ক্রিকেট ইতিহাসে আজকের দিন: জানুয়ারি-৩

Arfin Rupok
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

৩ জানুয়ারি; ক্রিকেট ইতিহাসে স্মরণীয় একটি দিন। এভারটনের টানা ৫ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করা। ডন ব্র্যাডম্যানের অভিষেক সেঞ্চুরি। আবার ঠিক এই দিনের একই টেস্টের ২ ইনিংসে সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন ডন। এই দিনটি বাংলাদেশের জন্য হতাশার। আচ্ছা কি ঘটেছিলো আজকের দিনে? দেখে নেওয়া যাক একনজরে…

🔘আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

  • ২০১৭ – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড(টি-২০) – নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।
  • ২০০৯ – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা(টেস্ট) – শ্রীলঙ্কা ৪৬৫ রানে জয়ী।

🔘এভারটন উইকসের বিশ্ব রেকর্ড:
রেকর্ড হয় ভাঙ্গার জন্যই! কিন্তু কিছু রেকর্ড রয়ে যায় হাজার হাজার বছর। ঠিক তেমনি এভারটনের রেকর্ডটিও টিকে রয়েছে অনেক বছর ধরেই। সময়টা ১৯৪৯ সাল; ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। কিন্তু আউট হবার আগের গড়েছিলেন নতুন রেকর্ড। টেস্ট ক্রিকেটে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করে নিজেকে রেখেছেন সবার উপরে। পাঁচ সেঞ্চুরির শেষ সেঞ্চুরিটি আজকের দিনেই পূর্ণ করেছিলেন এভারটন।

🔘স্টোকস – জনির রেকর্ড জুটি:
ক্রিকেটকে বলা হয় জুটির খেলা। এখানে একটি বড় জুটি দলকে এগিয়ে নেয় অনেকদূর। আর কিছু জুটি তৈরি করে রেকর্ড। ইতিহাসের পাতায় যুক্ত হয়ে যায় নতুন করে। ঠিক তেমনি ২০১৬ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে ৬ষ্ঠ উইকেটে ৩৯৯ রানের জুটি গড়েন ইংল্যান্ডের স্টোকস এবং জনি বেয়ারস্টো। যা টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

🔘স্টিভ ওয়াহর বিদায়ী অ্যাশেজ:
ঘরের মাঠ সিডনিতে নিজের শেষ অ্যাশেজ টেস্ট খেলতে নেমেছিলেন তৎকালীন অধিনায়ক স্টিভ ওয়াহ! বিদায়ী অ্যাশেজেও দ্রুতি ছড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। ২০০৩ সালে আজকের দিনে সেঞ্চুরির দেখা পান তিনি। এছাড়াও টেস্ট ক্রিকেট ইতিহাসের ৩য় ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

🔘ডন ব্র্যাডম্যানের অভিষেক সেঞ্চুরি:
টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ব্র্যাডম্যান প্রথম ইনিংসে ৭৯ রানে বিদায় নিয়েছিলেন। সেটিও শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ১৯২৯ সালে ঘটেছিলো। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি উপহার দেন ডন। যায় ছিলো টেস্ট ক্যারিয়ারে ডনের প্রথম সেঞ্চুরি।

🔘ডন ব্র্যাডম্যানের রেকর্ডময় ম্যাচ:
সময়টা ১৯৪৮ সাল। মেলবোর্নে ভারতের বিপক্ষে খেলতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। অধিনায়কের দায়িত্বে থাকা ডন ব্র্যাডম্যান চেপে ধরেন ভারতীয় বোলারদের। দুই ইনিংসেই সেঞ্চুরি করে দলকে বিশাল জয় এনে দিতে সাহায্য করেন। এছাড়াও ডনের জন্য এটিই একমাত্র টেস্ট যেখানে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

🔘আজকের দিনে যাদের জন্ম:

  • ১৮৮৬ – আর্থার মেইলি – অস্ট্রেলিয়া।
  • ১৯৩২ – জ্যাসউইক টেলর – ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৪৩ – হেলেন লি – অস্ট্রেলিয়া।
  • ১৯৬৩ – আমের মালিক – পাকিস্তান।
  • ১৯৬৬ – চেতন শর্মা – ভারত।
  • ১৯৭৯ – ব্রেন্ট আর্নেল – নিউজিল্যান্ড।
  • ১৯৮৯ – অ্যালেক্স হেলস – ইংল্যান্ড।

🔘আজকের দিনে যাদের মৃত্যু:

  • ১৯৬১ – বব ক্যাটারল – দক্ষিণ আফ্রিকা।
  • ১৯৭০ – জন হিগিনস – ইংল্যান্ড।
  • ১৯৮২ – ডেরেক সিলি – ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৮৩ – লৌরি গ্রে – ইংল্যান্ড।

🔘আজকের দিনে পাঁচ উইকেট:

  • ১৮৭৯ – টম এমেট – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৮৮২ – উইলিয়াম কুপার – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯০৬ – ওয়াল্টার লিস – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
  • ১৯০৮ – টিবি কটার – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯১০ – অব্রে ফকনার – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ১৯১০ – বার্ট ভগলার – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ১৯২১ – জ্যাক গ্রিগরি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯২৩ – অ্যান্ড্রু হল – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ১৯২৩ – জর্জ ম্যাকাউলি – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
  • ১৯৩৩ – বিল ও’রিলি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯৩৬ – ক্ল্যারি গ্রিমেট – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা।
  • ১৯৪৯ – অ্যাথল রোয়ান – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ১৯৫০ – কলিন ম্যাককুল – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ১৯৫২ – আ. ভ্যালেন্টাইন – ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৫৫ – ব্রায়ান স্ট্যাদাম – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৫৫ – মাহমুদ হোসেন – পাকিস্তান বনাম ভারত।
  • ১৯৫৭ – জনি ওয়ারডল – ইংল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ১৯৫৮ – রিচি বেনো – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ১৯৫৯ – ব্রায়ান স্ট্যাদাম – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৫৯ – ইয়ান মেকিফ – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯৬১ – ফজল মাহমুদ – পাকিস্তান বনাম ভারত।
  • ১৯৬২ – সিডনি বার্ক – দ. আফ্রিকা বনাম নিউজিল্যান্ড।
  • ১৯৬৬ – গ্রাহাম ম্যাকেঞ্জি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯৬৭ – গ্রাহাম ম্যাকেঞ্জি – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ১৯৭৩ – টনি গ্রেগ – ইংল্যান্ড বনাম ভারত।
  • ১৯৭৭ – ডেনিস লিলি – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।
  • ১৯৭৮ – চন্দ্রশেখর – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৭৯ – রডনি হগ – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯৮১ – কারসান ঘাবড়ি – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৮৪ – জিওফ লসন – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।
  • ১৯৮৭ – জেমস গার্নার – ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড।
  • ১৯৯৫ – ড্যারেন গফ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৯৬ – অটিস গিবসন – ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা।
  • ১৯৯৭ – এডো ব্রান্ডেস – জিম্বাবুয়ে বনাম ইংল্যান্ড।
  • ১৯৯৮ – শেন ওয়ার্ন – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ১৯৯৯ – জাভাগাল শ্রীনাথ – ভারত বনাম নিউজিল্যান্ড।
  • ১৯৯৯ – স্টুয়ার্ট ম্যাকগিল – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ২০০০ – অ্যালান ডোনাল্ড – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ২০০০ – গ্লেন ম্যাকগ্রা – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ২০১০ – মোহাম্মদ আসিফ – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া।
  • ২০১১ – এস. শ্রীশান্ত – ভারড বনাম দ. আফ্রিকা।
  • ২০১৪ – বেন স্টোকস – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ২০১৭ – লাহিরু কুমারা – শ্রীলঙ্কা বনাম দ. আফ্রিকা।

🔘আজকের দিনে সেঞ্চুরি:

  • ১৯০২ – রেগী ডাফ – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯১১ – ভিক্টর ট্র‍্যাম্পার – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ১৯১২ – জ্যাক হবস – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯২১ – জ্যাক হবস – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯২৫ – জ্যাক হবস – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯২৫ – হার্বার্ট সুচলিফ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯২৯ – উইল উডফুল – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯২৯ – ডন ব্র‍্যাডম্যান – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯৪৮ – ডন ব্র‍্যাডম্যান – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ১৯৪৮ – আর্থার মরিস – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ১৯৪৯ – ক্লাইড ওয়ালকট – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
  • ১৯৪৯ – এভারটন উইকস – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
  • ১৯৫২ – লিন্ডসে হ্যাসেট – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৫২ – ধাত্তু প্যাডকর – ভারত বনাম ইংল্যান্ড।
  • ১৯৬১ – কনরাড হ্যান্টে – ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৬৩ – ডেভিড শেফার্ড – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৬৭ – গ্রায়েম পোলক – দ. আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৭৭ – সাদিক মোহাম্মদ – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৮১ – গ্রেগ চ্যাপেল – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ১৯৮২ – ল্যারি গোমেস – ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৮৫ – রবি শাস্ত্রী – ভারত বনাম ইংল্যান্ড।
  • ১৯৮৫ – মোহাম্মদ আজহারউদ্দীন – ভারত বনাম ইংল্যান্ড।
  • ১৯৮৬ – মোহিন্দার অমরনাথ – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৯২ – ডেভিড বুন – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ১৯৯৩ – মার্ক গ্রেটব্যাচ – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান।
  • ১৯৯৭ – ব্রায়ান ম্যাক’মিলান – দ. আফ্রিকা বনাম ভারত।
  • ১৯৯৭ – ল্যান্স ক্লুজনার – দ. আফ্রিকা বনাম ভারত।
  • ২০০০ – জাস্টিন ল্যাঙ্গার – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ২০০১ – ড্যারিল কালিনান- দ. আফ্রিকা বনাম শ্রীলঙ্কা।
  • ২০০২ – ড্যামিয়েন মার্টিন – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিক।
  • ২০০৩ – স্টিভ ওয়াহ – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ২০০৪ – শচীন – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ২০০৪ – ভিভিএস লক্ষ্মণ – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ২০০৪ – মার্ক বাউচার – দ. আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০০৪ – ক্রিস গেইল – ওয়েস্ট ইন্ডিজ বনাম দ. আফ্রিকা।
  • ২০০৪ – স্কট স্টাইরিস – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান।
  • ২০০৫ – রিকি পন্টিং – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।
  • ২০০৫ – জ্যাক ক্যালিস – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ২০০৬ – জ্যাক ক্যালিস – দ. আফ্রিকা বনম অস্ট্রেলিয়া।
  • ২০০৬ – অ্যাশওয়েল প্রিন্স – দ. আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
  • ২০০৬ – উপুল থারাঙ্গা – শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড।
  • ২০০৮ – ভিভিএস লক্ষ্মণ – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ২০০৯ – তি. দিলশান – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ।
  • ২০১০ – জ্যাক ক্যালিস – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ২০১১ – জ্যাক ক্যালিস – দ. আফ্রিকা বনাম ভারত।
  • ২০১২ – জ্যাক ক্যালিস – দ. আফ্রিকা বনাম শ্রীলঙ্কা।
  • ২০১২ – আলভিরো পিটারসন – দ. আফ্রিকা বনাম শ্রীলঙ্কা।
  • ২০১৩ – নাসির জামশেদ – পাকিস্তান বনাম ভারত।
  • ২০১৪ – অ্যাঞ্জেলো ম্যাথিউস – শ্রীলঙ্কা বনাম পাকিস্তান।
  • ২০১৪ – স্টিভেন স্মিথ – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ২০১৬ – জনি বেয়ারেস্টো – ইংল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ২০১৬ – বেন স্টোকস – ইংল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ২০১৭ – ডেভিড ওয়ার্নার – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।
  • ২০১৭ – ম্যাট রেনশ – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।
  • ২০১৭ – ডি কক – দ. আফ্রিকা বনাম শ্রীলঙ্কা।
  • ২০১৮ – কলিন মুনরো – নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০১৯ – চেতেশ্বর পুজারা – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ২০১৯ – মার্টিন গাপটিল – নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
  • ২০১৯ – কুশল পেরেরা – শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড।
  • ২০২০ – লাবুশানে – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।
 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর