বছর না পেরুতেই আবারও বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের মহা আসর। অস্ট্রেলিয়ায় চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২।
আসরটি সামনে রেখে দলগুলো প্রস্তুতির তোড়জোড় শুরু করে দিয়েছে। বেশীরভাগ দলই চেষ্টা করছে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে শীর্ষ দলগুলোর সাথে সিরিজ খেলতে। সেই প্রস্তুতির অংশ হিসেবে বিশ্বকাপের ঠিক আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। অন্য দুই দল পাকিস্তান ও স্বাগতিক নিউ জিল্যান্ড।
বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। গতকাল প্রকাশিত নিউ জিল্যান্ডের ২০২২-২৩ গ্রীষ্মের শিডিউলে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। অক্টোবরর দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সিরিজটি।
তারিখ | বার | ম্যাচ | দল | সময় |
৭ অক্টোবর ২০২২ | শুক্রবার | প্রথম টি-টোয়েন্টি | বাংলাদেশ বনাম পাকিস্তান | সকাল ৯টা |
৮ অক্টোবর | শনিবার | দ্বিতীয় টি-টোয়েন্টি | নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান | দুপুর ১টা |
৯ অক্টোবর | রবিবার | তৃতীয় টি-টোয়েন্টি | নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ | দুপুর ১টা |
১১ অক্টোবর | মঙ্গলবার | চতুর্থ টি-টোয়েন্টি | নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান | সকাল ৯টা |
১২ অক্টোবর | বুধবার | পঞ্চম টি-টোয়েন্টি | নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ | সকাল ৯টা |
১৩ অক্টোবর | বৃহস্পতিবার | ষষ্ঠ টি-টোয়েন্টি | বাংলাদেশ বনাম পাকিস্তান | সকাল ৯টা |
১৪ অক্টোবর | শুক্রবার | ফাইনাল | শীর্ষ দুই দল | সকাল ৯টা |
ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে মোট ৭টি ম্যাচ হবে সিরিজে। প্রতি দল একে অপরের মোকাবেলা করবে দু’বার করে। ৬ ম্যাচ শেষে শীর্ষ দুই দল খেলবে সিরিজ ফাইনাল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।