ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ সেপ্টেম্বর ২৩

Naim
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • শেয়ার করুন

  • Facebook

দীর্ঘ অপেক্ষার অবসানে মিডিলসেক্সের ২য় শিরোপা জয়!

ইংলিশ ঘরোয়া লীগ কাউন্টিতে সর্বপ্রথম ১৯৯৩ সালে নিজেদের প্রথম চ্যাম্পিয়নের টাইটেল জিতে মিডিলসেক্স। এরপর দীর্ঘদিনের অপেক্ষার পর ২০১৬ সালে আবারো তারা দেখা পায় সেই সোনালি ট্রফি জয়ী ট্যাগলাইনের। ২০১৬ সালে আজকে ছিলো সেদিন।

আফঘানদের বিপক্ষে টাইগারদের রুদ্ধশ্বাস জয়-
ম্যাচের শুরুতে টুর্নামেন্টের মাঝপথে উড়িয়ে নিয়ে যাওয়া ইমরুল আর মাহমুদউল্লাহ তারা দুজন মিলে গড়া ময়দানে ঠিকে থাকার পুঁজি, এরপর শেষ ওভারে মুস্তাফিজ যখন বোলিংয়ে এসব ছিলেন তখন আফঘানদের জয়ের জন্যে দরকার ছিলো মাত্র ৮ রান। এক প্রকার পরাজয় নিশ্চিত ধরেই নিয়েছিলো অনেকেই। কিন্তু না! মুস্তাফিজ সেদিন করে দেখিয়েছিলেন, মাত্র ৮ রানের সমীকরণ ও জটিল করে দিয়েছিলেন ঐদিন। এশিয়া কাপে এমন রুদ্ধশ্বাসীয় জয়ের আজ ৩ বছর পূর্ণ!

আজকের দিনে বাংলাদেশের ম্যাচ
২৩-০৯-২০১২ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (ওয়ানডে)
ফলাফল- ৬৭ রানে পরাজয়
২৩-০৯-২০১৮ বাংলাদেশ বনাম আফগানিস্তান (ওয়ানডে)
ফলাফল- ৩ রানে জয়ী

আজকের দিনে জন্মদিন
১৯৫২- সুনিল গাভাষ্কার (ভারত)
১৯৭১- মইন আলী (পাকিস্তান)
১৯৭২- ডেভিড গাওয়ার (জিম্বাবুয়ে)
১৯৮৫- এম্বাতি রাইডু (ভারত)
১৯৯০- লেয়া তহহু (নিউজিল্যান্ড)
১৯৯৩- হেনরি ব্লুফেল্ড (ইউনাইটেড কিংডম)

আজকের দিনে সেঞ্চুরি-
১৯৭৯- দিলীপ ভেংসরকার বনাম অস্ট্রেলিয়া
১৯৭৯- গুন্ডাপ্পা বিশ্বনাথ বনাম অস্ট্রেলিয়া
১৯৮৮- ইজাজ আহমেদ বনাম অস্ট্রেলিয়া
২০০১- হার্শেল গিবস বমাম জিম্বাবুয়ে
২০১৮- রোহিত শার্মা বনাম পাকিস্তান
২০১৮- শিখর ধাওয়ান বনাম পাকিস্তান
২০১৯- আসাদ ভালা বনাম নামিবিয়া

আজকের দিনে ৫ উইকেট-
১৯৯৬- মুস্তাক আহমেদ বনাম ভারত
১৯৯৯- মুত্তিয়া মুরালিধরন বনাম অস্ট্রেলিয়া
২০১৬- ইমাদ ওয়াশিম বনাম ওয়েস্ট-ইন্ডিজ

 

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর