আজই ওমান যাচ্ছে বাংলাদেশ!

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মরুর দেশে বিশ্বকাপের মূল আসর বসলেও বিশ্বকাপের মূল আসরে উঠতে ওমানেই লড়াই করতে হবে রিয়াদ বাহিনীকে। বিশ্বকাপ পূর্ববর্তী অনুশীলন ক্যাম্পের জন্যই আজ রাতে ওমানের উদ্দেশে রওয়ানা হচ্ছে টিম বাংলাদেশ।

মূলত ওমানের মাস্কাট বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের দেশ ছাড়ার শঙ্কা তৈরি হয়েছিলো। আকাশে কালো মেঘের ঘনঘটা কেটেছে, আজই বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে রিয়াদ-মুশফিকরা। তবে সেটি বিকল্প পথে।

পূর্বে বলা হয়েছিলো বাংলাদেশের গন্তব্য মাস্কাটে এয়ারপোর্ট! তবে উত্তর আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করায় টাইগারদের গন্তব্যস্থল সালালা এয়ারপোর্ট। সালালা এয়ারপোর্ট থেকে মাস্কাট বিমানবন্দরের দূরত্ব বিমানপথে প্রায় দেড় ঘণ্টার।

বাংলাদেশ দল আজ রাত পৌনে এগারোটার ফ্লাইটে বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করবে।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।

 

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর