Cricketkhor

"ডাল ভাতের সাথে ক্রিকেট খাই,
টাইগারদের জন্য গলা ফাটাই"

দুই দেশের হয়ে শতক হাঁকালেন চ্যাপম্যান !

Sayem

Sayem

গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে রান তাড়া করতে নেমে ৭৫ বলে ১০১* রানের ঝলমলে ইনিংস খেলেন নিউজিল্যান্ড দলের মার্ক চ্যাপম্যান।

অভিষেক ওয়ানডে ম্যাচে শতক হাঁকানো চ্যাপম্যান প্রায় সাত বছর পর ক্যারিয়ারের সপ্তম ওয়ানডেতে হাঁকিয়েছেন দ্বিতীয় শতক। তবে দুটো সেঞ্চুরির মাঝে মূল পার্থক্য হলো দুটি সেঞ্চুরিই ভিন্ন দেশের হয়ে করেছেন মার্ক!

হংকংয়ের হয়ে অভিষেক ম্যাচেই শতক করেছিলেন মার্ক

২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অভিষেক ম্যাচে জন্মভূমি হংকং এর হয়ে ১২৪* রান করেন চ্যাপম্যান। এবার বাবার দেশ নিউজিল্যান্ডের হয়ে প্রথম শতক করলেন তিনি।

দুই দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা ১৫তম ক্রিকেটার তিনি। তবে দুই দেশের হয়ে একদিবসীয় ক্রিকেটে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার তিনি!

এর আগের দুই ক্রিকেটারই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের হয়ে শতক করেছেন।

দুই ভিন্ন দলের হলে ওয়ানডে শতক হাঁকিয়েছেন
ইয়ন মরগান 🇮🇪 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
এড জয়েস 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 🇮🇪
মার্ক চ্যাপম্যান 🇭🇰 🇳🇿*

চ্যাপম্যান প্রথম ক্রিকেটার যিনি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড বাদে অন্য দুই দেশের হয়ে ওয়ানডে সেঞ্চুরি করেছেন।
তিনি প্রথম ক্রিকেটার যিনি দু’টি ভিন্ন দেশের হয়ে অপরাজিত শতক করেছেন।

হংকং এ বয়সভিত্তিক পর্যায় থেকে ক্রিকেট শুরু করা চ্যাপম্যান দেশটির হয়ে প্রায় ৭ বছর বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলেছেন। এরপর পিতার দেশ নিউজিল্যান্ডের অকল্যান্ড এ স্থানান্তরিত হন তিনি। সেখানে আবারও ক্রিকেট ক্যারিয়ার শুরু করে এখন দেশটির জাতীয় দলের নিয়মিত সদস্যদের একজন তিনি।