ক্রিকেট ইতিহাসে আজকের দিন: জুন -১৯

Arfin Rupok
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

ক্রিকেটের ২২ গজে নিত্য নতুন ঘটে নানান ঘটনা। সবটা মনে রাখি আমরা ক’জন? দিনশেষে ইতিহাস ঘাঁটলে সামনে আসে অনেক কিছু। আজ জানবো আজকের দিনে ঘটে যাওয়া স্মরণীয় কিছু ঘটনা।

🔘আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

২০১৪ সাল – বাংলাদেশ বনাম ভারত – নো রেজাল্ট (ওয়ানডে)

🔘ইংরেজে বিধ্বস্ত অজিরা, নতুন ইতিহাস!
ইংরেজদের মাঠে অতিথি হয়ে আসা অজি অধিনায়ক টস ভাগ্যে জয়ী হয়ে বেছে নিয়েছিলো বোলিংয়ের সিদ্ধান্ত। ট্রেন্ট ব্রিজে অজি বোলারদের বিপক্ষে ইংল্যান্ডের শুরুটা হয়েছিলো উড়ন্ত। ম্যাচে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের ১২ তম বোলার হিসেবে ১০০ বা বেশী রান দেওয়ার রেকর্ড গড়েন অ্যান্ড্রু টাই। বিপরীতে ব্যাটিং তাণ্ডব চালান রয়, জনি, হেলস’রা। সবমিলিয়ে ৫০ ওভার শেষে ইংরেজদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪৮১ রান। যা ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান করে রেকর্ডটি ভাঙেন ইংল্যান্ড!

NOTTINGHAM, ENGLAND – JUNE 19: The scoreboard shows England’s record ODI innings score during the 3rd Royal London ODI match between England and Australia at Trent Bridge on June 19, 2018 in Nottingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

🔘চার্লি অ্যাবসলম’ই প্রথম:
ক্রিকেটে বেশকিছু আউট রয়েছে, এরমাঝে “অবস্ট্রাকটিং দা ফিল্ড” একটি। এটি দ্বারা মূলত মাঠে প্রতিবন্ধকতা বোঝানো হয়। যদি কোনও ব্যাটসম্যান কথা বা কর্মের মাধ্যমে ফিল্ডিং পক্ষকে ইচ্ছাকৃতভাবে বাধা বা বিভ্রান্ত করার চেষ্টা করে তাহলে ক্রিকেটের আইন এর অন্তর্গত আইন ৩৭ দ্বারা উক্ত ব্যাটসম্যানকে অবস্ট্রাকটিং দা ফিল্ড আউট দিয়ে থাকেন আম্পায়াররা। ঠিক তেমনি ১৮৬৮ সালের আজকের দিনে প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই আউট হন চার্লি অ্যাবসলম।

🔘আজকের দিনে যাদের জন্ম:

ওয়ালি হ্যামন্ড:
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। যিনি ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে অ্যাশেজের ১৯২৮/২৯ মৌসুমে ১১৩.১২ গড়ে ৯০৫ রান সংগ্রহ করেন। এছাড়াও প্রথম শ্রেনীর ক্রিকেটে আছে ৫০০০০+ রান! টেস্ট ক্রিকেট ৭০০০+ রান করা ব্যাটসম্যানের তালিকায় গড়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। এই হ্যামন্ড ১৯০৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন!

১৮৫১ সাল – বিলি মিডউইন্টার – ইংল্যান্ড।
১৮৬৭ সাল – ফ্রাঙ্ক আয়ারডেল – অস্ট্রেলিয়া।
১৯১২ সাল – ডিক পোলার্ড – ইংল্যান্ড।
১৯৩৪ সাল – হ্যামন্ড ফারলঞ্জ – ওয়েষ্ট ইন্ডিজ।
১৯৫৯ সাল – লেনি লুউ – দক্ষিণ আফ্রিকা।
১৯৭৪ সাল – ফিকো ক্লোপেনবার্গ – নেদারল্যান্ডস।
১৯৯২ সাল – কিটন জেনিংস – দক্ষিণ আফ্রিকা।
১৯৯৩ সাল – কোরে বিসসন- জার্সি ক্রিকেট দল।
১৯৯৫ সাল – জুবাইর হামজা – দক্ষিণ আফ্রিকা।
১৯৯৮ সাল – জশুয়া দা সিলভা – ওয়েস্ট ইন্ডিজ।
১৯৯৯ সাল – জ্যান লিওনার্ডাস লউ – দক্ষিণ আফ্রিকা।

🔘আজকের দিনে যাদের মৃত্যু:

১৯৩৬ সাল – জ্যাক শার্প – ইংল্যান্ড।
১৯৪৪ সাল – আইজ্যাক ফিশার – অস্ট্রেলিয়া।
১৯৪৪ সাল – বিল ব্রাডলি – ইংল্যান্ড।
১৯৯৬ সাল – এরিক ফিশার – নিউজিল্যান্ড।

🔘আজকের দিনে পাঁচ উইকেট:

১৯৫৯ সাল – রমাকান্ত দেশাই – ভারত বনাম ইংল্যান্ড।
১৯৭৮ সাল – ইয়ান বোথাম – ইংল্যান্ড বনাম পাকিস্তান।
১৯৯৮ সাল – ডমিনিক কর্ক – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
২০০১ সাল – ওয়াকার ইউনুস – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া।
২০০২ সাল – শোয়েব আখতার – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া।
২০০৫ সাল – স্টিভ হার্মিসন – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
২০০৭ সাল – মন্টি পানেসর – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ।

🔘আজকের দিনে সেঞ্চুরি:

১৯৮০ সাল – গ্রাহাম গুচ – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ।
১৯৯৮ সাল – জন্টি রোডস – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড।
২০১০ সাল – জ্যাক ক্যালিস – দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০১০ সাল – এবিডি ভিলিয়ার্স -দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০১১ সাল – ইয়ান বেল – ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
২০১২ সাল – অ্যালাস্টেয়ার কুক – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০১৫ সাল – কৌশল সিলভা – শ্রীলঙ্কা বনাম পাকিস্তান।
২০১৮ সাল – জনি বেয়ারেস্টো – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
২০১৮ সাল – অ্যালেক্স হেলস – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
২০১৯ সাল – কেন উইলিয়ামসন – নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর