সময় আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিবে, আপনি যদি সেই সুযোগটি কাজে লাগাতে পারেন তাহলে সফল হবেন নিশ্চয়ই। বিজয়ও হয়তো এটাই বিশ্বাস করতেন। হারিয়ে খুঁজতে থাকা বিজয় এবার নিজেকে খুঁজে পেয়েছেন, ব্যাট হাতে ধারণ করেছেন রূঢ়মূর্তি! লিখেছেন নতুন ইতিহাস। ডিপিএল ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে এক সিজনে পৌঁছেছেন হাজার রানের মাইলফলকে।
২০১৫ বিশ্বকাপ, ফিল্ডিং করতে গিয়ে চোট! অতঃপর দল থেকে বাদ পড়া। সময়ের পরিবর্তে জাতীয় দলের জার্সিটা গায়ে জড়ালেও ছিলেন নিস্ফল। ঘরোয়া ক্রিকেটেও যেনো ব্যাটে-বলের টাইমিংটা জমছিলো না বেশ। অবশেষে ২০২২ সালটা যেনো বিজয়কে দুহাত ভরে দিচ্ছে। ঢাকা ডিভিশন লীগে এক আসরে সর্বোচ্চ রান ছিলো সাইফ হাসানের দখলে। এবার সেটিকে ছাড়িয়ে গেলেন বিজয়। শুধু ছাড়িয়ে গিয়েই থামেননি, চলতি আসরে ব্যাট হাতে ছড়িয়েছেন রানের ফুলঝুরি।
১৪ ইনিংসের ৭৫+ গড়ে ১০০০ রানের মাইলফলকে পৌঁছা বিজয় ঠিক কোথায় গিয়ে থামবেন সেটিই দেখার বিষয়।
উল্লেখ্য, ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। বিজয় সেটিকে টপকে শীর্ষে যাবার পর আজ নাঈম ইসলামও ছাড়িয়ে গেছেন সাইফ হাসানকে!