Cricketkhor

"ডাল ভাতের সাথে ক্রিকেট খাই,
টাইগারদের জন্য গলা ফাটাই"

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে সোহান !

Sayem

Sayem

আঙুলের চোটের কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি নব্য ক্যাপ্টেন নুরুল হাসান সোহান।

জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফর থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই উইকেটরক্ষক ব্যাটারকে! এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

জিম্বাবুয়ে সফরের জন্য টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছিলেন সোহান। প্রথম ম্যাচে নিজে দারুণ খেলেও দলকে জেতাতে পারেননি, তবে দ্বিতীয় ম্যাচে দল জিতেছে ঠিকই। কিন্তু কিপিংয়ের সময় আঘাত পেয়ে বাম হাতের আংগুলে চিড় ধরা পড়েছে তার।

আজ প্রথম ইনিংসের সময় পেসার হাসান মাহমুদের বলে কিপিং করতে যেয়ে চোট পান সোহান। পরীক্ষা করে জানা গেছে চোট গুরুতর। মাঠে ফিরতে সময় লাগবে এই উইকেটরক্ষক ব্যাটারের।

ফিজিও মুজাদ্দেদ আলফা সানি নুরুল হাসান সোহানের ইনজুরি নিয়ে বলেন, ‘আমরা সোহানের চোট পাওয়া স্থানে এক্স রে করে দেখেছি, বাঁহাতের ইনডেক্স ফিঙ্গারে ফ্র্যাকচার আছে। এমন ইনজুরি থেকে সেরে উঠতে ৩ সপ্তাহ লেগে যায়। তাই সঙ্গত কারণেই তিনি মঙ্গলবারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ও আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন।’