ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ ২২ জানুয়ারি

Naim
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়
২০২১ সালের আজকের এইদিনে মিরপুরে ৩ ম্যাচের একদিনের সিরিজের ২য় ম্যাচে উইন্ডিজ কে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে নেয় টিম টাইগার্স।

অ্যালান ল্যাম্বের মিরাকল
১৯৮৭ সালের আজকের এইদিনে একটা মিরাকলের জন্ম দেন ইংলিশ মিডিল অর্ডার ব্যাটসম্যান অ্যালান ল্যাম্ব। বেনসন এন্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্যে শেষ ওভারে দরকার ছিলো ১৮ রান।   শেষ ওভারে ২,৪,৬,২ এবং ৪ রান করে ইংল্যান্ড কে তিনি জিতিয়েছিলেন ১ বল আর ৩ উইকেট হাতে রেখে। ঠিক একি কাজ ৯ মাস পর তিনি বিশ্বকাপেও করেছিলেন। সেবার বোলিংয়ে ছিলেন কোর্টনি ওয়ালশ। সেবার ইংল্যান্ড জিতে ২ উইকেটে।

আজকের দিনে বাংলাদেশের ম্যাচ
২২-১-২০০২ বাংলাদেশ বনাম পাকিস্তান (ওয়ানডে)
ফলাফল- ৪৯ রানে হার
২২-১-২০১৬ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (টি২০)
ফলাফল- ১৮ রানে হার
২২-১-২০২১ বাংলাদেশ বনাম ওয়েস্ট-ইন্ডিজ (ওয়ানডে)
ফলাফল- ৭ উইকেটে জয়

আজকের দিনে জন্মদিন-
১৯২১- অ্যান্ডি গ্যানটিউম (ওয়েস্ট-ইন্ডিজ)
১৯১৫- টম বার্ট (নিউজিল্যান্ড)
১৯৬৬- নিশান্ত রানাতুঙ্গা (শ্রীলঙ্কা)

আজকের দিনে ৫ উইকেট-
১৯৮৩- বিলি ব্যাটস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯০২- হিউজ ট্রাম্বেল (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
১৯২৩- অ্যালেক্স ক্যান্নেডি (ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৪৮- জিম লেকার (ইংল্যান্ড বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৬৮- চার্লি গ্রিফিথ (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
১৯৭৮- ফিল এডমন্ডস (ইংল্যান্ড বনাম পাকিস্তান)
১৯৮৪- ডিয়ানা এডুলজি (ভারত প্রমীলা বনাম অস্ট্রেলিয়া প্রমীলা)
১৯৯০- মার্ভ হিউজ (অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান)
১৯৯২- ফিল টাফনেল (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৯৪- অনিল কুম্বলে (ভারত বনাম শ্রীলঙ্কা)
২০০২- অ্যান্ডি বিকেল (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
২০০২- সুথেরশিনি শিভাননথম (শ্রীলঙ্কা প্রমীল বনাম পাকিস্তান প্রমীলা)
২০০৭- উরুজ মুমতাজ (পাকিস্তান প্রমীলা বনাম দক্ষিণ আফ্রিকা প্রমীলা)
২০১১- টিম সাউদী (নিউজিল্যান্ড বনাম পাকিস্তান)
২০১৭- হাসান আলী (পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া)

আজকের দিনে সেঞ্চুরি-
১৯৫৩- পলি উমরিগড় (ভারত বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৫৯- বেসিল বুচার (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ভারত)
১৯৮৪- ভিভ রিচার্ডসে (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
১৯৮৪- ডেরেক রেন্ডল (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৮৮- কার্ল হুপার (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
১৯৯০- ইমরান খান (পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া)
১৯৯০- ওয়াশিম আকরাম (পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া)
২০০৪- ভিভিএস লক্ষ্মণ (ভার‍ত বনাম অস্ট্রেলিয়া)
২০০৪- যুবরাজ সিং (ভারত বনাম অস্ট্রেলিয়া)
২০০৬- সনাথা জয়াসুরিয়া (শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া)
২০০৬- ইনজামাম উল হক (পাকিস্তান বনাম ভারত)
২০০৬- শহিদ আফ্রিদি (পাকিস্তান বনাম ভারত)
২০১০- ক্যামেরন হোয়াইট (অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান)
২০১১- শার্লত এডওয়ার্ডস (ইংল্যান্ড প্রমীলা বনাম অস্ট্রেলিয়া প্রমীলা)
২০১২- কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১২- গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা)
২০১২- এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা)
২০১৩- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৬- হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০১৬- স্টিফেন কুক (দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০১৭- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান)
২০২০- অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে)

 

,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর