ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ জানুয়ারি ০৬

  • প্রকাশিত সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
•টেস্টঃ ২০০৫- বনাম জিম্বাবুয়ে- ২২৬ রানে জয়।

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
🟡•১৯৩০↓
·সিডনী গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ডন ব্র‍্যাডম্যান ৪৫২ রানে দানবীয় ইনিংস খেলেন। যা তখনকার সময়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিলো। পরবর্তীতে ১৯৫৮-৫৯ সিজনে হানিফ মোহাম্মদ ৪৯৯ রান করে এই রেকর্ড দখল করেন। ১৯৯৪ সালে এসে এই রেকর্ড আরেকবার ভেঙ্গে যায়, মাত্র ২১ বছর বয়সে ৫০১ রান করে বর্তমানে এই রেকর্ডের অধিকারী ব্রায়ান লারা।

১৯৪৭↓
·ফাস্ট বোলার রে লিন্ডওয়েলের ব্যাট হাতে তেমন রান নেই। বল হাতে নিয়েছেন ২২৮ উইকেট (২৩.০৩ এভারেজে)। মেলবোর্নে আজকের দিনে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতকা হাঁকিয়েছিলেন তিনি। পরবর্তীতে আরো একটি শতক করেছিলেন লিন্ডওয়েল।

•১৯৭৭↓
·কলকাতার ইংল্যান্ড বনাম ভারতের দুর্দান্ত টেস্ট। প্রায় ৯০ হাজার দর্শকের সামনে ম্যাচটি হেরে যায় স্বাগতিক ভারত। শেষদিনে ভারতের ২১ রান প্রয়োজন ছিলো ইনিংস হার এড়াতে, তখন হাতে ছিলো মাত্র ৩ উইকেট। যার ফলে ইনিংস হার এড়ালেও টার্গেট বড় করতে পারেনি তারা। ইংল্যান্ড সহজেই ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয়!

•১৯৮৪↓
·তিন অজি গ্রেটের বিদায়! গ্রেগ চ্যাপেল, ডেনিস লিলী ও রড মার্শ একইদিনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। সিডনীতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে ক্যারিয়ার সমাপ্ত করেন তিনজনে। চ্যাপেল ২৪ শতকে ৭১১০ রান করেছিলেন, পাশাপাশি রেকর্ড ১২২টি ক্যাচ ধরেছিলেন। লিলী ৩৫৫ উইকেট নিয়েছিলেন, মার্শ ৩৫৫ ডিসমিসাল করেছিলেন। এসবগুলোই তখনকার সময়ে রেকর্ড ছিলো। ‘c Marsh b Lillee ‘ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশী কমন ডিসমিসাল!

•১৯৯৪
·সিডনীতে আরেকটি উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া ১১১ রানে অল আউট হয়, যার দরুন মাত্র ৫ রানে সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হারে অজিরা। ফ্যানি ডি ভিলিয়ার্স ৪৩ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই ধ্বসিয়ে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার টপ ফোর ব্যাটসম্যানের উইকেট ঝুলিতে পুরেছিলেন ফ্যানি। ড্যামিয়েন মার্টিন এই টেস্ট ভুলে যেতে চাইবেন, ঐ ম্যাচে কাভারে এক ইঞ্জুরিতে পড়ে পরবর্তী ৬ বছরে আর কোনো টেস্ট ম্যাচ খেলতে পারেননি।

•২০০৪↓
·ডোয়াইন স্মিথের অভিষেক ম্যাচে সেঞ্চুরি। নিউল্যান্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ২০ বছর বয়সে সেঞ্চুরি হাঁকান ডোয়াইন স্মিথ। ৪৪৭ রানের অসম্ভব টার্গেট তাড়া করতে নেমে সেঞ্চুরিটি করেছিলো স্মিথ। উইন্ডিজ ম্যাচটি ড্র করতে সক্ষম হয়।

•২০০৪↓
·অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক স্টিভ ওয়াহ আজকের এই দিনে তার ঘরের মাঠ সিডনীতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামেন। সে টেস্টের শেষটা ছিল পরতে পরতে রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা। এ টেস্টের আগে সিরিজের বাকী ইনিংসগুলোতে শচীনের রান ছিল ০,১,৩৭,০,৪৪। তবে সিডনি টেস্টেই করেন বসেন ডাবল সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারের ২৪১ আর ভিভিএস লক্ষণের সেঞ্চুরিতে ভারত পায় বড় রানের সংগ্রহ। ৭০৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায়। জবাবে জাস্টিন ল্যাঙ্গার আর সাইমন ক্যাটিচের সেঞ্চুরিতে ৪৭৪ রানে থামে অস্ট্রেলিয়া। ভারত চাইলেই অস্ট্রেলিয়াকে ফলো অনে ব্যাটিংয়ে পাঠাতে পারত। কিন্তু তারা ৪র্থ দিনে  ৪৩ ওভার ব্যাট করে দ্রুত রান করে ৪৪৩ রানের টার্গেট দিয়ে ৫ম দিনে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়াকে। টেস্ট ক্রিকেটে ৫ম দিনে পিচের ফায়দা তোলার অপেক্ষায় ছিল ভারত। ১৯৬ রানে যখন রিকি পন্টিং আউট হয়ে যান, তখন দিনের প্রায় ৪০ টা ওভার বাকি। এই চল্লিশ ওভারে ভারতের প্রয়োজন ৬ টি উইকেট। আর ম্যাচ ড্র করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন উইকেটে বাকিটা সময় কাটিয়ে দেওয়া। স্টিভ ওয়াহ আর সাইমন ক্যাটিচ সেটাই শুরু করলেন। দলের প্রত্যাশানুযায়ী ঠিকই দুজন প্রায় ৩৫ ওভার নিরবিচ্ছিন্ন জুটিতে উইকেটে টিকে থাকেন। দিনের শেষ ভাগে স্টিভ ওয়াহ ৮০ রানে আউট হয়ে যান। তবে ততক্ষণে ম্যাচের ফলাফল নির্ধারণ করার কাজটা করে এসেছেন। ক্যারিয়ারের শেষ ইনিংসটা খেলে শুধু দর্শকদের করতালিই পেলেন না, ম্যাচ বাঁচালেন, এমনকি সিরিজটাও বাঁচালেন। ৪ ম্যাচের সিরিজ শেষ হয়েছিল ১-১ এ সমতায়।

•২০০৬↓
·সিডনীতে আরো একটি হাইলাইটস! রিকি পন্টিং প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়েন। গ্রায়েম স্মিথের অবাক করা ডিক্লেয়ার সিদ্ধান্তে অজিরা সুবিধা পেয়েছিলো। শেষদিনে প্রায় ১৬ ওভার হাতে রেখে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া। পন্টিং দুই ইনিংসে ১২০ ও ১৪৩* করেছিলেন।

•২০০৮↓
·অস্ট্রেলিয়ার রেকর্ড টানা ১৬তম টেস্ট জয় ঢাকা পড়ে হরভজনের বিতর্কে! ম্যাচ চলাকালীন অ্যান্ড্রু সাইমন্ডসের সাথে বর্ণবাদী আচরণের দায়ে হরভজনকে তিন টেস্ট নিষিদ্ধ করেন ম্যাচ রেফারি মাইক প্রক্টার। হরভজনের বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি সাইমন্ডসকে বানর বলে অসম্মান করেছেন, মাঠে তাদের ঝগড়া থামিয়েছিলেন টেন্ডুলকার ও হেইডেন। তবে ভারত এই সিদ্ধান্তে বিরূদ্ধে আপীল করে এবং হুমকিও দেয় সিরিজ বয়কট করার! ফলশ্রুতিতে হরভজনের শাস্তি শুধুমাত্র ৫০% ম্যাচ ফি কর্তনে নামিয়ে আনা হয়। ম্যাচটিতে আম্পায়ারিং নিয়েও বেশ বিতর্ক ছিল। স্টিভ বাকনরের বেশ কয়েকটি সিদ্ধান্তে নাখোশ ছিলো ভারতীয়রা। প্রথমত, সাইমন্ডস ৩০ রানে থাকাকালীন একটি কট আউটের আবেদন নাকচ, যিনি পরবর্তীতে ১৬২ রানে থেমেছিলেন! দ্বিতীয়ত, মিচেল ক্লার্ক স্লিপে ধরা পড়ার পরও আউট মেনে নেননি, যেটিকে সিরিজের আগে অধিনায়কদের এগ্রিমেন্টের ফলে মেনে নেয়া হয়। যদিও পরবর্তীতে গাঙ্গুলীর হাতে ধরা পড়ে সাজঘরে ফিরতে হয়েছিলো তাকে। এছাড়াও শেষদিনে রাহুল দ্রাবিড়কে ভূল আউট দিয়েছিলেন বাকনর। এতোসব বিতর্কের পর বিসিসিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে আইসিসি বাকনরকে তৃতীয় টেস্ট ম্যাচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বাকনর পরবর্তীতে তার দুটি সিদ্ধান্তের জন্য ভারত হেরেছিলো বলে স্বীকার করে নিয়ে দুঃখ প্রকাশ করে অফিসিয়াল বিবৃতি দিয়েছিলো। ক্রিকেট ইতিহাসে এই টেস্ট ‘মাঙ্কিগেট কেলেঙ্কারি‘ নামে আখ্যায়িত রয়েছে।

•২০১০↓
·অস্ট্রেলিয়ার আরেকটি নাটকীয় টেস্ট! উত্তেজনাকর টেস্টে ৩৬ রানে পাকিস্তানকে হারায় অজিরা। সিডনীতে ষষ্ঠ দল হিসেবে ২০০ এর অধিক রান ট্রেইল করে জয়ের রেকর্ড গড়ে অজিরা। মোহাম্মদ আসিফের ৬ উইকেটে অজিরা মাত্র ১২৭ রানে অল আউট হয়। পাকিস্তান করে ৩৩৩ রান। মাইক হাসির ১৩৪* রান, যার মধ্যে পিটার সিডলের সঙ্গে ৯ম উইকেট জুটিতে ১২৩ রান সংগ্রহ করেছিলো। যার ফলে পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ১৭৬, হাতে সময় ছিলো পুরোপুরি ৪ সেশন। ১০৩ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান, তবে তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানেরা লড়াই চালিয়ে যাচ্ছিলো। শেষদিকে উমর আকমল আউট হলেই সব আশা-ভরসার প্রদীপ নিভে যায় পাকিস্তানের। নাথান হ্যার্টিজের ৫৩ রানে ৫ উইকেট শিকারে ৩৬ রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

•২০১৩↓
·ইঞ্জুরিতে জর্জরিত শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ। ঐবছরে অধিনায়ক মিচেল ক্লার্ক তিনটি ডাবল সেঞ্চুরি, একটি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পুরো বছরে প্রায় ৯০ ওভারেজে ১৭০৬ রান সংগ্রহের রেকর্ড গড়েন ক্লার্ক। তার ব্যাটে ভর করেই সিরিজটিতে ৩-৯ ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া।

•২০২০↓
·নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের সিরিজ জয়। টানা তৃতীয় টেস্ট জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। ট্রেন্ট বোল্টের অনুপস্থিতি, সাথে কেইন উইলিয়ামসন-হেনরি নিকোলস ও মিচেল স্যান্টনার ফ্লু’তে আক্রান্ত ছিলো। রস টেইলর দলকে উজ্জীবিত রাখার যথেষ্ট চেষ্টা করেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে মার্নাস লাবুশ্যানে ২১৫ ও ৫২ রান করেন। পাশাপাশি নাথান লায়ন তার ক্যারিয়ারের তৃতীয় ১০ উইকেটশিকার করেন।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
•১৮৯১ ·টেড ম্যাক’ডোনাল্ড •অস্ট্রেলিয়া
•১৯৩১ ·গ্রায়েম হোল •অস্ট্রেলিয়া
•১৯৩৫ ·ইয়ান মেকিফ •অস্ট্রেলিয়া
•১৯৪৮ ·ডেইল হ্যাডলী •নিউজিল্যান্ড
•১৯৫৯ ·কপিল দেব •ভারত
•১৯৬৫ ·মাইক অ্যালিংহাম •স্কটল্যান্ড
•১৯৬৬ ·শহীদ সাঈদ •পাকিস্তান
•১৯৭০ ·ডীন মাইনর্স •বার্মুডা
•১৯৭৩ ·সাইরাজ বাহুতুলে •ভারত
•১৯৭৪ ·আলী রিজভী •পাকিস্তান
•১৯৮৬ ·লাকমল পেরেরা •ঘানা
•১৯৮৭ ·ক্রিস্টোফার বার্নওয়েল •ওয়েস্ট ইন্ডিজ
•১৯৮৯ ·ভিনু বালাকৃষ্ণ •বোস্তাওয়ানা
•১৯৯০ ·অভিনব মুকুন্দ •ভারত
•১৯৯০ ·জেমস টেইলর •ইংল্যান্ড
•১৯৯১ ·আমারপ্রীত মেহমী •গ্রীস
•১৯৯৪ ·হারমাঞ্জোত সিং •জার্মানি

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
•১৯০৭ ·ওয়াল্টার রীড •ইংল্যান্ড
•১৯১৫ ·রেগিন্যাল্ড উড •ইংল্যান্ড
•১৯৩৯ ·আলবার্ট ওয়ার্ড •ইংল্যান্ড
•২০০৫ ·চার্লি স্টেয়ার্স •ওয়েস্ট ইন্ডিজ
•২০১৩ ·নেইল অ্যাডকক •সাউথ আফ্রিকা

💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
•১৯৪৭ ·রে লিন্ডওয়েল •অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
•১৯৫৬ ·ভিনু মানকড় •ভারত 🆚 নিউজিল্যান্ড
•১৯৫৬ ·পঙ্কজ রায় •ভারত 🆚 নিউজিল্যান্ড
•১৯৮২ ·জন ডাইসন •অস্ট্রেলিয়া 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৮৩ ·কিম হাগস •অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
•১৯৮৫ ·ডেসমন্ড হেইন্স •ওয়েস্ট ইন্ডিজ 🆚 অস্ট্রেলিয়া
•১৯৯৯ ·ক্রিস কেয়ার্ন্স •নিউজিল্যান্ড 🆚 ভারত
•১৯৯৯ ·সৌরভ গাঙ্গুলি •ভারত 🆚 নিউজিল্যান্ড
•১৯৯৯ ·রাহুল দ্রাবিড় •ভারত 🆚 নিউজিল্যান্ড
•২০০৪ ·ডোয়াইন স্মিথ •ওয়েস্ট ইন্ডিজ 🆚 সাউথ আফ্রিকা
•২০০৬ ·রিকি পন্টিং •অস্ট্রেলিয়া 🆚 সাউথ আফ্রিকা
•২০০৮ ·মাইক হাসি •অস্ট্রেলিয়া 🆚 ভারত
•২০০৯ ·তিলকারত্মে দিলশান •শ্রীলঙ্কা 🆚 বাংলাদেশ
•২০১০ ·মাইক হাসি •অস্ট্রেলিয়া 🆚 পাকিস্তান
•২০১১ ·ম্যাট প্রায়র •ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•২০১২ ·থিলান সামারিবারা •শ্রীলঙ্কা 🆚 সাউথ আফ্রিকা
•২০১৫ ·বিজে ওয়াটলিং •নিউজিল্যান্ড 🆚 শ্রীলঙ্কা
•২০১৫ ·ডেভিড ওয়ার্নার •অস্ট্রেলিয়া 🆚 ভারত
•২০১৫ ·কেন উইলিয়ামসন •নিউজিল্যান্ড 🆚 শ্রীলঙ্কা
•২০১৬ ·হ্যামিল্টন মাসাকাদজা •জিম্বাবুয়ে 🆚 আফগানিস্তান
•২০১৭ ·কলিন মুনরো •নিউজিল্যান্ড 🆚 বাংলাদেশ
•২০১৮ ·উসমান খাজা •অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
•২০১৮ ·কেন উইলিয়ামসন •নিউজিল্যান্ড 🆚 পাকিস্তান
•২০২০ ·ডেভিড ওয়ার্নার •অস্ট্রেলিয়া 🆚 নিউজিল্যান্ড
•২০২০ ·ডম সিবলী •ইংল্যান্ড 🆚 সাউথ আফ্রিকা

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
•১৮৯২ ·চার্লি টার্নার •অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
•১৯০৮ ·সিডনী বার্ন্স •ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•১৯২৫ ·মরিস ট্যাট •ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•১৯৩২ ·ক্যারি গ্রিমেট •অস্ট্রেলিয়া 🆚 সাউথ আফ্রিকা
•১৯৭৯ ·অ্যালান হার্স্ট •অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
•১৯৮৬ ·শিবলাল যাদব •ভারত 🆚 অস্ট্রেলিয়া
•১৯৯২ ·ওয়াকার ইউনিস •পাকিস্তান 🆚 শ্রীলঙ্কা
•১৯৯৪ ·ফ্যানি ডি ভিলিয়ার্স •সাউথ আফ্রিকা 🆚 অস্ট্রেলিয়া
•১৯৯৫ ·ফ্যানি ডি ভিলিয়ার্স •সাউথ আফ্রিকা 🆚 নিউজিল্যান্ড
•১৯৯৯ ·জ্যাক ক্যালিস •সাউথ আফ্রিকা 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•২০০৩ ·অ্যান্ড্রু ক্যাডিক •ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•২০০৬ ·চামিন্দা ভাস •শ্রীলঙ্কা 🆚 নিউজিল্যান্ড
•২০১০ ·নাথান হাউরিটজ •অস্ট্রেলিয়া 🆚 পাকিস্তান
•২০১০ ·দানিশ কানেরিয়া •পাকিস্তান 🆚 অস্ট্রেলিয়া
•২০১২ ·বেন হিফেনহাউস •অস্ট্রেলিয়া 🆚 ভারত
•২০১৩ ·সাঈদ আজমল •পাকিস্তান 🆚 ভারত
•২০১৯ ·কুলদীপ যাদব •ভারত 🆚 অস্ট্রেলিয়া
•২০২০ ·নাথান লায়ন •অস্ট্রেলিয়া 🆚 নিউজিল্যান্ড

 

, , , ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর