হেনরির বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৭৯ ভিউ
  • শেয়ার করুন

নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিকোলস ঘরোয়া টেস্ট ক্রিকেটে ক্যান্টারবেরির হয়ে অকল্যান্ডের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং করেছেন এই কিউই অফস্পিনার। ওই ম্যাচের তৃতীয় দিনে নিকোলস দেশটির ক্রিকেট বোর্ডের ৩.১ বিধির ১.১৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন।

এর আগে প্লানকেট শিল্ড মৌসুমের ওই ম্যাচটির এক টিভি ফুটেজে দেখা যায়, নিকোলস হেলমেটের সাথে বল ঘষছেন। এরপরই তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলে দেশটির ক্রিকেট বোর্ড। যা আন্তর্জাতিক ক্রিকেটীয় আইনের ৪১.৩ ধারার লঙ্ঘন।

নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড বলেছে, অভিযোগটি ঘরোয়া লিগের কমিশনারের কাছে দেওয়া হয়েছে। শুনানির জন্য এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নিকোলস।

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর