ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ জুলাই-০৩

Mugdha Saha
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook


অ্যারন ফিঞ্চের টর্নেডো

নিজের দিনে ফিঞ্চের সামনে বিশ্বের সেরা বোলারদেরও কুপোকাত হতে হয় ২২ গজে। ঠিক তেমনি ২০১৮ সালের আজকের দিনে ফিঞ্চ চালিয়েছিলো ব্যাটিং তান্ডব। গড়েছিলেন বিশ্বরেকর্ড। সেদিন টি-২০ ক্রিকেটে মাত্র ৭৬ বলে ১৬ চার এবং ১০ ছক্কায় খেলেছিলেন ১৭২ রানের টনের্ডো ইনিংস। যা টি-২০ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

গর্ডন গ্রিনিজের লড়াই
১৯৮৪ সালের আজকের এইদিনে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। গর্ডন গ্রিনিজের দুই পা মারাত্মক ভাবে ইঞ্জুরড ছিলো, একটি পায়ের অবস্থা খুবই মারাত্মক ছিলো। ইংল্যান্ড তাদের ইনিংস ৩০০ রানে ডিক্লেয়ার করলে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৩৪২ এবং ওভার বাকি ছিলো ৭৮ টি। গর্ডন গ্রিনিজের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ সেই রান টপকায় ৬৬.১ ওভারে এবং ৯ উইকেট হাতে রেখে। গ্রিনিচ ২৪২ বলে ২১৪ রান করে অপরাজিত থাকেন। যেখানে ছিলো ২৯ চার এবং ২ ছয়।

আজকের দিনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচঃ
👉০৩/০৭/২০০৭- বাংলাদেশবনাম শ্রীলঙ্কা (টেস্ট)
ফলাফলঃ ইনিংস এবং ৯০ রানে হার

আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৮৫১- চার্লস ব্যানারম্যান (অস্ট্রেলিয়া)
১৯০২- জ্যাক নিউম্যান (নিউজিল্যান্ড)
১৯১০- চার্লি বার্নেট (ইংল্যান্ড)
১৯১১- জো হটস্টাফ জুনিয়র (ইংল্যান্ড)
১৯৫০- এওয়েন চ্যাটফিল্ড (নিউজিল্যান্ড)
১৯৫১- রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)
১৯৫২- ওয়াসিম রাজা (পাকিস্তান)
১৯৭৩- অভিজিত কাইল (ভারত)
১৯৭৬- হেনরি ওলোঙ্গা (জিম্বাবুয়ে)
১৯৮০- মাজহারুল হক (বাংলাদেশ)
১৯৮০- হরভজন সিং (ভারত)
১৯৮০- অ্যান্ড্রু হোয়াইট (আয়ারল্যান্ড)
১৯৮৩- রায়ান রামদাস (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৮৪- সৈয়দ রাসেল (বাংলাদেশ)
১৯৮৫- কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)
১৯৮৬- চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)

আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
১৯৪৮- কুয়ান্টিন ম্যাকমিলান (দক্ষিণ আফ্রিকা)
২০০৭- দীলিপ সারদেসাই (ভারত)

আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯০৫- স্ট্যানলি জ্যাকসন (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৫৯- কলিন ক্রাউড্রে (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৬৪- পিটার বার্জ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৭৯- এনিড বেইকওয়েল (ইংল্যান্ড প্রমীলা বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রমীলা)
১৯৮৪- গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
১৯৮৬- মাইক গ্যাটিং (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৮৬- সাম আগারওয়াল (ভারত প্রমীলা বনাম ইংল্যান্ড প্রমীলা)
১৯৯৩- ডেভিড বুন (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৯৩- স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৯৮- গ্যারি ক্রিশ্চিয়ান (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০১১- এলিস্টার কুক (ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা)
২০১১- দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড)
২০১২- তিলকরারত্নে দিলশান (শ্রীলঙ্কা বনাম পাকিস্তান)
২০১২- কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা বনাম পাকিস্তান)
২০১৫- দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা বনাম পাকিস্তান)
২০১৮- এরন ফিঞ্চ (অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে)
২০১৮- কেএল রাহুল (ভারত বনাম ইংল্যান্ড)
২০১৯- জনি বেয়ারস্টো (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)

আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯০২- সিডনি বার্নস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯০৯- টিব্বি কটার (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৭৯- এনিড বেইকওয়েল (ইংল্যান্ড প্রমীলা বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রমীলা)
১৯৮১- জিওফ লাউসন (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৮৭- নেইল ফসটার (ইংল্যান্ড বনাম পাকিস্তান)
২০০৪- মাইকেল কাসপ্রোওয়াইজ (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
২০১৮- কুলদীপ যাদব (ভারত বনাম ইংল্যান্ড)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর