Cricketkhor

"ডাল ভাতের সাথে ক্রিকেট খাই,
টাইগারদের জন্য গলা ফাটাই"

জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়া ১৪১ রানে অল আউট।

Md Ilias

Md Ilias

জিম্বাবুয়ের বিপক্ষে ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচে ডেভিড ওয়ার্নেরর ফিফটির পরও অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় মাত্র ১৪১ রানে।

শেষ ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাটিং করতে নেমে ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া।

শেষ দিকে রায়ার্ন বার্লের বোলিং চমকে মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। অজিদের পক্ষে সর্বোচ্চ ৯৪ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকে। বার্ল ৩ ওভার করে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।

অজিদের পক্ষে ওয়ার্নারের পর দুই সংখ্যার রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে (১৯ রান)। আর কেউ দুই সংখ্যার স্কোর করতে পারেননি। জিম্বাবুয়ের পক্ষে ইভান্স দুটি ও ভিক্টর ও রিচার্ড একটি করে উইকেট নেন।

যদিও ইতিমধ্যে তিন ম্যাচ সিরিজের দুটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।