ক্রিকেট ইতিহাসে আজকের দিন: নভেম্বর – ১০

Arfin Rupok
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

সাদা পোশাকে বাংলাদেশের পথচলা শুরুর দিনে জন্ম নিয়েছিলো আফতাব। পিছিয়ে ছিলেন না জিমি কিংবা রিকি পন্টিংরা….

🔘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আগমন!
২০০০ সাল; বঙ্গবন্ধু স্টেডিয়ামে সফরকারী ভারতের বিপক্ষে সাদা পোশাকে বাংলাদেশের অভিষেক। অধিনায়ক নাইমুর দূর্জয়ের হাত ধরে শুরু হয়েছিলো পথচলা। সেই পথচলায় বাংলাদেশ আজ পূর্ণ করলো ২০ বছর। এর আগে ২০০০ সালে বিশ্বের ১০ নাম্বার দল হিসেবে টেস্ট স্ট্যাটাস লাভ করে টিম বাংলাদেশ।

🔘কলুষিত ক্রিকেটের মুক্তির দিন!
ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু সেই খেলাতে দাগ লেগেছিলো অনেক আগেই। বর্ণবাদ নীতির কারণে ১৯৭০ সালে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করেছিলো। এর ফলে, গ্রায়েম পোলক, ব্যারি রিচার্ডস, মাইক প্রোক্টরের মতো প্রতিভাবান খেলোয়াড়েরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত হয়েছিলেন। দেশের মায়া ত্যাগ করে অন্য দেশে পাড়ি কমিয়েছিলেন অ্যালান ল্যাম্ব, রবিন স্মিথের মতো উদীয়মান ক্রিকেটাররা। অবশেষে দীর্ঘ ২১ বছর পর পর ১৯৯১ সালের আজকের দিনে পূনরায় আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় আফ্রিকার।

🔘জিমি সিনক্লেয়ার দ্রুততম সেঞ্চুরি:
১৯০২ সাল; দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নতুন ইতিহাসের জন্ম দেন জিমি সিনক্লেয়ার। সেদিন মাত্র ৮০ মিনিটে ছয় ছক্কায় দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরি তুলে নেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান৷

🔘আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

২০০০ সাল – প্রতিপক্ষ ভারত – ৯ উইকেটে হার।(টেস্ট)

২০০৩ সাল – প্রতিপক্ষ ইংল্যান্ড – ৭ উইকেটে হার।(ছেলেদের ওয়ানডে)

২০১৯ সাল- প্রতিপক্ষ ভারত – ৩০ রানে হার।(ছেলেদের টি-২০)

🔘আজকের দিনে যাদের জন্ম:

১৯১৮ সাল – মার্টিন হ্যানলি – দক্ষিণ আফ্রিকা।
১৯৩৩ সাল – সেম্যুর নার্স – ওয়েস্ট ইন্ডিজ।
১৯৭২ সাল – নাঈম আশরাফ – পাকিস্তান।
১৯৭৩ সাল – জাহিদ ফজল – পাকিস্তান।
১৯৭৮ সাল – মফিজুর রহমান – বাংলাদেশ।
১৯৮৫ সাল – আফতাব আহমেদ – বাংলাদেশ।
১৯৮৯ সাল – মুক্তার আলী – বাংলাদেশ।
১৯৯৩ সাল – শাই হোপ – ওয়েস্ট ইন্ডিজ।

🔘আজকের দিনে যাদের মৃত্যু:

১৯৩৮ সাল – মার্টিন হক – ইংল্যান্ড।
১৯৮০ সাল – ওয়াল্টার কিটন – ইংল্যান্ড।
২০১২ সাল – কেভিন কারেন – জিম্বাবুয়ে।

🔘আজকের দিনে সেঞ্চুরি:

১৯০২ সাল – জিমি সিনক্লেয়ার – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
১৯৪৮ সাল – ক্লাইড ওয়ালকট – প্রতিপক্ষ ভারত।
১৯৭৬ সাল – সুনীল গাভাস্কার – প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
১৯৮৪ সাল – ল্যারি গোমস – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
১৯৮৪ সাল – জেফ ডুজন – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
১৯৮৫ সাল – জন ফুলটন রিড – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
১৯৮৫ সাল – মার্টিন ক্রো – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
১৯৯৫ সাল – স্টিভ ওয়াহ- প্রতিপক্ষ পাকিস্তান।
১৯৯৬ সাল – সাঈদ আনোয়ার – প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
১৯৯৮ সাল – ইজাজ আহমেদ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
১৯৯৮ সাল – রিকি পন্টিং – প্রতিপক্ষ পাকিস্তান।
১৯৯৮ সাল – অ্যাডাম গিলক্রিস্ট – প্রতিপক্ষ পাকিস্তান।
১৯৯৮ সাল – মোহাম্মদ ইউসুফ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
২০০১ সাল – অ্যাডাম গিলক্রিস্ট – প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
২০০২ সাল – ম্যাথু হেইডেন – প্রতিপক্ষ ইংল্যান্ড।
২০০৭ সাল – জ্যাক ক্যালিস – প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
২০০৭ সাল – হাশিম আমলা – প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
২০০৯ সাল – জিপি ডুমিনি – প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
২০১৪ সাল – ইউনুস খান – প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
২০১৪ সাল – মিস বা উল হক – প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
২০১৬ সাল – মঈন আলী – প্রতিপক্ষ ভারত।
২০১৬ সাল – বেন স্টোকস – প্রতিপক্ষ ভারত।

🔘আজকের দিনে পাঁচ উইকেট:

১৯৫১ সাল – আল্ফ ভ্যালেন্টাইন – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
১৯৯১ সাল – অ্যালান ডোনাল্ড – প্রতিপক্ষ ভারত।
২০০১ সাল – ক্রিস কেয়ার্নস – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
২০১১ সাল – শেন ওয়াটসন – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
২০১১ সাল – ভার্নন ফিল্যান্ডার – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
২০১৫ সাল – মর্না নিয়েলসেন – প্রতিপক্ষ শ্রীলঙ্কা প্রমিলা।
২০১৯ সাল – দিপক চাহার – প্রতিপক্ষ বাংলাদেশ।

 

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর