ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ ১৬ ডিসেম্বর

Naim
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • শেয়ার করুন

  • Facebook

শুরুতেই সবাইকেই বিজয় দিবসের শুভেচ্ছা। ক্রিকেটখোর প্রেজেন্ট ‘ক্রিকেট ইতিহাসে আজকের দিন’ সিরিজে সংযুক্ত সকলের তরফ থেকে সকল শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা এবং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা

▪ সাধারণ ঘটনা

ডন ব্র‍্যাডম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক-
১৯২৭ সালে অ্যাডিলেডে দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের এর ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলার হাতেখড়ি হয়েছিলো এক টগবগে তরুণের। সেই ম্যাচে ৭ নাম্বারে ১৮৮ মিনিট ব্যাটিং করে ১১৮ রানের ইনিংস খেলে সেই তরুণ জানান দিয়েছিলেন তিনি আসছেন ক্রিকেট বিশ্ব কে তাক লাগাতেই! হ্যাঁ তিনিই ছিলেন ডন ব্র‍্যাডম্যান।

১৯৯৭- প্রমীলা সাদা বলের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি
প্রমীলা ক্রিকেটের ইতিহাসের পাতাটা একেবারে যে ধবধবে সাদা এমরকমটা কিন্তু না। আন্তর্জাতিক ভাবে প্রমীলারদের ক্রিকেটের সংস্করণ মুটামুটি ১৯৩৪ সাল থেকেই শুরু হয়েছে। তা স্বত্বেও প্রমীলাদের উইলোর ছোঁয়ায় কেবল এখনো অব্দি ব্যাক্তিগত ডাবল সেঞ্চুরি এসেছে ৮ টি। তার মধ্যে ৬ টি প্রমীলা টেস্ট এবং বাকি ২ টি সাদা বলের ফরম্যাট একদিনের ক্রিকেটে৷ ১৯৯৭ সালের আজকের এইদিনে মুম্বাইয়ে সর্বপ্রথম প্রমীলা একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির হাহাকার টুকু হয়েছিলো নিবারন। ৯৭য়ের প্রমীলা বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ডেনমার্কের মধ্যকার ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বেলিন্ডা ক্লার্ক ব্যাক্তিগত ২২৯* রান করে প্রমীলা সাদা বলের ক্রিকেটে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন আজকের এইদিনেই।

আজকের দিনে বাংলাদেশের ম্যাচ
১৬-১২-২০০২ বাংলাদেশ বনাম ওয়েস্ট-ইন্ডিজ (টেস্ট)
ফলাফলঃ ৭ উইকেটে পরাজয়

আজকের দিনে জন্মদিন-
১৯৯২- এনামুল হক বিজয় (বাংলাদেশ)
১৮৮২- জ্যাক হবস (ইংল্যান্ড)
১৯৫২- জুয়েল গার্নার (ওয়েস্ট-ইন্ডিজ)
১৯১০- ফ্রেডি ব্রাউন (ইংল্যান্ড)
১৯৬৯- ক্রেইগ হোয়াইট (ইংল্যান্ড)
১৯৮০- দানিশ কানেরিয়া (পাকিস্তান)
১৯৮১- ইমরান নাজির (পাকিস্তান)

আজকের দিনে সেঞ্চুরি-

১৮৯৭- ভিক্টর ট্রাম্পার (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯১১- ভিক্টর ট্রম্পার (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৩৫- স্টান ম্যাককাবে (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৪৬- সিড বার্নেস (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৫১- টম গ্রেভেনি (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৫৫- বার্থ সুতক্লিফ (নিউজিল্যান্ড বনাম ভারত)
১৯৬১- কেন ব্যারিংটন (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৭০- জন এডরিচ (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৮৪- জিল কেননারে (অস্ট্রেলিয়া প্রমীলা বনাম ইংল্যান্ড প্রমীলা)
১৯৮৬- অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৯০- ডিন জোনস (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৯১- সেলিম মালিক (পাকিস্তান বনাম শ্রীলঙ্কা)
১৯৯৭- স্টুয়ার্ট উইলিয়ামস (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ভারত)
১৯৯৭- বেলিন্ডা ক্লার্ক (অস্ট্রেলিয়া প্রমীলা বনাম ডেনমার্ক প্রমীলা)
১৯৯৭- শার্লত এডওয়ার্ডস (ইংল্যান্ড প্রমীলা বনাম।আয়ারল্যান্ড প্রমীলা)
১৯৯৯- শেরউইন ক্যাম্পবেল (ওয়েস্ট-ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড)
১৯৯৯- আদ্রিয়ান গ্রিফিথ (ওয়েস্ট-ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড)
২০০০- লিন্ডা অলিবার (দক্ষিণ আফ্রিকা প্রমীলা বনাম আয়ারল্যান্ড প্রমীলা)
২০০২- গ্যারি কারস্টেন (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান)
২০০৪- জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান)
২০০৬- শিভনারায়ন চন্দরপল (ওয়েস্ট-ইন্ডিজ বনাম পাকিস্তান)
২০০৬- অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০০৬- মাইক হাসি (অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান)
২০০৬- মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০০৬- জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০১২- তিলাকরাত্নে দিলশান (শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া)
২০১৬- মঈন আলী (ইংল্যান্ড বনাম ভারত)
২০১৬- পিটার হ্যান্ডসকম্ব (অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান)
২০১৭- স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া বনাম ইইংল্যান্ড)
২০১৭- শন মার্শ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০১৮- টম লাথাম (নিউজিল্যান্ড বনাম নিউজিল্যান্ড শ্রীলঙ্কা)
২০১৮- ভিরাট কোহলী (ভার‍ত বনাম অস্ট্রেলিয়া)

আজকের দিনে ৫ উইকেট

১৮৮৪- ববি পিল (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯০১- সিডনি বার্নস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
১৯০১- লেন ব্রাউন্ড (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯০৩- উইলফ্রেড রোডস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৫৯- রিচি বেনো (অস্ট্রেলিয়া বনাম ভারত)
১৯৭৫- এন্ডি রোবার্টস (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
১৯৭৮- রুডনি হগ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯৮৪- লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ (ভারত বনাম ইংল্যান্ড)
১৯৮৭- প্যাট্রিক প্যাটারসন (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ভারত)
১৯৮৯- রমেশ রতনায়েকে (শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া)
১৯৯৩- ডেভিড ব্রাইন (জিম্বাবুয়ে বনাম পাকিস্তান)
২০০০- জেসন গিলেস্পি (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০০০- কলিন মিলার (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০০১- শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
২০০৫- মাখায়া এনটিনি (দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া)
২০০৬- এস. শ্রীশান্ত (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)
২০০৬- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১২- পিটার সিডল (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
২০১৮- নাথান লায়ন (অস্ট্রেলিয়া বনাম ভারত)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর