আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না- এবি ডি ভিলিয়ার্স

Naim
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৯৯ ভিউ
  • শেয়ার করুন

২০১৮ সালের ২৩ মে একপ্রকার সবাই কে অবাক করে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বলে দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। ক্যারিয়ারের এমন যৌবনে হঠাৎ করেই। এবির এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলো গোটা ক্রিকেট বিশ্বই।

আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বলে দেওয়া এবি, এরপর থেকে শুধু খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লীগ গুলোই। কিন্তু এরমধ্যেও এবির অবসরের পর থেকেই রিউমার শুনা যাচ্ছিলো আবারো হয়তো দক্ষিণ আফ্রিকান জার্সিতে ফিরতে পারেন এবি ডি ভিলিয়ার্স।

সাম্প্রতিক সময়ে এবির অনেক সাক্ষাতকারেও পাওয়া যাচ্ছিলো এমন এক সংবাদেরই আভাস৷ কিন্তু এবি আবারো সবাইকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার রিউমার কে একেবারে নাকচ করে দিয়েছেন।

আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানান, এবি ডি ভিলিয়ার্স পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না।

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর