বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী দল

মাজহারুল ইসলাম সায়েম
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৬৪ ভিউ
  • শেয়ার করুন

HAMILTON, NEW ZEALAND - MARCH 14: Teams walk out for the 2022 ICC Women's Cricket World Cup match between Pakistan and Bangladesh at Seddon Park on March 14, 2022 in Hamilton, New Zealand. (Photo by Phil Walter-ICC/ICC via Getty Images)

সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী দল

 

আইসিসি এফটিপি মোতাবেক চলতি মাসে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে পাকিস্তান প্রমীলা দল। দুই ফরম্যাটের সিরিজে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ – পাকিস্তান। বিসিবি আজ ঘোষণা করেছে সিরিজ শিডিউল।

 

পাকিস্তান দল ঢাকায় আসবে ২০ অক্টোবর, ২৩ অক্টোবর চট্টগ্রামে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে। এরপর ২৫ অক্টোবর শুরু হয়ে ১০ নভেম্বর শেষ হবে সম্পূর্ণ সিরিজ। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে দিবারাত্রির। 

চট্টগ্রামে টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ঢাকায় ফিরে হবে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের ওয়ানডে সিরিজ।

 

ইতোমধ্যে পাকিস্তান ঘোষণা করেছে তাদের দল। অলরাউন্ডার নিদা দারের অধীনে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারসাম্যপূর্ণ দল নিয়েই আসবে তারা। 

এদিকে বাংলাদেশ তাদের কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে চট্টগ্রামে, প্রায় ২৫ ক্রিকেটার নিয়ে চলা ক্যাম্পে যোগ দিয়েছেন সকল কোচিং স্টাফবৃন্দ।

 

সিরিজ সূচিঃ

২৫ অক্টোবর – প্রথম টি-টোয়েন্টি 

২৭ অক্টোবর – দ্বিতীয় টি-টোয়েন্টি 

২৯ অক্টোবর – তৃতীয় টি-টোয়েন্টি 

*টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সবগুলো ম্যাচ শুরু বিকেল ৪ঃ৩০ এ।

 

৪ নভেম্বর – প্রথম ওয়ানডে

৭ নভেম্বর – দ্বিতীয় ওয়ানডে 

১০ নভেম্বর – তৃতীয় ওয়ানডে 

* মিরপুর শেরে বাংলায় হবে ওয়ানডে সিরিজ, সবগুলো ম্যাচ শুরু সকাল ৯ঃ৩০ মিনিটে।

 

বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ খেলেছিলো বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়ে, বিশ্বকাপে বাংলাদেশ প্রথম জয়ের স্বাদ পেয়েছিলো পাকিস্তানের বিপক্ষে। সবশেষ এশিয়ান গেমসে তাদের হারিয়েই ব্রোঞ্জ জিতেছিলো বাংলাদেশ। মুখোমুখি দুই দলের পরিসংখ্যান বেশ দারুণ, তবে সাম্প্রতিক রেকর্ড কথা বলছে বাংলাদেশের পক্ষেই। এবারের সিরিজেই তাই দারুণ কিছুরই প্রত্যাশা থাকবে জ্যোতির দলের।

, , , , , , , ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর