সেরা ৫ এ ভারতীয়দের আধিপত্য

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • শেয়ার করুন

  • Facebook

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ সফরে আসলো ভারত। শেষবার ২০১৫ সালে বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিলো কোহলিরা। সেবার টাইগারদের কাছে ২-১ এ ওডিয়াই সিরিজ হারে শক্তিশালী ভারত। সাত বছর প্রতিশোধ নেয়ার বদলে আরো একবার সিরিজ হারের তিক্ত স্বাদ পেলো তারা। এ নিয়ে মোট ৫ সিরিজে ২ টি জয় বাংলাদেশের, তিনবার সিরিজ ঘরে তুলেছে ভারত।

চলতি মাসের ১ তারিখে ৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ২ টি টেস্ট খেলতে আসে ভারত। সিরিজের প্রথম ওডিয়াই ম্যাচে বাংলাদেশ জয় পায় ১ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৫ রানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতে টাইগাররা। সিরিজের প্রথম দুটি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ওই ম্যাচে ঈশান কিশানের দুর্দান্ত দ্বিশতকে বড় জয় পায় ভারত। সিরিজ সেরা নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ।

ওডিয়াই সিরিজ শেষে সেরা ৫ ব্যাটার ও বোলারের তালিকায় আধিপত্য রয়েছে ভারতের। ২১০ রান নিয়ে শীর্ষে ভারতীয় ব্যাটার ঈশান কিশান, ৯ উইকেট নিয়ে বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। চলুন দেখে নেই লিস্টের বাকিদের অবস্থান-

ব্যাটার-
১/ ঈশান কিশান ২১০ রান।
২/ মেহেদী হাসান মিরাজ ১৪৭ রান।
৩/ বিরাট কোহলি ১২৭ রান।
৪/ মাহমুদউল্লাহ রিয়াদ ১১১ রান।
৫/ শ্রেয়স আইয়ার ১০৯ রান।

বোলার-
১/ সাকিব আল হাসান ৯ উইকেট।
২/ এবাদত হোসেন ৯ উইকেট।
৩/ ওয়াশিংটন সুন্দর ৬ উইকেট।
৪/ মোহাম্মদ সিরাজ ৬ উইকেট।
৫/ শারদুল ঠাকুর ৪ উইকেট।

১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট এবং ২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা।

 

, , ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর