চমক রেখে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের স্কোয়াড ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook
বিশ্বকাপ জয়ের নায়ক আকবর আলী।

বিশ্বকাপের উত্তাপ কেটেছে, এবার দ্বিপাক্ষিক সিরিজে মাঠের লড়াইয়ে প্রস্তুত হচ্ছে দলগুলো। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট খেলতে পাকিস্তান দল এখন টাইগারদের ডেরায়। পাকিস্তান সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নতুন মুখ চার জন। চমক হিসেবে আছেন আকবর আলী।

লিটন-সৌম্য যে টি-২০ সিরিজে থাকছে না সেটি বেশ আগেই গুঞ্জন উঠেছিলো। সেই গুঞ্জন সত্যি হলো, টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছে তারা। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছে অ-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। এছাড়াও ইয়াসির আলী, শহিদুল ও সাইফ হাসানকে দেখা যাবে। স্কোয়াডে রয়েছন লেগ স্পিনার আমিনুল বিপ্লব।

১৯ নভেম্বর তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি গড়াবে মিরপুর, সিরিজের বাকি দু’টি ম্যাচও মিরপুরে। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৪ ডিসেম্বর। ম্যাচটি হবে মিরপুরে।

১৬ সদস্যের টি-২০ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী (উইকেটরক্ষক)।

 

,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর