সিলেটে সাকিবের রাজসিক ব্যাটিংয়ের দিনে তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং। দু’জনই আক্ষেপে পুড়লেও রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
আজ শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টস ভাগ্যে আয়ারল্যান্ডের জয় হলে বাংলাদেশকে জানান ব্যাটিংয়ের আমন্ত্রণ। আয়ারল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি দলীয় ১৫ রানে তামিমের বিদায়ে। তামিমের বিদায়ের পর লিটনের সঙ্গে জুটি বাঁধেন শান্ত। কিন্তু দলীয় ৪৯ রানে লিটন ২৬ রানে ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ জয় করার আগেই ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরেন শান্ত। দলীয় ৮১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে অভিজ্ঞ সাকিবের সঙ্গে জুটি বাঁধেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। সাকিব–হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, স্বপ্ন দেখে বড় সংগ্রহের। এরমাঝে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখান সাকিব। ওয়ানডে ক্রিকেটে নিজের ৫৩ তম ফিফটির দেখা পাওয়া সাকিব সাজঘরে ফেরেন ৭ রানের আক্ষেপ নিয়ে। সাকিব ৯৩ রানে ফিরলেও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে অভিষেকে ফিফটি তুলে নেন হৃদয়। এরপর নাসির ও ফরহাদ রেজাকে ছাপিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে নিজেকে সবার উপরে নেন হৃদয়। অভিষেকে সেঞ্চুরির হাতছানি দিলেও ৮ রানের আক্ষেপ নিয়ে ৯২ রানে ফেরেন হৃদয়।
সাকিবের রাজসিক রেকর্ড, হৃদয়ের ‘হৃদয়’ জুড়ানো ব্যাটিংয়ের দিনে তাণ্ডব চালিয়েছেন মুশফিকুর রহিমও। ২৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেন মুশফিক। শেষ পর্যন্ত সাকিবের ৯৩ ও হৃদয়ের ৯২ রানে ভর করে ৫০ ওভারে ৩৩৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এটিই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ৩৩৮/৮ (৫০ ওভার)
সাকিব ৯৩, হৃদয় ৯২, মুশফিক ৪৪; হিউম ৬০/৪