ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ মে ১৬

  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
পুরুষ ওয়ানডে:
১৯৯৯- নিউজিল্যান্ড- ৬ উইকেটে হার।
২০০৪- ওয়েস্ট ইন্ডিজ- ২৩ রানে হার।

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
•১৯৫৬↓
→ওল্ড ট্রাফোর্ডে প্রস্তুতি ম্যাচে কাউন্টি দল সারে’র বিপক্ষে মাঠে নেমেছিলো অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ইনিংসে সারের হয়ে অজিদের ১০টি উইকেট একাই তুলে নেন জিম লেকার! যা ছিলো ক্রিকেট ইতিহাসে প্রথম ১০ উইকেট নেয়ার রেকর্ড! ৮৮ রান খরচায় সবকটি উইকেট নেন লেকার। প্রথম ইনিংসে ১০ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে লেকার মাত্র ২ উইকেট নিতে পেরেছিলেন, কারণ ঐ ইনিংসে সতীর্থ স্পিনার টনি লক একাই নিয়েছিলেন ৭ উইকেট। এর ১০ সপ্তাহ পর সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৫৩ রানে আবারো ১০ উইকেট নেন লেকার, ম্যাচে মাত্র ৯০ রান খরচায় মোট ১৯ উইকেট শিকার করেন জিম লেকার!

•২০১০↓
→ক্রিকেটের জনক ইংল্যান্ডের প্রথম বৈশ্বিক শিরোপা জয়। বার্বাডোসে অনুষ্ঠিত হওয়া ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ইংলিশরা হারায়। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয় ইংলিশদের, তবে এরপর টানা চার ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে তারা। মাত্র ১৭ ওভারে ১৪৮ রান তাড়া করে ম্যাচ জিতে ইংল্যান্ড। ক্রেইগ কিয়েসয়েটার ৬৩ রান ও রায়ান সাইডবটম ২ উইকেট নেন ইংলিশদের হয়ে। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হন ইংল্যান্ডের কেভিন পিটারসেন।

•২০২২↓
→বাংলাদেশের মাটিতে অন্যরকম এক ইতিহাসের অংশ হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশে ১৯৯ রানে আউট হন লঙ্কান অভিজ্ঞ ব্যাটার। ১৯৯ থেকে ডাবল সেঞ্চুরির জন্য বড় শট খেলতে গিয়েছিলেন ম্যাথিউজ। কিন্তু নাইম হাসানের সেই ডেলিভারি তার ব্যাটের ভেতরের কানায় লেগে চলে যায় সাকিব আল হাসানের হাতে। ফলে ১৯৯ রানে থামতে হয় ম্যাথিউজকে। ৯ ঘণ্টা ৩৮ মিনিটের ম্যারাথন ইনিংসে ৩৯৭ বল খেলে ১৯ চার ও ১ ছয়ের মারে এ ইনিংস সাজান ম্যাথিউজ।
বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র এক রান আগে আউট হন। তিনি প্রথম ব্যাটার যিনি টেস্ট ক্রিকেটে ৯৯ এবং ১৯৯ রানে আউট হয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তা সবমিলিয়ে দ্বিতীয়! তিনি দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে ১৯৯ রানে আউট হন।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
•১৯০৬ ·আর্নি ম্যাককরমিক •অস্ট্রেলিয়া
•১৯১৪ ·জয় লিবার্ট •ইংল্যান্ড
•১৯৬২ ·গ্যারি ক্রোকার •জিম্বাবুয়ে
•১৯৭২ ·ম্যাথু হার্ট •নিউজিল্যান্ড
•১৯৭৫ ·নিরোশান বান্দারাতিলেকে •শ্রীলঙ্কা
•১৯৭৬ ·ডার্ক ন্যানেস •অস্ট্রেলিয়া
•১৯৮২ ·নিকিতা মিলার •ওয়েস্ট ইন্ডিজ
•১৯৯০ ·আমিনুদ্দিন রামলি •মালয়েশিয়া
•১৯৯৮ ·টম নাইটিংগেল •গার্নসি

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
•২০১৬ ·দিপক সোধান •ভারত

💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
•১৯৯৫ ·কেইথ মিলার •অস্ট্রেলিয়া 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•২০০২ ·মাহেলা জয়াবর্ধনে •শ্রীলঙ্কা 🆚 ইংল্যান্ড
•২০০২ ·মারভান আতাপাত্থু •শ্রীলঙ্কা 🆚 ইংল্যান্ড
•২০০৪ ·মাহেলা জয়াবর্ধনে •শ্রীলঙ্কা 🆚 জিম্বাবুয়ে

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
•২০২২ ·নাঈম হাসান •বাংলাদেশ 🆚 শ্রীলঙ্কা

 

, , , , , ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর