পাঁচ পাণ্ডবের এক পাণ্ডবও নেই দলের সাথে। তরুণ একটা দল অবস্থান করছে জিম্বাবুয়েতে। সেখানে দায়িত্ব উঠেছে সোহানের কাঁধে। সিনিয়রদের অনুপস্থিতিতে বাংলাদেশ দল কি পিছিয়ে আছে? এমন প্রশ্নের জবাবে সোহান দিতে চাননা কোনো অজুহাত। লক্ষ্য সিরিজ জয়ের।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। অপরিচিত কন্ডিশন, তারুণ্যে ভরপুর দলটা কি পারবে স্বাগতিক জিম্বাবুয়েকে রুখে দিতে? কিংবা সাকিব-মুশফিকদের অনুপস্থিতিতে কি বাংলাদেশ পিছিয়ে থাকবে? এমন প্রশ্নের জবাবে টাইগারদের নতুন টি-টোয়েন্টি কাপ্তান বলেন, ‘‘প্রথমত আমি কোনো অযুহাত দিতে চাই না। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এখানে তিনটি ম্যাচের জন্য এসেছি অবশ্যই চ্যালেঞ্জ থাকবে।আমরা তরুণ একটা দল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এখানে শিখতে আসিনি। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তবে আমরা জেতার জন্যই এখানে এসেছি”
আফ্রিকান কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে হবে নিজেদের সাথে। অধিনায়ক সোহান মনে করেন দলের সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
সোহানদের লড়াইটা জিম্বাবুয়ের সাথে হলেও কন্ডিশন বড় একটা ভূমিকা রাখে। আফ্রিকান দেশে মানিয়ে নেওয়াটা অনেক চ্যালেঞ্জিং। জিম্বাবুয়ে তাদের চেনা কন্ডিশনে ভালো দল সেটিও স্বীকার করেন সোহান। এই বিষয়ে সোহান বলেন,
“এখানের কন্ডিশন একটু আলাদা। তবে আমরা অজুহাত দিতে চাই না। আমরা চ্যালেঞ্জ নিতে চাই। জিম্বাবুয়ের কন্ডিশনে তারা ভালো দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। আমরা জিততে চাই। আমরা সিরিজ জিততেই এসেছি।”
এছাড়াও বর্তমান সময়ে পাওয়া হিটিং নিয়ে প্রশ্ন উঠছে বেশ। এখানে বাংলাদেশের ব্যাটারটা পিছিয়ে বেশ। পাওয়ার হিটিংয়ের চাহিদা পূরণ করতে না পারলেও নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট উপহার দিতে চান সোহান। এই বিষয়ে সোহান বলেন, “পাওয়ার হিটিং জিনিসটা আলাদা। আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেনসিবল থাকি, ওভার বাউন্ডারির থেকে বাউন্ডারিও মারতে পারব। এখানে আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।”