জাকিরের ডাবল সেঞ্চুরির দিনে বগুড়ায় মুশফিকের বোলিং তাণ্ডব

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • শেয়ার করুন

  • Facebook

এনসিএলের চতুর্থ রাউন্ডে ব্যাটে বলে সমানে সমানে লড়াই চলছে ক্রিকেটারদের মধ্যে। প্রথমবারের মতো ডিউক বল হাতে পেয়ে যেনো আরো ভয়ংকর হয়ে উঠেছেন পাইপ লাইনে থাকা আলোচিত বোলার মুশফিক হাসান। ডিউক বলে পেসারদের জন্য থাকা বাড়তি মোভমেন্ট বগুড়ার বাউন্সি উইকেটে ভালোই কাজে লাগাচ্ছেন, সাফল্য পেয়েছেন হাসান মুরাদও। ধারাবাহিক ভাবে রান করা জাকিরের ব্যাটেও মিলেছে দ্বিশতকের দেখা। চলুন দেখে আসি দ্বিতীয় দিনের সংক্ষিপ্ত স্কোরকার্ড-

১/ ঢাকা বিভাগ ১ম ইনিংস ৮৪/১০(৩২.১ ওভার)
রংপুর বিভাগ ১ম ইনিংস ৭৩/১০(২৯.৪ ওভার)

ঢাকা বিভাগ ২য় ইনিংস ১৯৯/১০(৫৪.৫)
অঙ্কন ৭৪, আব্দুল মজিদ ৩৩, রনি তালুকদার ২১
মুশফিক হাসান ৭৩/৮, রবিউল হক ৫৩/২

রংপুর বিভাগ ২য় ইনিংস ৯৮/৩(২৫.৫)
সোহরাওয়ার্দী শুভ ৪২*, মাইশুকুর রহমান ৩১, নাসির হোসাইন ১৭
সালাউদ্দিন শাকিল ২৭/২, হোসাইন আলী ২০/১।

২য় দিন শেষে রংপুর বিভাগের জয়ের জন্য প্রয়োজন ১১৩ রান।
…………………………..

২/ সিলেট বিভাগ ১ম ইনিংস ৪৮১/৯ ডি. (১৩২.০ ওভার)
জাকির হাসান ২১৩, তৌফিক খান ৬৮, আসাদুল্লাহ আল গালীব ৬৭
হাসান মুরাদ ১৮৭/৫, রনি চৌধুরী ১১১/২

চট্টগ্রাম বিভাগ ১ম ইনিংস ৯৮/১(৪৬.০ ওভার)
পিনাক ঘোষ ৪৯, পারভেজ ইমন ৪৫
আবু জায়েদ ১৭/১

২য় দিন শেষে চট্টগ্রাম বিভাগ ৩৮৩ রানে পিছিয়ে।
…………………………..

৩/খুলনা বিভাগ ১ম ইনিংস ৬৪/১০(৩২.২)
ঢাকা মেট্রো ১ম ইনিংস ১১৮/১০(৩৯.৩)

খুলনা বিভাগ ২য় ইনিংস ২৫৩/১০(৮০.০ ওভার)
ইমরান উজ্জামান ৯২, জাওয়াদ রুয়েন ৫০, জিয়াউর রহমান ৩৭
আমিনুল ইসলাম ৫৬/৩, শরিফুল্লাহ ৫৭/৩, আবু হায়দার ২৮/২

ঢাকা মেট্রো ২য় ইনিংস ৪৮/২(১৭.০ ওভার)
আজমির আহম্মেদ ২৫, জাহিদুজ্জামান ১৩, কাজী অনিক ৭
মাহেদী হাসান ১৫/২

২য় দিন শেষে জয়ের জন্য ঢাকা মেট্রোর প্রয়োজন ১৫২ রান।
……………………………..

৪/রাজশাহী বিভাগ ১ম ইনিংস ৫০৮/৮ ডি.(১৪৮.৩ ওভার)
জহিরুল ইসলাম ১৭৭, জুনাঈদ সিদ্দিক ১৪৯, প্রিতম কুমার ১০১
রুয়েল মিয়া ৭৫/২, মোহাম্মদ আশরাফুল ৫৪/২, তানভীর ইসলাম ১৯৫/২

বরিশাল বিভাগ ১ম ইনিংস ৭৯/২(২১.০ ওভার)
আবু সায়েম ৩০, সালমান হোসাইন ৪৪
নাহিদ রানা ২২/১, শফিকুল ইসলাম ১৮/১

২য় দিন শেষে বরিশাল পিছিয়ে ৪২৯ রানে।

 

, , , ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর