ক্রিকেট ইতিহাসে আজকের দিন: জুন – ১৫

Arfin Rupok
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

ক্রিকেট! ৩ অক্ষরের একটা শব্দ মাত্র। কিন্তু এটার পিছনে লুকিয়ে আছে হাজারো রেকর্ড! দিনশেষে ক্রিকেটের বাইশ গজে এখন অব্দি হয়েছে অসংখ্য রেকর্ড; লুকিয়ে আছে হাাজরো স্মৃতি। দিনশেষে সেইসব আমরা মনে রাখিই বা ক’জন? তবে, আজকে আপনাদের জানাবো ইতিহাসের পাতায় আজকের দিনে কি কি ঘটেছিলো!

🔘আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

(ওয়ানডে)
২০১৪ সাল – বাংলাদেশ বনাম ভারত – ভারত ৭ উইকেটে জয়ী।
২০১৭ সাল – বাংলাদেশ বনাম ভারত – ভারত ৯ উইকেটে জয়ী।

🔘স্কটিশে জিম্বাবুয়ে বধ:
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। যেখানে যেই দল নিজেদের শক্তিমত্তার প্রয়োগ ঘটাতে পারবে সেই দলটিই জয়ী হবে। ঠিক তেমনি ২০১৭ সালের আজকের নিয়ে পুচকে স্কটল্যান্ডের বিপক্ষে ২৬ রানের হার মেনে নিয়েছিলো হামিল্টন – রাজারা। এই জয় স্কটল্যান্ডের সবকিছু ছাপিয়ে দেয়।

🔘আজকের দিনে যাদের জন্ম:

১৯৮২ সাল – আব্দুর রাজ্জাক;
২০০ আন্তর্জাতিক ম্যাচে বাঁহাতি স্পিন ঘূর্ণিতে তুলে নিয়েছেন ২৭৯ উইকেট! বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিকটিও তার দখলে; রয়েছে দেশের পক্ষে প্রথম ২০০ উইকেট শিকারের রেকর্ড! রয়েছে ঘরোয়া ক্রিকেটে সর্ব্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। জাতীয় দলে লালা নামে পরিচিত এই ক্রিকেটার ১৯৮২ সালের আজকের দিনে জন্মগ্রহণ গ্রহন।

১৮৭৪ সাল – জর্জ রো – দক্ষিণ আফ্রিকাৃ।
১৯২৪ সাল – মোহাম্মদ গাজালী – ভারত।
১৯৩৫ সাল – মার্গারেট রাদারফোর্ড – দক্ষিণ আফ্রিকদ।
১৯৪৬ সাল – রজার টলচার্ড – ইংল্যান্ড।
১৯৬৯ সাল – মরিস ওদুম্বে – কেনিয়া।
১৯৭৭ সাল – শাকের আহমেদ কামাল – বাংলাদেশ।
১৯৮১ সাল – অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড – অস্ট্রেলিয়া।
১৯৮১ সাল – অমিত উনিয়াল – ভারত।
১৯৮২ সাল – রউদ নিজমান – নেদারল্যান্ডস।
১৯৯১ সাল – স্যাম বিলিংস – ইংল্যান্ড।
১৯৯৩ সাল – চরণজিৎ সিং – ইতালি।

🔘আজকের দিনে যাদের মৃত্যু:

১৯১৪ সাল – এ. জি. স্টিল – ইংল্যান্ড।
১৯৪৩ সাল – সিস পার্কিন – ইংল্যান্ড।
১৯৬১ সাল – টমি স্কট – ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮৫ সাল – লেন হপউড – ইংল্যান্ড।
১৯৮৫ সাল – পার্সি ফেন্ডার – ইংল্যান্ড।
১৯৮৬ সাল – কেকি তারাপোর – ভারত।
১৯৮৭ সাল – জন কোচরান – দক্ষিণ আফ্রিকা।

🔘আজকের দিনে পাঁচ উইকেট:

১৮৯৯ সাল – আর্নি জোন্স – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
১৯০৯ সাল – আলবার্ট রেল্ফ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
১৯৫৪ সাল – খান মোহাম্মদ – পাকিস্তান বনাম ইংল্যান্ড।
২০০০ সাল – কোর্টনি ওয়ালশ – ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড।
২০১০ সাল – লাথিস মালিঙ্গা – শ্রীলঙ্কা বনাম পাকিস্তান।
২০১৬ সাল – ইমরান তাহির – দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০১৭ সাল – কন ডি ল্যাঞ্জ – স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে।

🔘আজকের দিনে সেঞ্চুরি:

১৯০৯ সাল – ভার্নন র‌্যান্সফোর্ড – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
১৯৩৫ সাল – বব ওয়াট – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
১৯৫৫ সাল – কিথ মিলার – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
১৯৫৫ সাল – রিচি বেনো – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
১৯৫৫ সাল – রন আর্চার – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮৩ সাল – ভিভ রিচার্ডস – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
১৯৮৪ সাল – ভিভ রিচার্ডস – ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড।
১৯৮৪ সাল – ল্যারি গোমস – ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড।
১৯৮৫ সাল – টিম রবিনসন – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
২০০২ সাল – অ্যালেক স্টুয়ার্ট – ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
২০০৮ সাল – কেভিন পিটারসেন – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।
২০১০ সাল – শহীদ আফ্রিদি – পাকিস্তান বনাম শ্রীলঙ্কা।
২০১৪ সাল – অ্যাঞ্জেলা ম্যাথিউজ – শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড।
২০১৪ সাল – গ্যারি ব্যালেন্স – ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
২০১৬ সাল – হাশিম আমলা – দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০১৭ সাল – কাইল কোয়েতজার – স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে।
২০১৭ সাল – রোহিত শর্মা – ভারত বনাম বাংলাদেশ।
২০১৮ সাল – তামসিন বিউমন্ট – ইংল্যান্ড প্রমীলা বনাম দক্ষিণ আফ্রিকা প্রমীলা।
২০১৯ সাল – অ্যারোন ফিঞ্চ – অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা।

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর