▪ক্রিকেটের তীর্থভূমির যাত্রা শুরু-
লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড কে বলা হয় ক্রিকেটের তীর্থভূমি। ক্রিকেটের তীর্থভূমিতে এযাবৎ কাল আয়োজিত হয়েছে ৪৩২ টি ম্যাচ৷ তার মধ্যে প্রথম ম্যাচটি ছিলো আজকের এইদিনেই৷ ১৮৮৪ সালের আজকের এইদিনে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এক ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো চর্মগোলক মাঠে গড়ায় ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসে। এটি ছিলো টেস্ট ক্রিকেট ইতিহাসে ১৫ তম ম্যাচ।
▪হেডেংলি টেস্টের শেষ দিন- ১৯৮১
১৯৮১ সালের আজকের এইদিনে ইয়ান বোথাম এবং বব উইলিসের কল্যাণে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার রোমাঞ্চিত এক টেস্টের ম্যাচের ইতি ঘটে। সেই টেস্টের ৫ম দিনে অস্ট্রেলিয়ার দরকার ছিলো ১৩০ রানের। শেষ ইনিংসে বব উইলিস একাই টানেন অস্ট্রেলিয়ার লাগাম। একাই শিকার করেন ৮ উইকেট৷ এর আগে ব্যাট হাতে ইয়ান বোথামের ১৪৯ রামের মহাকাব্যিক ইনিংসের সুবাদে ইংলিশরা পেয়েছিলো নিজেদের ভীত গড়ে দেওয়া ১২৯ রানের পুঁজি।
▪বেনসন & হেজেস কাপের ফাইনালে প্রথম সেঞ্চুরি-
১৯৭২ সালে শুরু হওয়া ইংলিশ লিমিটেড ওভারের এই ঘরোয়া লীগ ক্রিকেট দুনিয়ায় বেশ পরিচিত। ১৯৭৩ সালে শুরু হয়ে টানা ৩০ বছর ২০০২ সাল পর্যন্ত টুর্নামেন্টের হয়েছে ৩০ টি আসর। ঐতিহ্যবাহী এই লীগে প্রথম ব্যক্তি হিসেবে টুর্নামেন্টের ফাইনালে শতক করার গৌরব অর্জন করেন গ্রাহাম গুচ। ১৯৭৯ সালের আজকের এই দিনে তিনি গড়েন এমন কীর্তি।
▪আফ্রিকানদের ক্রিকেটের নিষেধাজ্ঞার শেষে ইংলিশদের ডেরায় প্রত্যাবর্তন-
১৯৬৫ সালে আফ্রিকান ক্রিকেটে আসে এক অদৃশ্য কালবৈশাখী। সেই বৈশাকে আফ্রিকান ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে থেকে নিষিদ্ধ হয় ২২ বছরের জন্যে৷ নিষিদ্ধ হওয়ার আগে ইংল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকা খেলেছিলো ১৪ টেস্ট৷ ২২ বছর পরে ক্রিকেটে ফিরলেও ইংল্যান্ডের মাটিতে আফ্রিকানদের নির্বাসনের শেষে মাঠে নামতে লেগেছিলো ২৯ বছর। আজকেই ছিলো সেই দিন, অর্থাৎ ১৯৯৪ সালের আজকের এইদিনে ২৯ বছর পর দক্ষিন আফ্রিকা ইংলিশদের মাটিতে ফিরেছিলো ক্রিকেটের মহড়ায়।
▪ক্যারিবীয় বরপুত্রের প্রথম সোনার হাঁস-
ক্যারিবিয়ান ক্রিকেটের বরপুত্র ব্রাইন লারা নিজের ক্যারিয়ারে ডাক (গোল্ডেন ডাক) মেরেছেন মোট ৩৩ বার। তারমধ্যে ১ম বার শূন্য রানে আউট হন ১৯৯১ সালের আজকের এইদিনে। নিজের ৭ম ইনিংসে এসে প্রথমবারের মতো শূন্য রানে আউট হন ব্রাইন লারা।
▪ এই দিনে সেই অ্যাশেজ!
সর্বকালের সেরা অ্যাশেজ নিয়ে অনেক চুল-ছেঁড়া বিশ্লেষণ হলেও দিন শেষে অধিকাংশ মানুষের মতেই ২০০৫য়ের সেই অ্যাশেজই সেরা। সেই অ্যাশেজ সিরিজটাই শুরু হয়েছিলো ২০০৫ সালের আজকের এইদিনে। ক্রিকেট অপার সৌন্দর্যের রোমাঞ্চে ভরা সেই ম্যাচে কি ছিলো না? যেনো ছিলো এক থ্রিলার সিনেমা। ম্যাচ শুরুর ২য় বলেই জাস্টিন ল্যাঙ্গারের কুনই ফাটানো কিংবা রিকি পন্টিংয়ের থুতনি ফাটিয়ে ১ম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছিলেন স্টিভ হার্মিসন। সেই থ্রিলার কে আরেকটু জমিয়ে তুলেছিলেন গ্লেন ম্যাকগ্রা, মাত্র ৩১ বলের স্পেলে ২ রান দিয়ে ৫ উইকেট তুলে সেদিন তিনি পূর্ণ করেছিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের ৫০০ উইকেট ও। তবে শেষ হাসিটা, অজিরাই হেসেছিলো ২৩৯ রানে জয়ের সৌজন্যে।
📃আজকের দিনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ-
১.২১-৭-২০০৩– বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (টেস্ট)
ফলাফলঃ ইনিংস এবং ১৯৬ রানের হার
২. ২১-৭-২০১৫– বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
ফলাফলঃ ম্যাচ ড্র
৩.২১-৭-২০০৪– বাংলাদেশ বনাম ভারত (ওয়ানডে)
ফলাফলঃ ৮ উইকেটে হার
৪. ২০-৭-২০১২– বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (টি২০)
ফলাফলঃ ২ উইকেটে জয়
📃আজকের দিনে জন্মদিন-
১৯৪৫- ব্যারি রিচার্ডস (দক্ষিন আফ্রিকা)
১৯৩৪- চান্দু বর্দে (ভারত)
১৯৪৭- চেতান চৌহান (ভারত)
১৯৪৫- জিওফ ডিমোক (অস্ট্রেলিয়া)
১৯৭৫- রবীন্দ্র পুষ্পকুমারা (শ্রীলঙ্কা)
📃আজকের দিনে সেঞ্চুরি-
১৯৩৪- বিল পন্সফোর্ড প্রতিপক্ষ ইংল্যান্ড
১৯৩৪- ডন ব্র্যাডম্যান প্রতিপক্ষ ইংল্যান্ড
১৯৫০- এভারটন উইকস প্রতিপক্ষ ইংল্যান্ড
১৯৫০- ফ্রাঙ্ক ওরেল প্রতিপক্ষ ইংল্যান্ড
১৯৯৪-কেপলার ওসেলস প্রতিপক্ষ ইংল্যান্ড
১৯৯৮- লিসা কেইটলি প্রতিপক্ষ ইংল্যান্ড প্রমীল
২০০০- মাহেলা জয়াবর্ধনে প্রতিপক্ষ ইংল্যান্ড
২০০১- কার্ল হুপার প্রতিপক্ষ জিম্বাবুয়ে
২০০৩- পাউলিন টি বেস্ট প্রতিপক্ষ স্কটল্যান্ড প্রমীলা
২০১০- বীরেন্দর শেবাগ প্রতিপক্ষ শ্রীলঙ্কা
২০১২- কুমার সাঙ্গাকারা প্রতিপক্ষ ভারত
২০১২- হাসিম আমলা প্রতিপক্ষ ইংল্যান্ড
২০১৩- গ্রায়েম স্মিথ প্রতিপক্ষ ইংল্যান্ড
২০১২- ভিরাট কোহলি প্রতিপক্ষ শ্রীলঙ্কা
২০১৩- মারলন স্যামুয়েলস প্রতিপক্ষ পাকিস্তান
২০১৬- ভিরাট কোহলি প্রতিপক্ষ ওয়েস্ট-ইন্ডিজ
📃আজকের দিনে ৫ উইকেট
১৮৮৪- এডমন্ড পিয়েট প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
১৮৮৬- জনি ব্রিগস প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
১৯২৮- টিচ ফ্রীম্যান প্রতিপক্ষ ওয়েস্ট-ইন্ডিজ
১৯৮১- বব উইলিস প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
১৯৮৯- জো চ্যাম্বারলিন প্রতিপক্ষ আয়ারল্যান্ড ওমেন
১৯৯৮- ক্যাথরন ফিটজপ্যাট্রিক প্রতিপক্ষ ইংল্যান্ড ওমেন
২০০১- এন্ডি ক্যাডিক প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
২০০২- মুত্তিয়া মুরালিধরন প্রতিপক্ষ বাংলাদেশ
২০০৩- সাজ্জিদা শাহ প্রতিপক্ষ জাপান ওমেন
২০০৫- গ্লেন ম্যাগরা প্রতিপক্ষ ইংল্যান্ড
২০০৫- স্টিভ হার্মিসন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
২০০৭- জিমি অ্যান্ডারসন প্রতিপক্ষ ভারত
২০০৯- দিনেশ কানেরিয়া প্রতিপক্ষ শ্রীলঙ্কা
২০০৯- থিলান তুষারা প্রতিপক্ষ পাকিস্তান
২০১০- মুত্তিয়া মুরালিধরন প্রতিপক্ষ ভারত
২০১৪- ইশান্ত শার্মা প্রতিপক্ষ ইংল্যান্ড
২০১৮- আকিলা ধননঞ্জয়া প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা