ব্যাটসম্যানদের আক্ষেপের দিনে চালকের আসনে বাংলাদেশ!

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

প্রথম দিনের প্রথম দুই সেশনের আলো তানভীর নিজের করে নিলেও বিকেলটা ছিলো তামিমের দখলেই! যদিও ৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো তাকে। দ্বিতীয় দিনেও ইয়াসিরের আক্ষেপ! ৮ রানের কারণে পৌঁছাতে পারেনি তিন অঙ্কের ঘরে। দ্বিতীয় দিনের শেষ বিকেলে তানভীরে ঘূর্ণিতে চালকের আসনে ১ রানের জন্য ফিফটি মিস করা সাইফের দল।

এর আগে সকালে চট্টগ্রামে নিজেদের প্রথম ইনিংসে ৭০ রানে পিছিয়ে থেকে মাঠে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান সাইফ হাসান এবং মাহমুদুল হাসান জয়। সকালের শুরুটা হয়েছিলো বেশ। সাইফ-জয়ের ব্যাটে বড় রানের স্বপ্ন দেখা বাংলাদেশ এ দলকে পিছিয়ে দিয়েছে আম্পায়ারের বেশকিছু ভুল সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে ফিফটি থেকে ৮ রান দূরে থেকেই বিদায় নিয়েছিলো জয়। এরপর আবারো আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হন সাইফ। সেই সাথে ১ রানের আক্ষেপ নিয়েই সাইফ ফিরেছিলো সাজঘরে।

এরপর ইয়াসির-তৌহিদের ব্যাটে এগিয়ে যাওয়া বাংলাদেশ স্বপ্ন দেখে বড় রানের লীডের। যদিও তৌহিদ ৩০ রানে আউট হলে সেই স্বপ্ন কিছুটা ভঙ্গ হয়। এরপর ব্যক্তিগত ৯২ রানে ইয়াসির আউট হলে আবারো ছন্দপতন ঘটে টিম বাংলাদেশের। শেষদিকে আকবর আলীর ১৯ এবং শাহাদাত দীপুর ২০ রানের উপর ভর করে বাংলাদেশ অলআউট হয় ৩১৩ রানে। আয়ারল্যান্ড উলভস দলের বোলারদের পক্ষে মার্ক আদাইর ৩ এবং গার্থ ২ উইকেট শিকার করেন।

এরআগে প্রথম দিনে তানভীরের স্পিন ঘূর্ণির সাথে সাইফ-এবাদতের বোলিংয়ে ১৫১ রানে অলআউট হয়েছিলো আয়ারল্যান্ড উলভস দল। যার ফলে নিজেদের প্রথম ইনিংসে ১৬২ রানে এগিয়ে যায় বাংলাদেশ।

১৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড উলভস দল ৩৪ রানের বিনিময়ে হারিয়েছে ৪ উইকেট। বাংলাদেশের পক্ষে বল হাতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারী তানভীর দ্বিতীয় ইনিংসে শিকার করেছে ৯ রানে ৩ উইকেট, বাকি উইকেট উঠেছে এবাদতের পকেটে।দ্বিতীয় দিনশেষে ১২৭ রানে এগিয়ে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে জয়ের জন্য সাইফ বাহিনীর প্রয়োজন ৬ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

আয়ারল্যান্ড উলভস ১ম ইনিংস – ১৫১/১০
ক্যাম্পার ৩৮, টাকার ২০, ম্যাককুলাম ১৯।
তানভীর ৫/৫৫, সাইফ হাসান ২/১৫, এবাদত ২/৩২, খালেদ ১/২০।

বাংলাদেশ এ ১ম ইনিংস- ৩১৩/১০
ইয়াসির ৯২, সাইফ ৪৯, জয় ৪২, তামিম ৪১, হৃদয় ৩৬
মার্ক ২২/৩, গার্থ ৪৮/২

আয়ারল্যান্ড উলভস ২য় ইনিংস – ৩৪/৪
ডোহেনি ২০
তানভীর ৯/৩, এবাদত ১৭/১

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১২৭ রানে এগিয়ে।

 

, , ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর