ক্রিকেট ইতিহাসে আজকের দিন: জানুয়ারি- ২৭

Arfin Rupok
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

স্মৃতির পাতা উল্টিয়ে পেছনে ফিরতেই পেলাম ফাইনাল হারের তীক্ষ্ণ স্বাদ! আজকের দিনটি বাংলাদেশে ক্রিকেটকে দিয়েছে দুই দুইটি হারের স্বাদ। বাকিদের সাফল্যের খাতায় কিছু যুক্ত হয়েছিলো কি? চলুন জানতে থাকি….

▪️আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

  • ওয়ানডে:
  • ২০১৮ – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – শ্রীলঙ্কা ৭৯ রানে জয়ী।
  • টেস্ট:
  • ২০১৪ – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – শ্রীলঙ্কা ইনিংস এবং ২৪৮ রানে জয়ী।

▪️এডি বার্লো এবং গ্রেইম পোলকের রেকর্ড জুটি!
সময়টা ১৯৬৪ সাল; দক্ষিণ আফ্রিকার পক্ষে যেকোনো উইকেটের সর্বোচ্চ জুটির রেকর্ড ততক্ষণে গড়ে ফেলেছেন বার্লো এবং পোলক। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে তারা সংগ্রহ করেছিলেন ৩৪১ রান। যা তৎকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রানের জুটি। পরবর্তী সময়ে এই জুটিকে টপকে যায়। বর্তমানে এই জুটি রানের দিক দিয়ে রয়েছে ৫ম স্থানে।

▪️আজকের দিনে যাদের জন্ম:

  • ১৯১১ – জর্জ পোপ – ইংল্যান্ড।
  • ১৯৫০ – মিল্টন পাইডানা – ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৬৯ – শেন থমসন – নিউজিল্যান্ড।
  • ১৯৭০ – ডিন হ্যাডলি – ইংল্যান্ড।
  • ১৯৭৪ – চামিন্দা ভাস – শ্রীলঙ্কা।
  • ১৯৭৯ – ড্যানিয়েল ভেট্টোরি – নিউজিল্যান্ড।

▪️আজকের দিনে যাদের মৃত্যু:

  • ১৯৭০ – প্রবীর সেন – ভারত।
  • ১৯৯৬ – টমি মিচেল – ইংল্যান্ড।
  • ১৯৯৭ – ডেভিড টাউনসেন্ড – ইংল্যান্ড।

▪️আজকের দিনে পাঁচ উইকেট:

  • ১৯৬৪ – নীল হক – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ১৯৭৪ -ডেভিড ও’সালিভান -নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৮০ – ডেনিস লিলি – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৯১ – ক্রেগ ম্যাকডারমট – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯৯৬ – পল রেইফেল – অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা।
  • ১৯৯৭ – এডো ব্রান্ডেস – জিম্বাবুয়ে বনাম ভারত।
  • ২০১০ – জহির খান – ভারত বনাম বাংলাদেশ।
  • ২০১৮ – মোহাম্মদ সামি – ভারত বনাম দ. আফ্রিকা।

▪️আজকের দিনে সেঞ্চুরি:

  • ১৯৪৮ – বিজয় হাজারে – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৪৮ – দত্তু ফাদকার – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৪৯ – জেফ স্টলমেয়ার – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
  • ১৯৪৯ – অ্যালান রে – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
  • ১৯৫৮ – জ্যাকি ম্যাকগ্লিউ – দ. আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৫৮ – জন ওয়েট – দ. আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৬১ – রোহন কানহাই – ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৬৫ – ট্রেভর গডার্ড – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ১৯৬৯ – ডগ ওয়াল্টার্স – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৭৪ – রড মার্শ – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।
  • ১৯৭৫ – একনাথ সোলকার – ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৭৬ – ভিভ রিচার্ডস – ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৭৯ – কপিল দেব – ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৮৫ – গ্রেইম উড – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৮৫ – জন ফুলটন রিড – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান।
  • ১৯৮৯ – ডেভিড বুন – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৯২ – ডেভিড বুন – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ১৯৯২ – মার্ক টেলর – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ১৯৯৪ – মোঃ আজহারউদ্দীন – ভারত বনাম শ্রীলঙ্কা।
  • ১৯৯৫ – মাইক গ্যাটিং – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৯৭ – গ্রাহাম থর্প – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।
  • ২০০৮ – রিকি পন্টিং – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ২০০৮ – জ্যাক ক্যালিস – দ. আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০০৮ – মাইকেল ক্লার্ক – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ২০১৩ – ইয়ান বেল – ইংল্যান্ড বনাম ভারত।
  • ২০২০ – শন উইলিয়ামস – জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা।
 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর