তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রাম ও রাজশাহীতে হবে ৭ ম্যাচের সিরিজ।
গত নভেম্বরে পাকিস্তান সফর ছিল এবারের যুব দলে প্রথম কার্য। পূর্ণাঙ্গ সিরিজ খেলে ওয়ানডেতে জয়, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ভাগাভাগি করে এসেছিলো বাংলাদেশ যুব দল। এবার ফিরতি সিরিজে পাকিস্তানকে ঘরের মাঠে মোকাবেলা করবে বাংলাদেশ। পাঁচ ওয়ানডে, একটি করে টি-টোয়েন্টি ও টেস্ট খেলতে আসছে তারা। সাদ বেগ এর নেতৃত্বে ইতোমধ্যে স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে পিসিবি।
অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দল বর্তমানে আছে আবুধাবিতে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করার পর এখন শ্রীলঙ্কাকে সাথে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে তারা। সেখান থেকে ফিরে প্রায় এক মাস বিরতি দিয়ে আবারও মাঠে নামবে তারা।
আমিরাতে বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স ভালো হচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাজশাহীতে যুব ক্রিকেট লীগ খেলে দলের প্লেয়ারদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সাদা বলে দুই ফরম্যাটে টুর্নামেন্ট হয়েছিল একেবারে লো স্কোরিং। নিম্নমানের পিচে এখন চলছে লংগার ভার্সনের খেলা। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে খেলা রাখা হয়েছে সেখানে! রাজশাহীতে যাওয়ার আগে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে উভয় দল।
যুব দলের আমিরাত সফরে যাওয়ার আগে নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে এই সিরিজে সম্পূর্ণ ভিন্ন দল মাঠে নামবে। শুধুমাত্র যুব ক্রিকেট লীগের সেরা পারফর্মারদের নেয়া হবে ঘরের মাঠে এই সিরিজে। অ-১৯ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে এটি হবে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। এরপর দুটো দলকে একত্র করে সেরা দল বাছাই করা হবে। ৩০-৩৫ সদস্যের একটি পুল তৈরি করে সেখান থেকে যেকোনো প্রয়োজনে ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখা হবে।
সিরিজ শিডিউলঃ
৩০ এপ্রিল – ৩ মে– একমাত্র যুব টেস্ট – চট্টগ্রাম
৬ মে- প্রথম যুব ওয়ানডে – চট্টগ্রাম
৮ মে- দ্বিতীয় যুব ওয়ানডে – চট্টগ্রাম
১১ মে– তৃতীয় যুব ওয়ানডে – রাজশাহী
১৩ মে– চতুর্থ যুব ওয়ানডে – রাজশাহী
১৫ মে– পঞ্চম যুব ওয়ানডে – রাজশাহী
১৭ মে– একমাত্র টি-টোয়েন্টি – রাজশাহী