বিশ্বকাপের ফ্লাইট মিস করলেন রিয়াদ

Md Riyad Hasan Riyaz
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • শেয়ার করুন

  • Facebook

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান কে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি তে সর্বাধিক ম্যাচ খেলা সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বি।  দীর্ঘ বিরতির পর দলে ডাক পেয়েছেন নাজমুল হাসান শান্ত।

একনজরে বিশ্বকাপ স্কোয়াড—

সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, সাব্বির রহমান, ইয়াসির আলী  রাব্বি, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও নাজমুল হাসান শান্ত।

স্ট্যান্ডবাই : মোঃ শরিফুল ইসলাম, মোঃ রিশাদ, সৌম্য সরকার, মোঃ মাহাদী হাসান।

অস্ট্রেলিয়ার হোবার্টে ২৩ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ প্রথম পর্বে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দল। টাইগারদের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তৃতীয় ম্যাচে তাদের মোকাবিলা করবে প্রথম পর্বে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন দল। ২ নভেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর