চমক রেখে ‘ডাচদের’ ১৫ সদ্যসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা!

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ! বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিনে অভিজ্ঞ রায়ান টেন ডেসকাটেকে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করা নেদারল্যান্ডস যেনো এক প্রকার চমকই দেখালেন! পিটার সিলারকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা দলটির সাথে স্ট্যান্ড বাই হিসেবে আছেন দুইজন।

৪১ বছর বয়সী ডেসকাটে!

ডেসকাটে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে! এবার বিশ্বকাপে আরও একবার নেদারল্যান্ডসের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। পিটারের দলে ডেসকাটে ছাড়াও রয়েছে বেশকিছু তারকা ক্রিকেটার।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড:
পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, (সহ-অধিনায়ক), ফিলিপে বয়সেভেইন, ব্যাস ডি লিডে, পল ফন মিকেরেন, বেন কুপার, ম্যাক ও’ডাউড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ফন ডার জুগটেন, রিওলেফ ফন ডার মারয়ে, ব্রান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লগান ফন বিক, স্টিফেন মাইবার্গ।

স্ট্যান্ড বাই – টবিয়াস ভিজে, শেন স্নাটার।

বিশ্বকাপে নেদারল্যান্ডস প্রথম রাউন্ডে খেলবে। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে নামিবিয়া, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৮ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। ২০ অক্টোবর নামিবিয়া ও ২২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন ডাচরা।

 

, , , ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর