দক্ষিণ আফ্রিকা সফরে নাঈম কেনো দলের সাথে?

Arfin Rupok
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • শেয়ার করুন

  • Facebook

টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা হয়েছিলো কয়েকদিন আগেই। যেখানে কোনো ফরম্যাটেই ছিলো না বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ওপেনার নাঈম শেখ। হঠাৎই বিসিবি থেকে খবর এলো নাঈম সহ আরও তিনজন দলের সাথে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। বাকি দুই সদস্য রেজাউর রাজা ও মোহাম্মদ মিথুন। এখন প্রশ্ন থাকতেই পারে টি-২০ নেই তাহলে নাঈম কেনো যাচ্ছে দলের সাথে?

ক্রিকেট পাড়ায় সাকিব ইস্যুতে বেশ আলোচনা – সমালোচনা হচ্ছে। এর মাঝে মিথুন – রাজা – নাঈমকে দলের সাথে নিয়ে সেটি যেনো গরম হয়েছে আরও। তবে নাঈমকে দলের সাথে নেওয়ার কারণ টাইগারদের নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্সের চাওয়া!

চলতি বছরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে নাঈমকে নিয়ে আলাদাভাবে কাজ করতে চান জেমি সিডন্স। তাইতো দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে নাঈম শেখকে নিয়ে কাজ করতে চান এই টাইগার কোচ।

এছাড়াও নাঈম দলের সাথে থাকলেও খেলা হচ্ছেনা টেস্ট বা ওয়ানডে। কেননা ব্যাকআপ হিসেবে যাচ্ছেন তিনি সহ মোট তিনজন। তবে নাঈমের বিষয়টি অন্যদের থেকে অনেকটাই আলাদা। সহজ করে বলতে গেলে ‘নাঈমকে চোখে চোখে রাখতে চান সিডন্স!’

 

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর