ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ জুন-২০

Mugdha Saha
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
ওডিআইঃ

২০১৯- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া- ৪৮ রানে হার।
সাধারন ঘটনাঃ
১৯৭৯
নিউজিল্যান্ড কে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। জিওফ বয়কট এর কিপ্টে বোলিং এবং গ্রাহাম গুচের অলরাউন্ডিং নৈপুণ্যে নিউজিল্যান্ড কে পাত্তায় দেয় নি ইংল্যান্ড।
অপর দিকে একই দিনে অপর সেমিফাইনালে হেরে যাওয়া ম্যাচ কোলিন ক্রফটের বিষাক্ত বোলিং এর কল্যাণে নিজের দিকে করে নেয় এবং পাকিস্তান কে ৪৩ রানে হারিয়ে ফাইনালে উঠে ওয়েস্ট ইন্ডিজ।
১৯৯৩
নিজের ৪র্থ লর্ড টেস্টে এক অন্যরকম রেকর্ড করেন ইংলিশ ব্যাটসম্যান মাইক আথারটন। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে রান নেয়ার চেষ্টা করেন তিনি। দুই রান শেষ করার পর তৃতীয় রান নিতে যেয়ে হোচট খেয়ে পড়ে যান তিনি। ওই এক রান আর পূর্ণ করা হয় না, নাম এ তোলা হয় না অনার্স বোর্ডে। এরপরে লর্ডসে সর্বমোট ১১ টি টেস্ট খেলার পরেও আর অনার্স বোর্ডে নাম তোলা হয় নি তার।
১৯৯৯
পাকিস্তানের দেয়া ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯.৫ ওভার বাকি থাকতেই ৯ উইকেট হাতে রেখেই বিশ্বকাপের ট্রফি টা নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। সেদিন পাকিস্তান কে যেন কোনোরকম তোয়াক্কা ই করে নি তারা।


আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৮৫৬ জর্জ ভার্নন (ইংল্যান্ড)
১৮৬০ জ্যাক ওরাল (অস্ট্রেলিয়া)
১৮৯৭ কাইরিল ফ্রানকোইস (দঃআফ্রিকা)
১৯০৯ রবার্ট মার্লে (উইন্ডিজ)
১৯৪৯ অরণি জয়প্রকাশ (ভারত)
১৯৬৮ আইজাজ আলী (আমেরিকা)
১৯৭০ মাইয়া লুইস (নিউজিল্যান্ড)
১৯৭২ পরেশ মহামব্রে (ভারত)
১৯৮১ তৌফিক উমর (পাকিস্তান)
১৯৮৪ ওয়াডিংটন মাওয়াইয়েংগা (জিম্বাবুয়ে)


আজকের দিনে যারা সেঞ্চুরি করেছেনঃ
১৯৫২- লিয়াম হুটন (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৬৬- স্যার গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
১৯৭৪- ড্যানিস অ্যামিস (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৭৭- বব উলমার (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৮০- ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
১৯৮৩- জহির আব্বাস (পাকিস্তান বনাম নিউজিল্যান্ড)
১৯৯৪- অ্যালেক স্টিউয়ার্ট (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
২০০৩- মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০০৬- সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড)
২০১০- শিভনারায়ন চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১০- ব্রেন্ডন ন্যাশ (ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১১- কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড)
২০১৫- আসাদ শফিক (পাকিস্তান বনাম শ্রীলঙ্কা)
২০১৮- সুজি বেটস (নিউজিল্যান্ড প্রমীলা বনাম দক্ষিণ আফ্রিকা প্রমীলা)
২০১৮- টানসিন বিউমন্ট (ইংল্যান্ড প্রমীলা বনাম দক্ষিণ আফ্রিকা প্রমীলা)
২০১৯- মুশফিকুর রহিম (বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া)
২০১৯- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ)
২০১৯- রিতা মুসামালি (উগান্ডা প্রমীলা বনাম মালি প্রমীলা)
২০১৯- প্রসকোভিয়া আলাকো (উগান্ডা প্রমীলা বনাম মালি প্রমীলা)


আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯৫৭- ট্রেভর বেইলি (ইংল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৫৮- গার লক (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৬৩- ফ্রেড ট্রুম্যান (ইংল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৬৪- ফ্রেড ট্রুম্যান (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৭৭- বব উইলিস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৮০- মাইকেল হোল্ডিং (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
১৯৮৬- রজার বিনি (ভারত বনাম ইংল্যান্ড)
১৯৯৪- ডিওন ন্যাশ (নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড)
১৯৯৮- রবীন্দ্র পুষ্পকুমারা (শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৯৮- অ্যালান ডোনাল্ড (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০১৪- লিয়াম প্লাংকেট (ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর