কলম্বোয় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। ক্যাপ্টেন নিগারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৬ রান তাড়া করে শেষ ওভারে বিজয়ী হয়েছে তারা।
বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে হারার পর আজ সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে ঝলমলে আবহাওয়ায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামে বাংলাদেশ। সুলতানা শিমু খাতুন ও রুবিয়া হায়দার ঝিলিক এর অভিষেক হয় বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে।
টস হেরে আগে বোলিংয়ে নেমে আতাপাত্থুর আক্রমণের মুখোমুখি হয় বাংলাদেশ। পাওয়ারপ্লেতে এক উইকেট হারিয়ে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। আতাপাত্থুর ফেরার পর হারশিথার দারুণ ইনিংসে ভর করে বড় সংগ্রহের দিকে এগোয় শ্রীলঙ্কা। মিডল ওভারে টাইট বোলিংয়ের পর ডেথ ওভারের শুরুতে টানা উইকেট তুলে লঙ্কানদের চাপে ফেলে বাংলাদেশ। শেষদিকে নিলক্ষীর মাঝারি ইনিংসে ১৪৫ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ফাহিমা খাতুন দুই উইকেট ও বাকী চার বোলার একটি করে উইকেট নেন।
জবাবে দুই ওপেনার স্রেফ এক অংকের রান করে ফিরলে চাপে পড়ে সফরকারীরা। জ্যোতির কল্যাণে পাওয়ারপ্লেতে ৩৮ রান তোলে বাংলাদেশ। ক্যাপ্টেন জ্যোতি শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেন। তৃতীয় উইকেটে ৫১(৪০) জুটি গড়েন মোস্তারিকে নিয়ে, তিনে নামা মোস্তারি ২৪ বলে ১৭ করে ফিরেন বারোতম ওভারে। এরপর রিতু মনিকে সাথে নিয়ে ম্যাচ জেতানো জুটি গড়েন জ্যোতি। ৫১ বলে ৭১ রানের দারুণ জুটিতে বাংলাদেশের ম্যাচ নিশ্চিত হয়। শেষদিকে চাপে পড়া বাংলাদেশকে এই দুই ব্যাটার উদ্ধার করেন আঠারোতম ওভারে ১০ ও উনিশতম ওভারে ১৭ রান নিয়ে। শেষ ওভারে রিতু রান আউট হলেও বাংলাদেশের জয় পেতে আর সময় লাগেনি। এক বল হাতে রেখে ৬ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।
৫১ বলে ২ ছক্কা ও ৭ চারে ১৪৭ স্ট্রাইক রেটে ৭৫* রান করে ম্যাচসেরা হয়েছেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি।
শ্রীলঙ্কার মাটিতে এটি ছিল বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সবমিলিয়ে বাংলাদেশ – শ্রীলঙ্কার এটি দশম টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৪ সালের পর আবারও শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি ক্রিকেটে হারালো বাংলাদেশ, সবমিলিয়ে এটি তৃতীয় তম জয় আতাপাত্থুদের বিপক্ষে।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ গড়াবে বৃহস্পতিবার ও শুক্রবার।
শ্রীলঙ্কা ১৪৫-৬(২০)
হর্ষিতা মাধাভি ৪৫, আতাপাত্থু ৩৮, নিলক্ষী ২৯*;
ফাহিমা ২০/২, রাবেয়া ২৩/১, শিমু ৩০/১, নাহিদা ৩৫/১, ফারিহা ৩৫/১।
বাংলাদেশ ১৪৬-৪(১৯.৫)
শামীমা ৫, ঝিলিক ৯, মোস্তারি ১৭, জ্যোতি ৭৫*, রিতু ৩৩; প্রাবোধানি ৭/১ |