মুশফিকের সেঞ্চুরি; লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়!

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুশফিকের লড়াকু সেঞ্চুরির পর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখে ১০৩ রানের জয়ে সিরিজ নিশ্চিত করলো তামিম বাহিনী। সেটিও প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে ওয়ানডে সিরিজ জয়!

এর আগে মিরপুরে টস নামক ভাগ্য পরীক্ষায় জয় পাওয়া তামিম নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। একাদশে দুই পরিবর্তনের দিনে ১৩৬ তম ওয়ানডে ক্যাপ উঠেছিলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী সদস্য শরিফুলের মাথায়। বৃষ্টির বিষয়টি মাথায় নিয়ে যথাসময়ে মাঠে নামে দুই দল। নির্ধারিত সময়ে বল মাঠে গড়ালেও তামিম যেনো শুরুটা করেছিলো একটু অন্য ভাবেই। কিন্তু সেটি আর বেশীক্ষণ স্হায়ী হয়েছিলো কই! দলীয় দ্বিতীয় ওভারেই টাইগার শিবিরে চামিরার জোড়া আঘাতে সাজঘরে ফিরেছিলো তামিম-সাকিব।

তৃতীয় উইকেট জুটিতে লিটকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় মুশফিক এগিয়ে এলেও ব্যর্থ হয়েছিলেন লিটন, ফিরেছিলেন ২৫ রানে। লিটনের বিদায়ের পর দ্রুতই ফিরেন মোসাদ্দেক সৈকত। এমন অবস্থায় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৪ রান!

এরপরের গল্পে পঞ্চম উইকেট জুটিতে মুশি-রিয়াদ দেখিয়েছিলেন বড় স্কোরের স্বপ্ন। সেই লক্ষ্যে এগুচ্ছিলেনও বেশ। কিন্তু দলীয় ৩৪ তম ওভারে লঙ্কান অধিনায়কের অসাধারণ ক্যাচে সাজঘরে ফিরেছিলেন রিয়াদ। এরপর দ্রুতই সাজঘরে ফিরেন আফিফ ও মিরাজ। অষ্টম উইকেটে সাইফকে সাথে নিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া মুশফিক আটকে গিয়েছিলো বৃষ্টি বাঁধায়। বৃষ্টি পরবর্তী সময়ে মাঠে নেমে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। এদিকে সাইফ মাথায় আঘাত পাওয়ার পাশাপাশি রান আউট হলে বড় স্কোরের স্বপ্ন ভঙ্গ হয় টাইগার ভক্তদের। শেষ পর্যন্ত মুশফিকের অসাধারণ ১২৫ রানের উপর ভর করে ২৪৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। লঙ্কানদের বোলারদের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট লাভ করেন দুশমুন্থ চামিরা ও সান্দাকান।

সিরিজে ফিরতে লঙ্কানদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৪৭ রান। জয়ের লক্ষ্যে খেলতে নামা লঙ্কানরা পেয়েছিলো সাবধানী সূচনা। কিন্তু শুরুটা বড় হতে দেননি অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। দলীয় ষষ্ঠ ওভারে তামিমের অসাধারণ ক্যাচে অধিনায়ক পেরেরাকে সাজঘরে পাঠিয়ে টাইগার শিবিরে সাফল্য এনে দেন তিনি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটি আর সম্ভব হয়নি। গত ম্যাচে দারুণ বোলিং করা মেহেদী মিরাজ আজও পেয়েছেন সফলতা। ১০ ওভার হাত ঘুরিয়ে পকেটে পুড়েছেন ৩ উইকেট। পিছিয়ে ছিলেন না সাকিব কিংবা মোস্তাফিজ; মিরাজের ৩ উইকেটের দিনে সাকিব-ফিজ পকেটে পুড়েছেন ৩ ও ২ উইকেট।

এর মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ৪০ ওভারে লঙ্কানদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৪৫ রানের। বৃষ্টি পরবর্তী সময়ে খেলতে নেমে উদানার দায়িত্বশীলতায় লঙ্কানরা অলআউট না হলেও বাংলাদেশ জয় পায় ১০৩ রানের ব্যবধানে।

১০৩ রানের জয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় পেলো বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে ম্যাচসেরা মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

বাংলাদেশ – ২৪৬/১০(৪৮.১)
মুশফিক ১২৫, মাহমুদউল্লাহ ৪১, লিটন ২৫;
দুশমুন্থ চামিরা ৪৪/৩ ,সান্দাকান ৫৪/৩

শ্রীলঙ্কা – ১৪১/৯(৪০)
গুনাথিলাকা ২৪, প্রাথুম ২০, উদানা ১৮*;
মোস্তাফিজ ১৬/৩, মিরাজ ২৮/৩, সাকিব ৩৮/২

ফলাফল: বাংলাদেশ ১০৩ রানে জয়ী। (২-০ তে সিরিজ নিশ্চিত)
ম্যাচ সেরা: মুশফিকুর রহিম।

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর