নিয়মরক্ষার ম্যাচে বড় হার বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • শেয়ার করুন

  • Facebook

ইশান কিশান জিতলেন, জেতালেন! বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওডিয়াইতে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন স্বমহিমায়। বাংলাদেশী বোলারদের পাত্তা না দিয়ে একের পর এক বাউন্ডারিতে ঝড় তুলেছেন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। প্রথম বারের মতো নিজের ওডিয়াই সেঞ্চুরি করার পর তুলে নিয়েছেন নিজের প্রথম দ্বিশতকও। ১২৬ বলে দ্বিশতক ছুঁয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইলের করা দ্রুততম দ্বিশতকের রেকর্ড। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও ঈশানের।

প্রথমে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস। ইনজুরির কারণে নিয়মতি ওপেনার রোহিত শর্মা ছিটকে যাওয়ায় ম্যাচ শুরু করতে আসেন শেখর দাওয়ান ও ঈশান কিশান। দলীয় ১৫ রানে শেখর দাওয়ান বিদায় নিলে বিরাট কোহলিকে নিয়ে ২৯০ রানের দুর্দান্ত পার্টনারশিপ উপহার দেন ঈশান কিশান। প্রথম থেকেই আক্রমণাত্মক ঈশান সময় বাড়ার সাথে সাথে আরো আক্রমণাত্মক হয়েছেন। ১৩১ বলে ১০ ছয় ও ২৪ চারে ২১০ রানের ইনিংস খেলে তাসকিনের শিকার হয়ে ঈশান বিদায় নিলেও ওডিয়াইতে নিজের ৪৪ তম সেঞ্চুরি তুলে নেন অপরপ্রান্তে থাকা বিরাট কোহলি।

১১৩ রান করে কোহলি আউট হলে ওয়াশিংটন সুন্দরের ৩৭ ও আকসার প্যাটলের ২০ রানের উপর ভর করে ৫০ ওভার শেষে ৪০৯ রানের পাহাড়সম সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের বিপক্ষে এটিই কোন দলের সর্বোচ্চ ও প্রথম চারশতাধিক রান।

মিরাজ ম্যাজিকে মিরপুরে ২ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও শেষ ম্যাচে আবারো তাসের ঘরের মতো ভেঙেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওপেনিংয়ে ব্যর্থ এনামুল টানা তিন ম্যাচেই ফিরে গেছেন পাওয়ার প্লেতে। অধিনায়ক লিটন আআক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও ২৬ বলে ২৯ রানেই ফিরে গেছেন ড্রেসিংরুমে। সাকিবের ৪৩, ইয়াসির আলী রাব্বীর ২৫ রান ছাড়া কেউ সামান্য প্রতিরোধও গড়তে পারেনি ভারতীয় বোলারদের বিপক্ষে।

আগেরদিনে ৭৫ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রিয়াদ স্কোরবোর্ডে জমা করতে পেরেছেন মাত্র ২০ রান। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া মুশফিক, আরো একবার ব্যর্থ হয়েছেন দলের বিপদে। শেষদিকে মুস্তাফিজ-তাসকিনের ৩৩ রানের পার্টনারশিপের কল্যাণে ওডিয়াইতে বাংলাদেশেের সবচেয়ে বড় রানে হারের লজ্জা থেকে মুক্তি পায়।

৩৪ ওভার শেষে মাত্র ১৮২ রানে থেমে বাংলাদেশের ইনিংস। ফলে সিরিজ খোয়ানো কোহলিরা ২২৭ রানের বড় জয় পায়।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪০৯/৮ (৫০.০ ওভার)
ধাওয়ান ৩, ইশান ২১০, কোহলি ১১৩, শ্রেয়াস ৩, রাহুল ৮, ওয়াশিংটন ৩৭, আকসার ২০, শার্দুল ৩, কুলদিপ ৩, সিরাজ ০;
তাসিকন ৮৯/২, ইবাদত ৮০/২, সাকিব ৬৮/২।

বাংলাদেশ: ১৮২/১০(৩৪ ওভার)
এনামুল ৮, লিটন ২৯, সাকিব ৪৩, মুশফিক ৭, ইয়াসির ২৫, মাহমুদউল্লাহ ২০, আফিফ ৮, মিরাজ ৩, তাসকিন ১৭*, ইবাদত ০, মুস্তাফিজ ১২;
সিরাজ ২৭/১, শার্দুল ৩০/৩, আকসার ২২/৩, উমরান ৪৩/২।

ফলাফল- ভারত ২২৭ রানে জয়ী।

ম্যান অব দ্যা ম্যাচ- ইশান কিশান

ম্যান অব দ্যা সিরিজ- মেহেদী হাসান মিরাজ।

 

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর