ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ আগস্ট-১৮

Mugdha Saha
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook


যে ঘটনা জন্ম দিয়েছিল স্লো ওভাররেটের

১৯৬৭ সালের আজকের এই দিনে ইয়র্কশায়ার অধিনায়ক ব্রায়ান ক্লোজ ওয়ারউইকশায়ারের বিপক্ষে সময় ক্ষেপনের এক বাজে উদাহরন সৃষ্টি করেন। ম্যাচ ড্র করার জন্য শেষ ঘণ্টায় ইচ্ছাকৃতভাবে তার সেই সময়ক্ষেপন খুবই বিব্রতকর ও দৃষ্টিকটু ছিল। পত্রপত্রিকায়ও খুবই কড়া ভাষায় তিরস্কৃত হন ক্লোজ। এরপরই হারিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়কের পদ। এর কিছুদিন পরেই শেষ ঘণ্টায় নির্দিষ্ট পরিমান ওভার সম্পন্ন করার আইন তৈরি করে আইসিসি।

জয়াবর্ধনের সাদা পোশাকে শেষ দিন
২০১৪ সালের আজকের এই দিনে শেষবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে ৫ম দিনে মাঠে নামেন মাহেলা জয়াবর্ধনে। ১০৫ রানে জিতে শ্রীলঙ্কা মাহেলাকে উপহার দেন বিদায়ী সংবর্ধনা। ম্যাচটিতে মাহেলা জয়াবর্ধনে যথাক্রমে ৪ ও ৫৪ রান করেন।

দ্বিতীয় দিনেই টেস্ট ম্যাচের সমাপ্তি
অনেকক্ষেত্রে ৫ দিনে ক্রিকেট ম্যাচের ইতি না টানলেও ২০০০ সালের আজকের এই দিনে দ্বিতীয় দিনেই ইতি টেনেছিল ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ৷ ইংল্যান্ডের এন্ডি ক্যাডিক এক ওভারে ৪ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ কে।

 ৫ ঘন্টায় ৪৫১ রান
১৯৩৪ সালের আজকের এই দিনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বিল পন্সপন্ড এবং ডন ব্রাডম্যান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫১ রানের জুটি গড়েন। এই রান করতে তারা সময় নিয়েছিলেন মাত্র পাঁচ ঘন্টা। অবিশ্বাস্যভাবে বিল পন্সপন্ডের এটাই ছিল বিদায়ী টেস্ট। ২৪৬ রানের এক ঝকঝকে ইনিংস খেলে এরপরই ব্যাটটাকে শোকেজে তোলেন তিনি।

৪৮ বছরে উইলফ্রেড রোডসের ভেলকি
১৯২৬ সালের আজকের এই দিনে চলছিল অ্যাশেজের ৫ম ম্যাচের ৫ম দিনের খেলা। প্রথম ৪ ম্যাচ ড্র হবার পর আশেজ জিততে মরিয়া ইংল্যান্ড ৪৮ বছর বয়সী উইলফ্রেড রোডসকে দলে অন্তর্ভুক্ত করে। উইলফ্রেড বাঁহাতি স্পিনে ৪৪ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১২৫ রানেই গুটিয়ে দেন। ২৮৯ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড অ্যাশেজ জিতে ১-০ ব্যবধানে।

গাবি এলেনের ৭ উইকেট
১৯৩৬ সালের আজকের এই দিনে ওভালে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। ইংল্যান্ডের কাপ্তান গাবি এলেন একাই তুলে নেন ৮০ রানের বিনিময়ে ৭ উইকেট, যা ছিল তার ক্যারিয়ার সেরা৷ এই ম্যাচ জিতে ৩ ম্যাচ টেস্ট সিরিজ ২-০ তে জিতে নেয় ইংলিশরা।

আজকের দিনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচঃ
👉১৮/৮/২০০৯- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (ওয়ানডে)
ফলাফলঃ বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৮৭০- হিউজ ব্রমলে-ডেভেনপোর্ট (ইংল্যান্ড)
১৯০৮- বিল মেরিট (নিউজিল্যান্ড)
১৯২০- গডফ্রে ইভান্স (ইংল্যান্ড)
১৯৫৬- সন্দ্বীপ প্যাটেল (ভারত)
১৯৮৩- ক্যামেরুন হোয়াইট (অস্ট্রেলিয়া)

আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
২০০৯- উইল্ফ ডেড্রিকস (দক্ষিণ আফ্রিকা)

আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯৩০- বিন পন্সফোর্ড (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৩১- হার্ভার্ড স্যাটক্লিফ (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৩৪- বিন পন্সফোর্ড (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৩৪- ডন ব্র‍্যাডম্যান (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৬১- নর্ম ওনিল (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৬৬- রোহান কানহাই (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
২০০৬- মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান বনাম ইংল্যান্ড)
২০০৯- মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড)
২০১৬- শারজিল খান (পাকিস্তান বনাম আয়ারল্যান্ড)
২০১৯- দ্বিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড)
২০১৯- রবীন্দ্রপল সিং (কানাডা বনাম সায়মান আইসল্যান্ড)
২০১৯- বেন স্টোকস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)

আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯৩৬- গুবি অ্যালেন (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৫১- জিম ল্যাকার (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৫২- এলেক বেডস্যার (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৫২- ফ্রেড ট্রুম্যান (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৫৩- টনি লক (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৬০- নেইল এডকক (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
১৯৬২- ডেভিড লার্টার (ইংল্যান্ড বনাম পাকিস্তান)
২০০০- এন্ডি ক্যাডিক (ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০০১- গ্রেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০০৩- জেমস কির্টলে (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১০- ওয়াহাব রিয়াজ (পাকিস্তান বনাম ইংল্যান্ড)
২০১৪- রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা বনাম পাকিস্তান)
২০১৬- ইমাদ ওয়াসিম (পাকিস্তান বনাম আয়ারল্যান্ড)
২০১৯- হামজা তাহির (স্কটল্যান্ড বনাম ওমান)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর