কচ্ছপ গতির ব্যাটিং!
১৯৭৫ সালের আজকের দিনে লর্ডসের মাঠে ইংল্যান্ডের মাঠে বিশ্বকাপের মঞ্চে ১৭৪ বলের মোকাবিলায় মাত্র ১ বাউন্ডারিতে ৩৬ রানে অপরাজিত ছিলেন। গাভাস্কারের ধীরগতির ব্যাটিংয়ে ২০২ রানে পরাজিত হয় ভারত।

ভারতের ব্যাটিং ধ্বস!
সময়টা ১৯৫২ সাল; প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে মাত্র ০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে!

অধিনায়ক কার্ল নুনেসের শুরু:
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম টেস্ট অধিনায়ক! ১৮৮৪ সালের আজকের দিনে ইংল্যান্ড সফরে তিনিই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম অধিনায়ক নির্বাচিত হন।

🔘আজকের দিনে ৫ উইকেট:
১৯৫২- গুলাম আহমেদ (ভারত বনাম ইংল্যান্ড)
১৯৭১- আসিফ মাসুদ (পাকিস্তান বনাম ইংল্যান্ড)
১৯৭৫- ডেনিস লিলি (অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান)
১৯৯৮- ডমিনিক কর্ক (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৯৮- নিরোশন বন্দরতিলকে (শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড)
২০০৪- পেড্রো কলিন্স (ওয়েস্ট-ইন্ডিজ বনাম বাংলাদেশ)
২০০৫- দানিশ কানেরিয়া (ভারত বনাম ইংল্যান্ড)

🔘 আজকের দিনে সেঞ্চুরি:
১৯৪৭- ডাডলি নোর্স (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
১৯৪৭- অ্যালান মেলভিল (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
১৯৫৮- পিটার রিচার্ডসন (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৭৪- কিথ ফ্লেচার (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৭৫- ডেনিয়া অ্যামিস (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৭৫- গ্লেন টার্নার (নিউজিল্যান্ড বনাম পূর্ব আফ্রিকা)
১৯৮৬- দিলীপ বেঙ্গসরকার (ভারত বনাম ইংল্যান্ড)
১৯৮৮- গ্রাহাম গুচ (ইংল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৯২- জাভেদ মিঁয়াদাদ (পাকিস্তান বনাম ইংল্যান্ড)
১৯৯২- সেলিম মালিক (পাকিস্তান বনাম ইংল্যান্ড)
১৯৯৩- গ্রাহাম গুচ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৯৬- নাসের হোসাইন (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৯৭- মার্ক টেইলর (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০০০- মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা বনাম পাকিস্তান)
২০১০- ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা)
২০১১- অ্যালিস্টার কুক (ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা)
২০১৮- শেন ডোরিচ (ওয়েস্ট-ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর