সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রিয়াদ!

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

১ ০ ০; তিন অঙ্কের সংমিশ্রণে ব্যাটাররা মাতেন সেঞ্চুরির উদযাপনে। বল হাতে ১০০ উইকেট শিকার করে বোলাররাও স্পর্শ করেন উইকেটের সেঞ্চুরি। রান কিংবা উইকেট ছাড়াও সেঞ্চুরি করা যায়, ঠিক তেমনি ম্যাচের সেঞ্চুরি স্পর্শ করতে চলছেন টাইগারদের টি-টোয়েন্টি কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর একটি মাত্র ম্যাচ খেললেই একশতম ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এই টাইগার অলরাউন্ডার। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন তিনি।

এখন পর্যন্ত ৫ দেশের সাত জন ক্রিকেটার টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন, যেখানে ১১৬ ম্যাচ খেলে শীর্ষে পাকিস্তানের শোয়েব মালিক। বাংলাদেশের জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলবেন রিয়াদ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ম্যাচ খেলা ক্রিকেটার:

  • শোয়েব মালিক (পাকিস্তান) – ১১৬ ম্যাচ।
  • মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) – ১১৩ ম্যাচ।
  • রোহিত শর্মা (ভারত) – ১১১ ম্যাচ।
  • ইয়ন মরগান (ইংল্যান্ড) – ১০৭ ম্যাচ।
  • কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড) – ১০৩ ম্যাচ।
  • মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) – ১০২ ম্যাচ।
  • রস টেলর (নিউজিল্যান্ড) – ১০২ ম্যাচ।
 

,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর