ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ অক্টোবর – ১১

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

📁ক্রিকেটের সাধারণ ঘটনা
⚫টাইগারদের নিউজিল্যান্ড বধ
২০১০, শুভোর ৩ উইকেট, সাকিব আর মাহমুদউল্লাহর দুই উইকেটের বিপরীতে রস টেলরের ৬২ রানের সামনে থেকে দেয়া নেতৃত্বে নিউজিল্যান্ডকে মাত্র ১৭৩ রানেই আটকে ফেলে বাংলাদেশ, ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কায়েসের ৫০ এবং শাহরিয়ার নাফিসের ৭৩ রানে ভর করে মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচটি সহজেই জেতে নেয় টাইগাররা।

⚫উসমান খাওয়াজার অতিমানবীয় পারফরম্যান্স
২০১৮, চলছে দুবাইতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান মধ্যকার একটি টেস্ট ম্যাচে, মাত্র ৬০ রানের মাথায় দশ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া দল যখন ২৮০ রানে পিছিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে, তখন কেউ ভাবতেও পারেনি অজিরা এই ম্যাচটিতে ফিরে আসবে। সে ভাবনাকেও সত্যিতে রূপ দিয়েছিলেন উসমান খাওয়াজা। তার সেই ১৪১ রানের ইনিংসটি টেস্টে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের রেকর্ডে চতুর্থ স্থান দখল করেছিল। তার অনবদ্য অবদানের বিনিময়ে অজি দল সে ম্যচ ড্র করতে সক্ষম হয়েছিল।

📁আজকের দিনে বাংলাদেশের ক্রিকেট
ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ 👇
২০১১, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ফলাফলঃ বাংলাদেশ ৩ উইকেটে জয়ী

ছেলেদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ👇
১৯৯৭, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
ফলাফলঃ বাংলাদেশ ৪৮ রানে হার।
২০০৬, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ফলাফলঃ বাংলাদেশ ১০ উইকেটে হার।
২০০৮, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
ফলাফলঃ বাংলাদেশ ৭৫ রানে হার।
২০১০, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
ফলাফলঃ বাংলাদেশ ৭ উইকেটে জয়।

📁আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেন
১৯৭৬, মার্ক বার্জেস (নিউজিল্যান্ড বনাম পাকিস্তান)
১৯৯৫, রোশন মহানামা (শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৯৬, নয়ন মোঙ্গিয়া (ভারত বনাম অস্ট্রেলিয়া)
২০০০, সাইদ আনোয়ার (পাকিস্তান বনাম নিউজিল্যান্ড)
২০০৬, ক্রিস গেইল (ওয়েস্ট বনাম বাংলাদেশ)
২০০৭, জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান)
২০০৭, গ্রায়াম স্মিথ (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান)
২০১০, শচিন টেন্ডুলকার (ভারত বনাম অস্ট্রেলিয়া)
২০১০, মুরালি বিজয় (ভারত বনাম অস্ট্রেলিয়া)
২০১৩, মুমিনুল হক (বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০১৫, এবিডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা বনাম ভারত)
২০১৫, ক্রেগ আরভিন (জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড)
২০১৫, রোহিত শর্মা (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৬, চেতশ্বর পুজারা (ভারত বনাম নিউজিল্যান্ড)
২০১৮, উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান)
২০১৯, বিরাট কোহলি (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)

📁আজকের দিনে যারা পাঁচ উইকেট নিয়েছেন
১৯৫৬, ফজলে মাহমুদ (পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া)
১৯৯৯, জাভাগাল শ্রীনাথ (ভারত বনাম নিউজিল্যান্ড)
২০০০, শেন ও’কনর (নিউজিল্যান্ড বনাম পাকিস্তান)
২০০৭, মিচেল জনসন (অস্ট্রেলিয়া বনাম ভারত)
২০১৬, রবিচন্দ্রন অশ্বিন (ভারত বনাম নিউজিল্যান্ড)
২০১৬, মর্না নিয়েলসেন (নিউজিল্যান্ড ওয়েমেন বনাম সাউথ আফ্রিকার ওয়েমেন)

📁আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন
১৮২৭, ফ্রেডেরিক সিজার (ইংল্যান্ড)
১৯৮২, হেলেন ওয়ার্ডল (ইংল্যান্ড)
১৮৯৯, আর্থার এডওয়ার্ড অশি (দক্ষিণ আফ্রিকা)
১৯২৬, জন ডিউজ (ইংল্যান্ড)
১৯৪৩, কিথ বয়েস (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৬২, ফিল নিউপোর্ট (ইংল্যান্ড)
১৯৭২, সঞ্জয় বাঙ্গার (ভারত)
১৯৭৯, রায়ান হ্যারিস (অস্ট্রেলিয়া)
১৯৮২, এইমি ওয়াটকিনস (নিউজিল্যান্ড ওয়েমেন)
১৯৮৭, নাথান কোল্টার-নাইল (অস্ট্রেলিয়া)
১৯৯৩, হার্দিক পান্ডেয়া (ভারত)

📁আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেন
১৯০৭, ভ্যালেন্টাইন টিচমার্শ (ইংল্যান্ড)
১৯৩৫, ফ্রাঙ্ক মিচেল (সাউথ আফ্রিকা)
১৯৮৪, খান্দু রংনেকর (ইন্ডিয়া)
১৯৯৬, কিথ বয়েস (ওয়েস্ট ইন্ডিজ)
২০০৪, কিথ মিলার (অস্ট্রেলিয়া)

 

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর