ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ জুন-২৮

Mugdha Saha
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

জাহানারার ফাইফারে বাংলাদেশের জয়
২০১৮ সালের আজকের দিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। টসে হেরে বোলিং করতে গিয়ে শুরু থেকেই জাহানারার তোপে পড়ে আইরিশরা। ৪ ওভারে ২৮ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। ১৩৪ রানের পুজি পায় আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে নিগার সুলতানার ৪৬ রানে ভর করে শেষ বলে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ

ক্যাচ মিসে ম্যাচ মিস

১৯৮৫ সালের আজকের দিনে হার্শেল গিবসের বিশ্বকাপ হাতছাড়ার মতো মাইক গ্যাটিং ক্যাচ মিস করে হেরেছিলো লর্ডস টেস্ট। ক্যাচটি ছিল এলেন বোর্ডারের। ক্যাচের সময় তার রান ছিলো ৮৭ কিন্তু এরপর তিনি সেটি নিয়ে যান ১৯৬ রানে। কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের লর্ডসে হাইয়েস্ট ইনিংস ছিল সেটাই।

আজকের দিনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচঃ
👉২৮/০৬/২০১৮- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (প্রমীলা টি-টোয়েন্টি)
ফলাফলঃ ৪ উইকেটে জয়
👉২৮/০৬/২০০৮- বাংলাদেশ বনাম ভারত (ওয়ানডে)
ফলাফলঃ ৭ উইকেটে হার

আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৮৮৬- জো কক্স (সাউথ আফ্রিকা)
১৮৮৮- জর্জ চ্যালেনর (ওয়েস্ট ইন্ডিজ)
১৯২৬ – রুথ ডো (অস্ট্রেলিয়া)
১৯২৮- পিটার হেইন (দক্ষিণ আফ্রিকা)
১৯৩৪- রয় গিলক্রিস্ট (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৫৫- এন ব্রাউন (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৭০- ক্যাথরিন ও’নিল (নিউজিল্যান্ড)
১৯৮৫- ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)

আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
১৯১৫- ভিকটোর ট্রাম্পার (অস্ট্রেলিয়া)
১৯৯১- এরনি ম্যাক্রোমিক (অস্ট্রেলিয়া)
২০০৩- রাসেল এন্দেয়ান (দক্ষিণ আফ্রিকা)

আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯২৪- বব ক্যাটেরাল (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
১৯২৬- জ্যাক হবস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৩০- বিল উডফুল (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৩০- ডন ব্র‍্যাডম্যান (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৩৮- ডন ব্র‍্যাডম্যান (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৪৯- জ্যাক রবার্টসন (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৫০- ক্রিল ওয়াশব্রুক (ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৬৯- জন হ্যাম্পশায়ার (ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০০৩- জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০০৩- মার্কাস ট্রেসকোকথিস (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
২০০৩- বিক্রম সোলানকি (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
২০০৬- মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড)
২০০৮- সুরেশ রায়না (ভারত বনাম বাংলাদেশ)
২০০৮- অলক কাপালি (বাংলাদেশ বনাম ভারত)
২০১৩- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা)
২০১৫- আজাহার আলী (পাকিস্তান বনাম শ্রীলঙ্কা)

আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯৪৯- এরিক হোলিস (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৮৫- ক্রেইগ ম্যাকডারমট (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০০৩- প্রবাথ নিসাকা (শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০১০- সুলেমান বেন (ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৮- জাহানারা আলম (বাংলাদেশ প্রমীলা বনাম আয়ারল্যান্ড প্রমীলা)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর