Cricketkhor

"ডাল ভাতের সাথে ক্রিকেট খাই,
টাইগারদের জন্য গলা ফাটাই"

no ball

নো বল সমাচার

ক্রিকেটে নো বল খুব একটা অহরহ ঘটনা না হলেও, একটি ক্রিকেট ম্যাচে জয় পরাজয়ের ক্ষেত্রে এর ভুমিকা অস্বীকার করা যায় না। বিশেষ করে ছোট ফরম্যাটগুলোতে এমনকি একটিমাত্র নো বলও বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। এখন প্রশ্ন হচ্ছে, নো বল কেন হয় অথবা কিভাবে হয়? সবার জানার বিস্তৃতি সমান নয় এবং সবার জ্ঞানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, নো বল হবার সবগুলো কারন আমরা বেশিরভাগ দর্শকই জানি না। আইসিসির আইনে সম্ভবত নো বলের আইন নিয়েই সবথেকে বেশি আইন রয়েছে। চলুন দেখে নেয়া যাক, নো বল কি কি কারনে হতে পারে।

১। নো বলের নিয়মে সবথেকে কমন নিয়ম আমরা যেটা জানি, সেটা হচ্ছে ফ্রন্টফুট নো বল এবং ব্যাকফুট নো বল। বল ডেলিভারি দেবার মুহূর্তে সম্পূর্ণ পা পপিং ক্রিজের বাইরে ল্যান্ড করলে নো বল হয়, তবে ক্রিজের ভেতরে ল্যান্ড করে পিছলে বাইরে চলে গেলে নো বল হবে না। অর্থাৎ, ল্যান্ড করার জায়গাটাকেই প্রাধান্য দেয়া হয়। যদি বোলারের পায়ের স্পর্শ করা অংশ ক্রিজের বাইরে থাকে, এবং কিছু অংশ ভেতরে শুন্যে থাকে তাহলে ফাস্ট বোলারদের ক্ষেত্রে সেটা নো বল বলে বিবেচিত হবে, তবে স্পিনারদের জন্য সেটা নো বল নয়।

২। বল ডেলিভারি দেবার মুহূর্তে পেছনের পা যদি রিটার্ন ক্রিজের সম্পূর্ণ ভেতরে না থাকে তাহলে সেটা নো বল হবে। যদি পেছনের পায়ের সামান্যতম অংশও রিটার্ন ক্রিজের বাইরে চলে যায় তাহলেই সেটা নো বল বলে পরিগনিত হবে।

৩। বল ডেলিভারি হবার পর পিচে ড্রপ না পড়ে যদি ব্যাটসম্যানের কোমরের উপর দিয়ে যায় তাহলে সেটা নো বল হবে। ব্যাটসম্যান সোজা হয়ে দাঁড়ালে তার কোমরের উচ্চতাকে ষ্ট্যাণ্ডার্ড হাইট হিসাবে ধরা হবে। এটাকে বীমার বলা হয়। একজন ফাস্ট বোলার ২ টি বীমার করলে আম্পায়ার তাকে সেই ম্যাচে বল করা থেকে অব্যাহতি দিতে পারে।

৪। পিচে ড্রপ পড়ে মাথার উপর দিয়ে চলে যাওয়া বলকে ওয়াইড হিসাবে ধরা হয়। তবে ওই ওভারেই যদি কোন বল আবারো কাঁধের উপর দিয়ে যায়, সেক্ষেত্রে বলটিকে নো বল হিসাবে বিবেচনা করা হবে। অর্থাৎ কাঁধের উপর দিয়ে ১ টি বাউন্সার লিগ্যাল, ২য়টি নো বল। এটি টি২০ ফরম্যাটের জন্য। তবে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ২টি বল কাঁধের উপর দিয়ে করা যাবে, তবে অবশ্যই মাথার উপর দিয়ে নয় অর্থাৎ ২টি বল কাঁধের উপর লিগ্যাল এবং পরেরগুলো নো বল হিসাবে বিবেচিত হবে।

৫। বোলার বল না করে বলটি ছুঁড়ে মারলে সেটা নো বল হবে।

৬। বল করার সময় বোলার বোলিং প্রান্তের উইকেট ভেঙে ফেললে নো বল হবে।

৭। আম্পায়ারকে না জানিয়ে বোলিং হাত বদলে ফেললে নো বল হবে। অর্থাৎ ডানহাতে বল করতে করতে কোন বল না জানিয়েই বামহাতে করা যাবে না।

৮। আম্পায়ারকে না জানিয়ে বোলিং সাইড বদলে ফেললে নো বল হবে। অর্থাৎ ওভার দ্যা উইকেট বল করতে থাকা বোলার না জানিয়ে রাউন্ড দ্যা উইকেট বল করতে পারবে না।

৯। আন্ডারআর্ম বল করলে নো বল হবে, যদি না ম্যাচের আগে দুই দলের সন্মতি না থাকে।

১০। বোলার ডেলিভারি স্ত্রাইডে আসার আগেই বলটি ছুঁড়ে মারলে (রান আউট করার জন্য) সেটা নো বল হবে। তবে বোলিং প্রান্তের ক্রিজে প্রবেশ না করেও নরমাল বল করা যায়। ধরুন, ব্যাটসম্যান, বোলার বল ডেলিভারি করার আগেই দৌড় শুরু করলো রান নেবার জন্য, অথবা ব্যাটসম্যান আগের থেকেই মাঝ পিচ বরাবর এসে ব্যাট করছে। তখন বোলার চাইলে ব্যাটিং প্রান্ত বা বোলিং প্রান্তের ব্যাটসম্যানকে রান আউট করতে পারে। ব্যাটিং প্রান্তের ব্যাটসম্যানকে আউট করার একটু অসুবিধা আছে, সেটা হল বোলিং স্ত্রাইডে আসার আগেই যদি সে সেই চেষ্টা করে এবং রান আউট করতে ব্যর্থ হয় তাহলে নো বল হবে। তবে বোলিং স্ত্রাইডে আসার পর রান আউটের চেষ্টা করে ব্যর্থ হলে নো বল হবে না। আর, বোলিং প্রান্তের ব্যাটসম্যানকে রান আউটের চেষ্টা করে ব্যর্থ হলেও কোন নো বল হবে না, যেটাকে আমরা মানকাড নামে জানি।

১১। বল ব্যাটসম্যান প্রান্তের পপিং ক্রিজে পৌঁছানোর আগেই যদি দুই বারের বেশি ড্রপ পড়ে তাহলে সেটা নো বল হবে। আইপিএলসহ অন্যান্য ডোমেস্টিক লীগে অবশ্য একবারের বেশি ড্রপ পড়লেই নো বল কল করা হয়।

১২। ব্যাটিং প্রান্তের উইকেটের আগেই বল থেমে গেলে নো বল কল করার নিয়ম আছে।

উপরের ১২ টি নিয়ম বোলারদের জন্য। কিন্তু বোলারদের এইসকল ভুল বাদেও নো বল হতে পারে। চলুন দেখে নেয়া যাক, ফিল্ডারদের কারনে কিভাবে নো বল হতে পারে!

১। উইকেট কিপার যদি, বল ব্যাটসম্যানের ব্যাট বা অন্য কোথাও স্পর্শ করার আগেই শরীরের কোন অংশ উইকেট লাইনের ভেতরে নিয়ে আসে তাহলে সেটা নো বল হবে, এমনকি বল উইকেট লাইন অতিক্রম করার আগেই যদি শরীরের কোন অংশ উইকেট লাইনে নিয়ে আসে অথবা বল স্পর্শ করে তাহলেও সেটা নো বল হবে।

২। বল করার মুহূর্তে বোলার বাদে অন্য কোন ফিল্ডার যদি শরীরের কোন অংশ পিচের উপরে বা শুন্যে রাখে তাহলে সেটা নো বল হবে।

৩। দুই ফিল্ডারের অধিক যদি ব্যাটসম্যান প্রান্তের উইকেটের পেছনে ফিল্ডিং করে তাহলে নো বল হবে।

৪। এছাড়া ফরম্যাট অনুযায়ী ফিল্ডিং রুলস ব্রেক করলে নো বল হবে। যেমন, পাঁচ জন ফিল্ডারের বেশি লেগ সাইড ফিল্ডিং করতে পারবে না এবং পাঁচ জন ফিল্ডারের বেশি ৩০ গজের বাইরে থাকতে পারবে না (ওয়ানডে ফরম্যাট)। এক্ষেত্রে বোলারকে ফিল্ডার হিসাবে বিবেচনা করা হয় না।

৫। বোলার বল করার মুহূর্তে যদি কোন ফিল্ডার ব্যাটসম্যানের মনোযোগ বিঘ্নিত করে (কথা বলা, স্লেজ করা, শব্দ করা, চিৎকার করা) তাহলে নো বল কল করার নিয়ম রয়েছে।

মাঠের দুইজন আম্পায়ার ইচ্ছা করলেই সব ধরনের নো বল ডাকতে পারবে না। যার যার নো বল ডাকার একটি সীমানা রয়েছে।

*ফ্রন্টফুট, ব্যাকফুট, বোলার চাক বা ছুঁড়ে মারলে এবং ফিল্ডার পিচের ভেতর প্রবেশ সংক্রান্ত কারনে বোলার প্রান্তের আম্পায়ার নো বল ডাকার ক্ষমতা রাখে।
*শর্ট বল, বীমার, উইকেট কিপারের রুলস ব্রেক, ফিল্ডিং রুলসের ব্যাপারে লেগ আম্পায়ার নো বল ডাকার ক্ষমতা রাখে।
নো বল নিয়ে আমাদের দেশসহ অনেক দেশেই বিভিন্ন ভুল নিয়ম এবং ধারনা চালু রয়েছে। আশা করি এই তথ্যটা কিছুটা হলেও নো বলের ব্যাপারে ভুল ধারনার অবসান ঘটাবে। 

February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728