ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ জুলাই-৯

Ashik Hasan
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
টেস্টঃ

২০০৭- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ- ৯৫ রানে জয়।

🔘সাধারন ঘটনাঃ
১৯৬৫ – জন এডরিছের রেকর্ড;

টেস্ট ক্রিকেট যদি শুধু চার- ছক্কার খেলা হতো কেমন হতো? আর সেই অনুভূতি দিয়েছিলেন জন এডরিছ। হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি খেলেন ৩১০ রানের এক অপরাজিত ইনিংস। আর সেই ইনিংসে তিনি ৫২ টা চার আর ৫টা ছয় মারেন। অর্থাৎ তার পুরো রানের ২৩৮ রান বা ৭৭% রান আসে বাউন্ডারি থেকে।

১৯৩০- রয় ম্যাকলিয়ান এর জন্মদিন;

ম্যাকলিয়ান নিজেকে যুদ্ধ পরবর্তী আফ্রিকা দলের অন্যদের চাইতে বিপরীত প্রমান করেন। এক সময় তিনি ৪০টেস্টে ১১বার ডাক মেরেছেন। কিন্তু তিনি এমন এক ব্যাটসম্যান যিনি উইকেটের চারদিকেই এক স্টাইলে খেলতে পারতেন। ১৯৫৫ সালে লর্ডসে তিনি এক ইনিংসে ১৪২ রান করেন, যেটা ইংল্যান্ডের সকল ব্যাটসম্যান এক ইনিংসে করতে পারে নি। কিন্তু সেই ম্যাচ আফ্রিকা হেরেছিলো। রয় ম্যাকলিয়ান ১৯৬১ সালে উইজডেন ক্রিকেটার অব দ্যা ইয়ার হন।

১৯৮৩- শন মার্স এর জন্মদিন;

এখন পর্যন্ত মাত্র পাঁচ জন অজি ব্যাটসম্যান তাদের টেস্ট অভিষেকে এওয়ে ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন, যার মাঝে শন মার্স অন্যতম। ২০১১ সালে শ্রীলঙ্কায় তার টেস্ট অভিষেকে তিনি এই রেকর্ড করেন।  মাঝখানে নিজের ভয়ানক বাজে পারফরম্যান্স এর জন্য দল থেকে বাদ পড়ে যান। কিন্তু ২০১৪ সালে সেঞ্চুরিয়নে আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি দিয়ে নিজের স্টাইলে প্রত্যাবর্তন করেন তিনি। ইঞ্জুরির কারণে স্থায়ী ভাবে থাকতে পারেননি। সেই বছরের শেষে ইন্ডিয়া সিরিজে বেশ ভালো খেলেন তিনি। ২০১৭-১৮ এশেজ সিরিজে তিনি পুরো সিরিজ খেলেন এবং ৪৪৫ রান করে সেকেন্ড হাইয়েস্ট রান করেন।

১৯৮৫- বি জে ওয়াটলিংয়ের জন্মদিন;

সাউথ আফ্রিকায় জন্মনেয়া এই খেলোয়াড় দশ বছর বয়সে পাড়ি দেন নিউজিল্যান্ডে। তিনি একজন ডান-হাতি ব্যাটসম্যান সাথে একজন উইকেটকিপার। ২০০৮-০৯ পাকিস্তান সিরিজে তিনি ওয়ানডেতে ডাক পান দলে। ২০০৯-১২ এর মাঝে তিনি ৮টি টেস্ট খেলেন যার মাঝে ৬টিতে স্পেশালিষ্ট ব্যাটসম্যান আর বাকি দুটিতে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে। ২০১৩তে তিনি একজন ফুল-টাইম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দলে আসেন। এরপরের বছর, ভারতের বিপক্ষে ওয়েলিংটনে তিনি আর ব্র‍্যান্ডন ম্যাককালাম মিলে ষষ্ঠ উইকেটে রেকর্ড ৩৫২ রানের পার্টনারশিপ করেন। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেন অপরাজিত ১৪২, এরপর ইংল্যান্ড সিরিজে ৮৪.৬৬ এভারেজে করেন ২৫৪ রান।

২০১৭- মঈন আলী এর বেস্ট বোলিং;

১০/১১২- লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে মঈন আলী ১১২ রানে বদলে নেন ১০ উইকেট এবং তার এই বোলিং ইংল্যান্ডকে এনে দেয় ২১১ রানের বিশাল জয়। সেই ম্যাচেই মঈন আলী খেলেন ৮৭ রানের ইনিংস। আর এই ম্যাচের মাধ্যমে তিনি ২০০০ রান ও ১০০ উইকেট নেন টেস্টে, যেটা অলরাউন্ডারদের মাঝে পঞ্চম ফাস্টেস্ট।

১৮৯৪- জর্জ গিয়ারি এর জন্মদিন;

লেইচেস্টারে জন্মনেয়া এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে ১৪টি টেস্ট খেলেন। ১৯২৭-২৮ মৌসুমে জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের চতুর্থ ম্যাচে নেন ১২ উইকেট। এর দুই বছর পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, তিনি একটা রেকর্ড করেন। সেই টেস্টের প্রথম ইনিংসে ওনার বোলিং ফিগার ছিল ৮১-৩৬-১০৫-৫, আর এটি ছিলো কোনো ইংলিশ বোলারের টেস্টে করা সর্বোচ্চ বোলিং। তিনি ১৯৮১ সালে লেইচেস্টারে মারা যান।

১৯৭৪- ইয়ান ব্রাডশ এর জন্মদিন;

তিনি মূলত বিখ্যাত ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কোর্টনি ব্রাউনি এর সাথে পার্টনারশিপের কারণে। যে পার্টনারশিপ উইন্ডিজকে সেবার চ্যাম্পিয়ন হতে সাহায্য করে। ব্রাডশ তার শুরুতে ছিলেন একজন ইকোনমিকাল বোলার। কিন্তু ২০০৬ এ তিনি পাঁচ টেস্টে এভারেজ ৬০ এর সাথে নেন ৯ উইকেট। তিনি ৬২টা ওয়ানডে খেলেন এবং নেন ৭৮টি উইকেট।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৯১৪- বিল টেলর (অস্ট্রেলিয়া)
১৯৫৯- ট্রিস ডসন (অস্ট্রেলিয়া)
১৯৮২- বারটন ভারটন রুই (নামিবিয়া)

💯আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯৩৪- স্ট্যান ম্যাককাবে (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৪৭- ডাডলি নোর্স (সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
১৯৪৮- ডেনিস কম্পটন (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৫৫- পল উইনস্লো (সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
১৯৫৫- জন ওয়েট (সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
১৯৫৭- কোলি স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
১৯৭৭- বব উলমার (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়)
১৯৮২- ইয়ান বোথাম (ইংল্যান্ড বনাম ইন্ডিয়া)
১৯৮২- অ্যালান ল্যাম্ব (ইংল্যান্ড বনা ইন্ডিয়া)
১৯৯৯- আঞ্জুম চোপরা (ইন্ডিয়া ওয়েমেন বনাম ইংল্যান্ড ওয়েমেন)
২০০৪- জ্যাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
২০০৪- মেথু হেইডেন (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
২০০৯- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০০৯- সাইমন ক্যাটিচ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০১১- কিক এডওয়ার্ড (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইন্ডিয়া)
২০১৪- হাশিম আমলা (সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা)
২০১৪- মুরালি বিজয় (ইন্ডিয়া বনাম ইংল্যান্ড)
২০১৭- এভইন লুইস (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইন্ডিয়া)

5️⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯৫১- অ্যালান বেডসার (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৫৭- ব্রেইন স্ট্যাথাম (ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৬৩- ফ্রেড ট্রুম্যান (ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৭৩- রিচার্ড কলিঞ্জ (নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড)
১৯৭৩- জিওফ আর্নল্ড (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৭৬- মাইক হোল্ডিং (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
১৯৯০- রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড)
১৯৯৯- ক্লেরি ক্লোনর (ইংল্যান্ড প্রমীলা বনাম ভারত প্রমীলা)
২০০২- রনি ইরানি (ইংল্যান্ড বনাম ভারত)
২০১১- কালুহালামুলা (শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড)
২০১১- ফিদেল এডওয়ার্ড (ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত)
২০১৫- মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০১৭- মইন আলী (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৯- ডামিয়েন রাভু (পাপুয়া নিউগিনি বনাম ভানুয়াতু)
২০১৯- নেলিন নিপিকো (ভানুয়াতু বনাম পাপুয়া নিউগিনি)
২০২০- জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর