ইনজুরিতে মুশফিকুর রহিম

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৬ ভিউ
  • শেয়ার করুন

আবাহনীর অধিনায়কত্বের দায়িত্বে থাকা মুশফিক গতকালের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডেকে এনেছেন নিজের বিপদ। গতকাল গাজী গ্রুপের বিপক্ষে ১ রানের রূদ্ধশ্বাস জয়ের সাক্ষী হতে পারলেও সুপার লিগের আগামী ম্যাচগুলোতে অভিজ্ঞ মুশফিককে পাচ্ছেনা আবাহনী।

ডিপিএলের চলতি আসরে উইকেটরক্ষকের দায়িত্বে আছেন তিনি। এবার কিপিং করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনার পাশাপাশি আবাহনীকেও কিছুটা চিন্তায় ফেলে দিলেন। গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে ফিল্ডারের থ্রো রিসিভ করতে গিয়ে ডান হাতের আঙুলে ব্যথা পান এই উইকেটরক্ষক।

ম্যাচ পরবর্তী সময়ে উক্ত স্থানে ব্যথা অনুভব করলে আজ (মঙ্গলবার) স্ক্যান করানো হয়েছে মুশফিকের ক্ষতস্হান। স্ক্যানে বড় কিছু ধরা না পড়লেও সূক্ষ্ম চিড় ধরা পড়ায় বিশ্রামে থাকতে হবে তাকে। এরফলে সুপার লিগের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না আবাহনী অধিনায়কের। মুশফিকের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন।

মতামত লিখুন :

এই বিভাগের আরো খবর