আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে যুব টেস্ট ও শ্রীলঙ্কা-আফগানিস্তানের সাথে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বে বাংলাদেশ যুব দল।
গত যুব ক্রিকেট লীগের পর পাকিস্তান সফরে দারুণ ফলাফল নিয়ে আসা অনূর্ধ্ব-১৯ দল এক বছরে মাত্র ঐ একটি সিরিজই খেলেছে। এবারের যুব ক্রিকেট লীগ সাদা বলের দুই ফরম্যাট রাজশাহীতে শেষ হয়েছে দিনকয়েক আগে। এবার অ-১৯ যুবাদের সামনে ব্যস্ত সূচি। যার শুরুটা হচ্ছে আজ আরব আমিরাতে উদ্দ্যেশ্যে রওনা দেয়ার মাধ্যমে। আবু ধাবি ওভাল এ আফগানিস্তানের বিপক্ষে চারদিনের ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজের জন্য একত্রে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
গেম ডেভেলপমেন্ট এর অধীনে যুব ক্রিকেট লীগ (YCL) এ ভালো পারফর্ম করা প্লেয়ারদের মধ্যে পাকিস্তান সফরে অ১৯ দলের প্লেয়াররাই প্রধানত আছেন এই স্কোয়াডে। ১৬ জনের স্কোয়াডের পাশাপাশি ৬ জন থাকছেন স্ট্যান্ডবাই।
পাকিস্তানের দারুণ এক সফর কাটানোর লম্বা সময় পর স্টুয়ার্ট ল এবং ওয়াসিম জাফরের শিষ্যদের এবারের লক্ষ্য দুই এশিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে জয়। আমিরাতে এর আগে ২০২১ এশিয়া কাপে সেমিফাইনাল খেলেছিলো আরিফুল-জিসানরা।
ইউএই সফরে বাংলাদেশ দলঃ
আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান অর্ণব, জিসান আলম, আরিফুল ইসলাম, শাহারিয়ার সাকিব (টেস্ট অধিনায়ক), অহরার আমিন পিয়ান (ত্রিদেশীয় সিরিজ অধিনায়ক), শিহাব জেমস, সিয়ান হোসাইন দীপু, মাহফুজুর রহমান রাব্বী, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, রাফিউজ্জামান রাফি, মারুফ মৃধা, রোহান-উদ-দৌলা বর্ষণ, তানভীর আহমেদ, শাহরিয়া আল-আমিন।
স্ট্যান্ডবাইঃ আদিল বিন সিদ্দীক, আশরাফুজ্জামান বরণ্য, জাকারিয়া ইসলাম শান্ত, ইকবাল হাসান ইমন, শিহাব পাহাড় সাব্বির, মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সফরসূচি:
৮ মার্চ- বাংলাদেশের আমিরাত গমন
৯, ১০ ও ১১ মার্চ – প্রাকটিস সেশন
১২ – ১৫ মার্চঃ বাংলাদেশ বনাম আফগানিস্তান চারদিনের যুব টেস্ট ম্যাচ
ত্রিদেশীয় সিরিজ:
১৮ মার্চঃ বাংলাদেশ বনাম আফগানিস্তান
২০ মার্চঃ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৪ মার্চঃ বাংলাদেশ বনাম আফগানিস্তান
২৬ মার্চঃ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
৩০ মার্চঃ ত্রিদেশীয় সিরিজ ফাইনাল